ঢাকা , বুধবার, ৩০ জুলাই ২০২৫ , ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ইশরাক-কায়কোবাদের বিরুদ্ধে প্রোপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ করেছে আসিফ প্রতীকী মূল্যে সরকারি সম্পত্তি কাউকে দেওয়া হবে না-অর্থ উপদেষ্টা আমরা সংস্কারকে ভয় পাই না স্বাগত জানাই-মির্জা ফখরুল মবতন্ত্র দেশকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে-গণসংহতি প্রেস কাউন্সিলে নতুন কমিটি, ১২ জনকে অন্তর্ভুক্ত বাস-ট্রাক চালকদের ভালো স্বাস্থ্য আমাদের সবার জন্য জরুরি ডানপন্থী রাজনীতিতে বেড়েছে দৃশ্যমানতা জুলাই শুধু স্বৈরাচার মুক্তির মাস নয়, এটা পুনর্জন্মের মাস : প্রধান উপদেষ্টা পুঁজিবাজারে কোটি টাকা হিসাবধারীর সংখ্যা বেড়েছে জলবায়ু পরিবর্তন-খাদ্য সংকটে হুমকিতে সুন্দরবনের বাঘ জুলাই সনদের খসড়ায় আপত্তি জানিয়েছে এনসিপি-জামায়াত বিচার নিয়ে আমাদের আন্তরিকতায় সন্দেহ রাখবেন না -আইন উপদেষ্টা নৈরাজ্যের শঙ্কা দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি ১৬০ দিন পর কুয়েটে ক্লাস শুরু বাড়ছে কাপ্তাই হ্রদের পানি, ডুবছে ঝুলন্ত সেতু ৯ জন উদ্ধার হলেও এখনও নিখোঁজ ৬ ‘খোলা জানালা’ সেবা চালু করেছে ‘ডিআরইউ’ বগুড়ায় কার্গো সার্ভিস প্রতিষ্ঠানের অফিসে ডাকাতি সাড়ে ১৭ লাখ টাকা লুট ৩৯৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি মৃত্যু একজনের ম্যানহোলে পড়ে নিখোঁজ নারীর লাশ ৩৬ ঘণ্টা পর উদ্ধার
নরসিংদী

অন্তঃসত্ত্বা নারীকে দলবেঁধে ধর্ষণ

  • আপলোড সময় : ১০-০৩-২০২৫ ১০:২৭:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৩-২০২৫ ১০:২৭:৩৪ পূর্বাহ্ন
অন্তঃসত্ত্বা নারীকে দলবেঁধে ধর্ষণ
নরসিংদী প্রতিনিধি নরসিংদীর সদর উপজেলার পাঁচদোনায় সাত মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে একটি বাসায় দুদিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়। গত শনিবার রাতে ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে দুজনের নাম উল্লেখ করে পাঁচজনের বিরুদ্ধে মাধবদী থানায় মামলাটি করেন বলে মাধবদী থানার ওসি মো. নজরুল ইসলামর জানান। গত ১৯ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ওই গৃহবধূকে নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার পাঁচদোনা মোড়ে অবস্থিত একটি সাততলা ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে আটকে রেখে ওই নারীকে দলবেঁধে ধর্ষণ করা হয়। ভুক্তভোগী ওই নারী গত শুক্রবার রাতে মাধবদী থানায় হাজির হয়ে পুলিশকে ঘটনাটি জানান। তার অভিযোগের পর গত শুক্রবার রাতে ঘটনাস্থল পরিদর্শন করে মাধবদী থানার পুলিশ। এ ঘটনায় গ্রেফতার ইকবাল হোসেন (৪৩) পাঁচদোনা ইউনিয়নের আসমান্দীচর এলাকার জয়নালের ছেলে। আরেক আসামি হলেন, একই এলাকার আব্দুল মোতালেবের ছেলে পাপ্পু মিয়া (২৯)। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেন বলেন, ওই নারীর স্বামী একটি মামলায় জেলে ছিলেন। তখন ইকবাল হোসেন আইনজীবী সেজে তাকে মুক্ত করার নামে ওই নারীকে বিভিন্ন লোভ দেখান। পরে চারজন মিলে ওই নারীকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করে একটি ভবনে নিয়ে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করে। পুলিশ গত শুক্রবার রাতে দেখিয়ে দেওয়া ওই ভবন পরিদর্শন করে। পরে নির্যাতিত নারী বাদী হয়ে মামলা করলে ইকবালকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়। মাধবদী থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, ভুক্তভোগী নারী ভগিরথপুর এলাকার একটি বাড়িতে স্বামীসহ থাকতেন। তার স্বামী বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় করা একটি মামলায় জেলে ছিলেন। জেল থেকে মুক্ত হওয়ার পর স্বামীকে ঘটনা জানান ওই নারী। পরে এ ঘটনায় দুজনের নাম উল্লেখসহ ৫ জনকে আসামি করে থানায় মামলা করেন। আসামিদের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য