ঢাকা , বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি

ঈদ ঘিরে ডাকাতির ছক

  • আপলোড সময় : ১০-০৩-২০২৫ ১২:২৪:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৩-২০২৫ ১২:২৪:৫৫ পূর্বাহ্ন
ঈদ ঘিরে ডাকাতির ছক
রাজধানীর মোহাম্মদপুরে র‌্যাব পরিচয়ে ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগে ডাকাত সরদারসহ চারজনকে বিদেশি অস্ত্রসহ গ্রেফতার করা হয়। র‌্যাব বলছে, ডাকাতদলের সদস্যরা বিভিন্ন পেশার ছদ্মবেশে বিভিন্ন এলাকায় রেকি করে তথ্য সংগ্রহ করতেন। বিশেষ করে ডাকাত সরদার বিল্লু অভিজাত এলাকায় রঙমিস্ত্রীর ছদ্মবেশে তথ্য সংগ্রহ করতেন। পরে সুযোগ বুঝে দলবল নিয়ে করতেন ডাকাতি। ঈদ ও পূজার ছুটির সুযোগে ডাকাতদল বেশি সক্রিয় হতো। গ্রেফতার ডাকাতদল আসন্ন ঈদে ডাকাতির ছক তৈরি করছিলেন বলেও র‌্যাব জানিয়েছে। গ্রেফতাররা হলেন- ডাকাত সরদার মো. বিল্লু মিয়া (৩৫), সহযোগী আবু জাহের (৩০), আল আমিন ওরফে পাঠা আল আমিন (২০) ও মো. আলমগীর (৩২)। গ্রেফতারকালে ডাকাতির কাজে ব্যবহৃত একটি রিভলবার, পাঁচ রাউন্ড গুলি, একটি পাইপ গান, একটি কার্টিজ, একটি সিএনজিচালিত অটোরিকশা, একটি চাকু, একটি রেঞ্জ, একটি সামুরাই, একটি শাবল, একটি স্ক্রু ড্রাইভার, দুটি প্লায়ার্স, র‌্যাব-পুলিশের পোশাক সদৃশ জ্যাকেট, কালো ক্যাপ ও চারটি মোবাইল উদ্ধার করা হয়। গতকাল রোববার রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক হাওলাদার এসব তথ্য জানান। ‘আন্তঃজেলা সড়ক-মহাসড়কে র‌্যাব পরিচয়ে ডাকাতি ও ছিনতাই চক্রের চার সদস্যকে অস্ত্র ও লুণ্ঠিত সিএনজিসহ র‌্যাব-২ কর্তৃক গ্রেফতার প্রসঙ্গে’ এই সংবাদ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। মো. খালিদুল হক বলেন, মোহাম্মদপুর কেন্দ্রিক সব অপরাধী চক্রকে আইনের আওতায় আনার লক্ষ্যে র‌্যাব-২ গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুর থানার বাঁশবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ডাকাত সরদার বিল্লুকে গ্রেফতার করা হয়। পরে তাকে তল্লাশি করে কোমরে রক্ষিত অবস্থায় একটি বিদেশি আগ্নেয়াস্ত্র এবং প্যান্টের ডান পকেট থেকে পাঁচ রাউন্ড গুলি, একটি খালি খোসা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। বিল্লু প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবকে জানান, তারা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন স্থানে র‌্যাব পরিচয়ে ডাকাতি, অস্ত্র, মাদক কারবার ও সিএনজি ছিনতাই চক্রের সঙ্গে জড়িত। তিনি মোহাম্মদপুর ও পার্শ্ববর্তী এলাকায় চাঁদাবাজি, মাদক, ভূমি দখল, চুরি-ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতেন। পাশাপাশি গ্রুপটি নিজেদের র‌্যাব সদস্য পরিচয় দিয়ে ডাকাতি করতেন। গ্রেফতার বিল্লুর দেওয়া তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুর থানার চাঁদ উদ্যান লাউতলা এলাকায় অভিযান চালিয়ে তার সহযোগী আবু জাহের (৩০), আল আমিন ওরফে পাঠা আল আমিন (২০) ও মো. আলমগীরকে (৩২) গ্রেফতার করা হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের অপর দুই সহযোগী মো. রাজা (৩৬) ও মো. নাগর (৩০) পালিয়ে যান। এক প্রশ্নের জবাবে র‌্যাব-২ অধিনায়ক বলেন, ডাকাত সরদার বিল্লু ৮ বছর আগে গাইবান্ধা থেকে ঢাকায় আসেন। তিনি রাজধানীর অভিজাত এলাকায় ঘুরে ঘুরে রঙমিস্ত্রীর কাজ করতেন। মূলত তিনি এই পেশার আড়ালে ডাকাতির জন্য রেকি করতেন। এরপর তার সংগ্রহ করা তথ্যের ভিত্তিতেই দলের সদস্যদের নিয়ে ডাকাতি করতেন। গ্রেফতারদের বিরুদ্ধে হত্যা, মাদকসহ বিভিন্ন থানায় একাধিক মামলার তথ্য পেয়েছে র‌্যাব। ডাকাত বিল্লুর দলে একাধিক নারী সদস্য রয়েছেন, যাদের ব্যবহার করে সিএনজি চালককে মারধর করে গাড়ি ছিনিয়ে নেওয়ার কাজ করতেন। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ