ঢাকা , শুক্রবার, ০২ মে ২০২৫ , ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
অন্তর্বর্তী সরকারের ভুল সিদ্ধান্তে অর্থনীতি আরও সংকটে- রিজভী অবিলম্বে সাংবাদিক ছাঁটাই বন্ধসহ ১০ম ওয়েজবোর্ড গঠন করুন চাপ সামাল দিতে পরিবহন সক্ষমতা বাড়াচ্ছে বেবিচক রমনা বটমূলে বোমা হামলা হাইকোর্টের রায় ৮ মে ৩০০ শিক্ষক ও গবেষককে সম্মাননা দিবে ঢাকা বিশ্ববিদ্যালয় বিএসইসির ২১ কর্মকর্তা সাময়িক বরখাস্ত করমুক্ত আয়সীমা সাড়ে ৪ লাখ টাকা করার পরামর্শ এফবিসিসিআইয়ের দাম কমিয়েও ক্রেতা মিলছে না সিমেন্টের চিন্ময় দাসের জামিন চেম্বারে স্থগিত সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠায় আমরা জীবন দিতেও প্রস্তুত-মির্জা ফখরুল যুদ্ধের দোরগোড়ায় পাকিস্তান-ভারত প্রস্তুতি থাকতে হবে যুদ্ধের রাজনৈতিক বিতর্ক ও আর্থিক সংশ্লেষ নেই এমন সংস্কার সুপারিশ ইসির রাজধানীতে পর পর তিনদিনে ৪ সমাবেশ আজ মহান মে দিবস রণতরী থেকে সমুদ্রে পড়ে গেছে যুক্তরাষ্ট্রের ৮১০ কোটির বিমান পাকিস্তানের পারমাণবিক অস্ত্র নিয়ে জল্পনা-কল্পনা দাম আড়াই হাজার কোটির বেশি ইয়েমেনে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা সামরিক অভিযানের সবুজ সংকেত মোদির

এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে মেডেল ও ট্রফি হাতে পেল বাংলাদেশ

  • আপলোড সময় : ০৮-০৩-২০২৫ ১০:৩৩:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৩-২০২৫ ১০:৩৩:০৯ অপরাহ্ন
এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে মেডেল ও ট্রফি হাতে পেল বাংলাদেশ
এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে দারুণ সাফল্য পেয়েছে বাংলাদেশ নারী কাবাডি দল। প্রতিযোগিতার সেমিফাইনালে উঠেই ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছিল তারা। গতকাল শনিবার আনুষ্ঠানিকভাবে মেডেল ও ট্রফি গ্রহণ করেন দলের খেলোয়াড়রা।
ইরানের তেহরানে অনুষ্ঠিত এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো পদক জিতেছে বাংলাদেশ নারী দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী থাইল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ। তবে ফাইনালে উঠার লড়াইয়ে স্বাগতিক ইরানের কাছে হেরে যায় তারা। কাবাডির নিয়ম অনুযায়ী, সেমিফাইনালে হারা দুই দলকেই ব্রোঞ্জ পদক দেওয়া হয়। বাংলাদেশ ছাড়াও নেপাল ব্রোঞ্জ জয় করেছে।
এবারের আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ফাইনালে স্বাগতিক ইরানকে ৩৩-২৫ পয়েন্টে হারিয়ে শিরোপা জয় করে তারা। স্বর্ণ পদক জিতেছে ভারত, আর রানার্সআপ হয়ে রৌপ্য পদক পেয়েছে ইরান।
বাংলাদেশ নারী কাবাডি দলের জন্য এটি ঐতিহাসিক মুহূর্ত। এর আগে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে কোনো পদক জিততে পারেনি তারা। দলের কোচ শাহনাজ পারভীন মালেকা উচ্ছ্বাস প্রকাশ করে জানান, "আমাদের প্রধান লক্ষ্য ছিল ব্রোঞ্জ জয় করা, সেটি আমরা অর্জন করতে পেরেছি। এটি বাংলাদেশের কাবাডির জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন।"
প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে ব্রোঞ্জ জয়কেই লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছিল বাংলাদেশ নারী কাবাডি দল। সেই লক্ষ্যে সফল হয়েছে তারা। টুর্নামেন্ট শেষে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগসহ দলের সদস্যরা পদক ও ট্রফি হাতে উচ্ছ্বাস প্রকাশ করেন।
এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের এই অর্জন নারীদের খেলাধুলার অগ্রযাত্রায় আরও এক ধাপ এগিয়ে যাওয়ার প্রতিচ্ছবি। ভবিষ্যতে আরও বড় সাফল্যের প্রত্যাশা নিয়েই দেশে ফিরবে তারা।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স