ঢাকা , বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি

নালিতাবাড়ীতে নদীর চরে সবজি চাষে সবুজের সমারোহ

  • আপলোড সময় : ১০-০৩-২০২৫ ১২:১৪:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৩-২০২৫ ১২:১৪:৪৯ পূর্বাহ্ন
নালিতাবাড়ীতে নদীর চরে সবজি চাষে সবুজের সমারোহ
নালিতাবাড়ী প্রতিনিধি
যতদূর চোখ যায় সবুজ আর সবুজ। দেশি ও হাইব্রিড জাতের শাকসবজি চাষে ভোগাইয়ের চরে এখন সবুজের সমারোহ। পাহাড়ি ঢল, বন্যা আর অবৈধ বালু উত্তোলনের ফলে ভোগাই নদীর পাড় ভেঙে প্রতিবছরই ভূমিহীন হয় অনেকে, হারায় আবাদী জমি। ফলে দুর্ভোগ নেমে আসে নদী তীরের বাসিন্দাদের। শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদীর পাড় ভেঙে জেগে উঠেছে নতুন বিস্তীর্ণ চর।
আর সে চরেই ভাগ্যের চাকা ঘুরানোর চেষ্টা স্থানীয় কৃষকদের। চর থেকে ঢলের পানি নেমে যাওয়ার পর পলিমাটি পড়ে উর্বর হওয়ায় কম খরচে বেশি ফলন পাওয়ার সম্ভাবনা আছে। শাকসবজি চাষের ফলে সবুজে-সবুজে ছেয়ে গেছে ভোগাইয়ের চর। উপজেলার মরিচপুরান ইউনিয়নের ভোগাই নদীর তীরে দক্ষিণ কোন্নগর, ফকিরপাড়া ও বেনীরগোপ এলাকায় সরজমিন ঘুরে এসব চিত্র দেখাগেছে।
সবজি চাষিরা জানান, আংশিক চাষ বা চাষ ছাড়াই আলু, পেঁয়াজ, রসুন, বেগুন, টমেটো, মিষ্টি কুমড়া, মুলা, গাজর, লাউ, কুমড়াসহ বিভিন্ন শাকসবজি চাষ করেছেন তারা। ইতিমধ্যে কিছু ফসল উঠতে শুরু করেছে। ভালো ফলন হলেও এসব শাকসবজির মুল্য কম থাকায় হতাশ কৃষকরা। উজান থেকে ভাটি পর্যন্ত কয়েকশ কৃষক ভোগাইয়ের চরে চাষ করেছেন রবি মৌসুমের নানা জাতের শাকসবজি। কেউ বানিজ্যিক কেউবা পরিবারের চাহিদা মেটাতেই এসব ফসল চাষে করেছেন।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়নে চলতি মৌসুমে ১০৯০ হেক্টর ফসলি জমিতে সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কোন্নগর গ্রামের কৃষক এলিম উদ্দিন জানায়, এবছর নদীর চরে যেসব সবজি চাষ করেছি তার ফলন অনেক ভালো হয়েছে। পরিবারের চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করছি। বেনীরগোপ গ্রামের কৃষক আব্দুল আওয়াল জানান, চরে সবজির ফলন ভালো হয়েছে কিন্তু বাজারে দাম কম। আশাকরছি রমজানের রোযার সময় একটু বেশি দাম পাবো।
এবিষয়ে নালিতাবাড়ী উপজেলা কৃষি অফিসার আলহাজ আব্দুল ওয়াদুদ বলেন, যেখানে শাকসবজি চাষ করা হয়েছে সেখানে কৃষি অফিস নানা পরামর্শ দিয়ে যাচ্ছে। সরকারিভাবে বিনামুল্যে  কৃষকদের বীজ প্রদান করা হয়েছে। পতিত ও ফাঁকা স্থানে শাকসবজি চাষ করতে কৃষকদের উৎসাহ দেয়া হচ্ছে। আশাকরি কৃষকরা লাভবান হবেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ