ঢাকা , বুধবার, ৩০ জুলাই ২০২৫ , ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ইশরাক-কায়কোবাদের বিরুদ্ধে প্রোপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ করেছে আসিফ প্রতীকী মূল্যে সরকারি সম্পত্তি কাউকে দেওয়া হবে না-অর্থ উপদেষ্টা আমরা সংস্কারকে ভয় পাই না স্বাগত জানাই-মির্জা ফখরুল মবতন্ত্র দেশকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে-গণসংহতি প্রেস কাউন্সিলে নতুন কমিটি, ১২ জনকে অন্তর্ভুক্ত বাস-ট্রাক চালকদের ভালো স্বাস্থ্য আমাদের সবার জন্য জরুরি ডানপন্থী রাজনীতিতে বেড়েছে দৃশ্যমানতা জুলাই শুধু স্বৈরাচার মুক্তির মাস নয়, এটা পুনর্জন্মের মাস : প্রধান উপদেষ্টা পুঁজিবাজারে কোটি টাকা হিসাবধারীর সংখ্যা বেড়েছে জলবায়ু পরিবর্তন-খাদ্য সংকটে হুমকিতে সুন্দরবনের বাঘ জুলাই সনদের খসড়ায় আপত্তি জানিয়েছে এনসিপি-জামায়াত বিচার নিয়ে আমাদের আন্তরিকতায় সন্দেহ রাখবেন না -আইন উপদেষ্টা নৈরাজ্যের শঙ্কা দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি ১৬০ দিন পর কুয়েটে ক্লাস শুরু বাড়ছে কাপ্তাই হ্রদের পানি, ডুবছে ঝুলন্ত সেতু ৯ জন উদ্ধার হলেও এখনও নিখোঁজ ৬ ‘খোলা জানালা’ সেবা চালু করেছে ‘ডিআরইউ’ বগুড়ায় কার্গো সার্ভিস প্রতিষ্ঠানের অফিসে ডাকাতি সাড়ে ১৭ লাখ টাকা লুট ৩৯৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি মৃত্যু একজনের ম্যানহোলে পড়ে নিখোঁজ নারীর লাশ ৩৬ ঘণ্টা পর উদ্ধার

এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে মেডেল ও ট্রফি হাতে পেল বাংলাদেশ

  • আপলোড সময় : ০৮-০৩-২০২৫ ১০:৩৩:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৩-২০২৫ ১০:৩৩:০৯ অপরাহ্ন
এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে মেডেল ও ট্রফি হাতে পেল বাংলাদেশ
এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে দারুণ সাফল্য পেয়েছে বাংলাদেশ নারী কাবাডি দল। প্রতিযোগিতার সেমিফাইনালে উঠেই ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছিল তারা। গতকাল শনিবার আনুষ্ঠানিকভাবে মেডেল ও ট্রফি গ্রহণ করেন দলের খেলোয়াড়রা।
ইরানের তেহরানে অনুষ্ঠিত এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো পদক জিতেছে বাংলাদেশ নারী দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী থাইল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ। তবে ফাইনালে উঠার লড়াইয়ে স্বাগতিক ইরানের কাছে হেরে যায় তারা। কাবাডির নিয়ম অনুযায়ী, সেমিফাইনালে হারা দুই দলকেই ব্রোঞ্জ পদক দেওয়া হয়। বাংলাদেশ ছাড়াও নেপাল ব্রোঞ্জ জয় করেছে।
এবারের আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ফাইনালে স্বাগতিক ইরানকে ৩৩-২৫ পয়েন্টে হারিয়ে শিরোপা জয় করে তারা। স্বর্ণ পদক জিতেছে ভারত, আর রানার্সআপ হয়ে রৌপ্য পদক পেয়েছে ইরান।
বাংলাদেশ নারী কাবাডি দলের জন্য এটি ঐতিহাসিক মুহূর্ত। এর আগে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে কোনো পদক জিততে পারেনি তারা। দলের কোচ শাহনাজ পারভীন মালেকা উচ্ছ্বাস প্রকাশ করে জানান, "আমাদের প্রধান লক্ষ্য ছিল ব্রোঞ্জ জয় করা, সেটি আমরা অর্জন করতে পেরেছি। এটি বাংলাদেশের কাবাডির জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন।"
প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে ব্রোঞ্জ জয়কেই লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছিল বাংলাদেশ নারী কাবাডি দল। সেই লক্ষ্যে সফল হয়েছে তারা। টুর্নামেন্ট শেষে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগসহ দলের সদস্যরা পদক ও ট্রফি হাতে উচ্ছ্বাস প্রকাশ করেন।
এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের এই অর্জন নারীদের খেলাধুলার অগ্রযাত্রায় আরও এক ধাপ এগিয়ে যাওয়ার প্রতিচ্ছবি। ভবিষ্যতে আরও বড় সাফল্যের প্রত্যাশা নিয়েই দেশে ফিরবে তারা।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স