ঢাকা , শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫ , ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পরিবর্তন আসছে সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনায় সবাইকে ছাতার নিচে আনতে ভিত গড়ছে ঐকমত্য কমিশন জুনে ৩২৪টি রাজনৈতিক মিথ্যা তথ্য শনাক্ত : সিজিএস অন্তর্বর্তী সরকারের বিদায়ের সময় এসেছে-দেবপ্রিয় ভট্টাচার্য গাজীপুরে আসন বাড়ছে কমছে বাগেরহাটে : ইসি ৩৯টি সংসদীয় আসনে আসছে পরিবর্তন : ইসি স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে ১৫ সদস্যের কমিটি শান্তি মিশনে মানের দিক থেকে শীর্ষস্থানে বাংলাদেশ সেনাবাহিনী-মার্কিন রাষ্ট্রদূত রাশিয়ায় ভূমিকম্পের পর আঘাত হেনেছে সুনামি কুড়িগ্রামের উলিপুরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যায় ৮ আসামির মৃত্যুদণ্ড জুলাইয়ের আহত-নিহতদের তালিকায় অসঙ্গতি পাওয়া গেছে-মুক্তিযোদ্ধা উপদেষ্টা সবুজায়ন স্বপ্নে খরা ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৬ সড়কে আলু ফেলে নওগাঁর কৃষকদের মানববন্ধন রাজধানীতে মাসে ২০টিরও বেশি হত্যা ও ৫টি ডাকাতি হচ্ছে রিয়াদের বাসা থেকে আড়াই কোটির চেক-এফডিআর নথি উদ্ধার এনসিপির সমাবেশে হামলায় আরেক মামলা আসামি সাড়ে ৫ হাজার তাবলীগ জামাতের দুই পক্ষের বিবাদ মেটাতে হচ্ছে কমিটি : ধর্ম উপদেষ্টা ভয়াবহতার মূলে এডিস মশার অস্বাভাবিক প্রজনন

ঈদ ঘিরে ডাকাতির ছক

  • আপলোড সময় : ১০-০৩-২০২৫ ১২:২৪:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৩-২০২৫ ১২:২৪:৫৫ পূর্বাহ্ন
ঈদ ঘিরে ডাকাতির ছক
রাজধানীর মোহাম্মদপুরে র‌্যাব পরিচয়ে ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগে ডাকাত সরদারসহ চারজনকে বিদেশি অস্ত্রসহ গ্রেফতার করা হয়। র‌্যাব বলছে, ডাকাতদলের সদস্যরা বিভিন্ন পেশার ছদ্মবেশে বিভিন্ন এলাকায় রেকি করে তথ্য সংগ্রহ করতেন। বিশেষ করে ডাকাত সরদার বিল্লু অভিজাত এলাকায় রঙমিস্ত্রীর ছদ্মবেশে তথ্য সংগ্রহ করতেন। পরে সুযোগ বুঝে দলবল নিয়ে করতেন ডাকাতি। ঈদ ও পূজার ছুটির সুযোগে ডাকাতদল বেশি সক্রিয় হতো। গ্রেফতার ডাকাতদল আসন্ন ঈদে ডাকাতির ছক তৈরি করছিলেন বলেও র‌্যাব জানিয়েছে। গ্রেফতাররা হলেন- ডাকাত সরদার মো. বিল্লু মিয়া (৩৫), সহযোগী আবু জাহের (৩০), আল আমিন ওরফে পাঠা আল আমিন (২০) ও মো. আলমগীর (৩২)। গ্রেফতারকালে ডাকাতির কাজে ব্যবহৃত একটি রিভলবার, পাঁচ রাউন্ড গুলি, একটি পাইপ গান, একটি কার্টিজ, একটি সিএনজিচালিত অটোরিকশা, একটি চাকু, একটি রেঞ্জ, একটি সামুরাই, একটি শাবল, একটি স্ক্রু ড্রাইভার, দুটি প্লায়ার্স, র‌্যাব-পুলিশের পোশাক সদৃশ জ্যাকেট, কালো ক্যাপ ও চারটি মোবাইল উদ্ধার করা হয়। গতকাল রোববার রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক হাওলাদার এসব তথ্য জানান। ‘আন্তঃজেলা সড়ক-মহাসড়কে র‌্যাব পরিচয়ে ডাকাতি ও ছিনতাই চক্রের চার সদস্যকে অস্ত্র ও লুণ্ঠিত সিএনজিসহ র‌্যাব-২ কর্তৃক গ্রেফতার প্রসঙ্গে’ এই সংবাদ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। মো. খালিদুল হক বলেন, মোহাম্মদপুর কেন্দ্রিক সব অপরাধী চক্রকে আইনের আওতায় আনার লক্ষ্যে র‌্যাব-২ গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুর থানার বাঁশবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ডাকাত সরদার বিল্লুকে গ্রেফতার করা হয়। পরে তাকে তল্লাশি করে কোমরে রক্ষিত অবস্থায় একটি বিদেশি আগ্নেয়াস্ত্র এবং প্যান্টের ডান পকেট থেকে পাঁচ রাউন্ড গুলি, একটি খালি খোসা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। বিল্লু প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবকে জানান, তারা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন স্থানে র‌্যাব পরিচয়ে ডাকাতি, অস্ত্র, মাদক কারবার ও সিএনজি ছিনতাই চক্রের সঙ্গে জড়িত। তিনি মোহাম্মদপুর ও পার্শ্ববর্তী এলাকায় চাঁদাবাজি, মাদক, ভূমি দখল, চুরি-ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতেন। পাশাপাশি গ্রুপটি নিজেদের র‌্যাব সদস্য পরিচয় দিয়ে ডাকাতি করতেন। গ্রেফতার বিল্লুর দেওয়া তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুর থানার চাঁদ উদ্যান লাউতলা এলাকায় অভিযান চালিয়ে তার সহযোগী আবু জাহের (৩০), আল আমিন ওরফে পাঠা আল আমিন (২০) ও মো. আলমগীরকে (৩২) গ্রেফতার করা হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের অপর দুই সহযোগী মো. রাজা (৩৬) ও মো. নাগর (৩০) পালিয়ে যান। এক প্রশ্নের জবাবে র‌্যাব-২ অধিনায়ক বলেন, ডাকাত সরদার বিল্লু ৮ বছর আগে গাইবান্ধা থেকে ঢাকায় আসেন। তিনি রাজধানীর অভিজাত এলাকায় ঘুরে ঘুরে রঙমিস্ত্রীর কাজ করতেন। মূলত তিনি এই পেশার আড়ালে ডাকাতির জন্য রেকি করতেন। এরপর তার সংগ্রহ করা তথ্যের ভিত্তিতেই দলের সদস্যদের নিয়ে ডাকাতি করতেন। গ্রেফতারদের বিরুদ্ধে হত্যা, মাদকসহ বিভিন্ন থানায় একাধিক মামলার তথ্য পেয়েছে র‌্যাব। ডাকাত বিল্লুর দলে একাধিক নারী সদস্য রয়েছেন, যাদের ব্যবহার করে সিএনজি চালককে মারধর করে গাড়ি ছিনিয়ে নেওয়ার কাজ করতেন। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স