ঢাকা , বুধবার, ৩০ জুলাই ২০২৫ , ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ইশরাক-কায়কোবাদের বিরুদ্ধে প্রোপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ করেছে আসিফ প্রতীকী মূল্যে সরকারি সম্পত্তি কাউকে দেওয়া হবে না-অর্থ উপদেষ্টা আমরা সংস্কারকে ভয় পাই না স্বাগত জানাই-মির্জা ফখরুল মবতন্ত্র দেশকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে-গণসংহতি প্রেস কাউন্সিলে নতুন কমিটি, ১২ জনকে অন্তর্ভুক্ত বাস-ট্রাক চালকদের ভালো স্বাস্থ্য আমাদের সবার জন্য জরুরি ডানপন্থী রাজনীতিতে বেড়েছে দৃশ্যমানতা জুলাই শুধু স্বৈরাচার মুক্তির মাস নয়, এটা পুনর্জন্মের মাস : প্রধান উপদেষ্টা পুঁজিবাজারে কোটি টাকা হিসাবধারীর সংখ্যা বেড়েছে জলবায়ু পরিবর্তন-খাদ্য সংকটে হুমকিতে সুন্দরবনের বাঘ জুলাই সনদের খসড়ায় আপত্তি জানিয়েছে এনসিপি-জামায়াত বিচার নিয়ে আমাদের আন্তরিকতায় সন্দেহ রাখবেন না -আইন উপদেষ্টা নৈরাজ্যের শঙ্কা দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি ১৬০ দিন পর কুয়েটে ক্লাস শুরু বাড়ছে কাপ্তাই হ্রদের পানি, ডুবছে ঝুলন্ত সেতু ৯ জন উদ্ধার হলেও এখনও নিখোঁজ ৬ ‘খোলা জানালা’ সেবা চালু করেছে ‘ডিআরইউ’ বগুড়ায় কার্গো সার্ভিস প্রতিষ্ঠানের অফিসে ডাকাতি সাড়ে ১৭ লাখ টাকা লুট ৩৯৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি মৃত্যু একজনের ম্যানহোলে পড়ে নিখোঁজ নারীর লাশ ৩৬ ঘণ্টা পর উদ্ধার

পুলিশের ভুলে কলেজ ছাত্র কারাগারে

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৪ ১২:৩৫:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৪ ১২:৩৫:১৪ অপরাহ্ন
পুলিশের ভুলে কলেজ ছাত্র কারাগারে পুলিশের ভুলে কলেজ ছাত্র কারাগারে
রাজশাহী প্রতিনিধি
রাজশাহীতে পুলিশের ভুলে এক কলেজছাত্রকে কারাগারে পাঠানো হয়েছেপরোয়ানাভুক্ত মূল আসামির সঙ্গে কলেজশিক্ষার্থীর নাম ও বাবার নাম মিলে যাওয়ায় তাঁকে গ্রেপ্তার করে পুলিশগত সোমবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়পরে ভুলের বিষয়টি জানাজানির পর গতকাল মঙ্গলবার তাঁর জামিন হয়েছে বলে পুলিশ জানিয়েছেগ্রেপ্তার ওই শিক্ষার্থীর নাম ইসমাইল হোসেন (২১)তিনি গোদাগাড়ী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ফাজিলপুর গ্রামের আবদুল করিমের ছেলেমায়ের নাম মোসা. মনোয়ারা বেগমতিনি গোদাগাড়ী সরকারি উচ্চবিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের প্রথম বর্ষের ছাত্রঅন্যদিকে মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামির নাম ইসমাইল হোসেন (২০)তিনি গোদাগাড়ী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের লালবাগ হেলিপ্যাড গ্রামের আবদুল করিমের ছেলেমাতার নাম মোসা. বেলিয়ারাপেশায় কাঠমিস্ত্রি ইসমাইল মাদক মামলায় আসামি হিসেবে কারাগারে ছিলেনজামিন পাওয়ার পর এখন বাবার সঙ্গে ভারতের চেন্নাইয়ে অবস্থান করে কাঠমিস্ত্রির কাজ করছেনভুক্তভোগী কলেজশিক্ষার্থীর ভাই আবদুল হাকিম বলেন, ‘পুলিশের ভুলে আমার ছোট ভাই জেল খাটছেনা জানি তার মানসিক অবস্থা কতটা খারাপ হয়েছেগত রোববার এশার নামাজের পর গোদাগাড়ী থানার এসআই (ভারপ্রাপ্ত কর্মকর্তা) আতিকুর রহমান আমাদের বাড়িতে আসেনআমার ভাইকে গ্রেপ্তারের সময় আমরা বলেছি, আমার ভাই কোনো আসামি নয়পরোয়ানার ছবিও দেখাতে বলেছিকিন্তু তারা কোনো কিছু না শুনে আমার ভাইকে গ্রেপ্তার করে নিয়ে যায়আবদুল হাকিম বলেন, তাঁর ভাই কোনো দিন মাদক গ্রহণ করেননিতাঁর নামে কোনো মামলাও নেইতাঁরা গোদাগাড়ী থানায় গিয়ে তথ্যপ্রমাণও দিয়েছেনমূল আসামির তথ্যও দিয়েছেনকিন্তু পুলিশ তাঁদের কোনো কথা শোনেনিঅথচ পুলিশ একটু যাচাই-বাছাই করলে সব পরিষ্কার হয়ে যেততিনি বলেন, ছেড়ে দেওয়ার কথা শুনে তাঁরা আজ (গতকাল) রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সামনে অবস্থান করছেনগোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, ‘নাম, বাবার নাম ও গ্রাম একই হওয়ায় এটা হয়েছেআমরা যখন গ্রেপ্তার করি, তখন ওয়ারেন্ট দেখেই গ্রেপ্তার করা হয়ওয়ারেন্টে নাম-ঠিকানার সঙ্গে মিলে যাওয়ায় গ্রেপ্তার করা হয়পরে গত সোমবার আদালতে পাঠানো হয়পাঠানোর পর পরিবারের মাধ্যমে জেনেছি, তিনি আসামি ননপরে তাঁরা তৎক্ষণাৎ আদালতে একটি প্রতিবেদন দেনপ্রতিবেদনের আলোকে আজ (গতকাল) তাঁর জামিন হয়ে গেছেথানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২৯ আগস্ট রাতে গোদাগাড়ীর মাদারপুর জামে মসজিদ মার্কেটের সামনে থেকে রাজমিস্ত্রি ইসমাইল হোসেনকে ৫০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)ওই দিন রাতে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন এসআই ইনামুল ইসলামপরদিন তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়গত বছরের ৩০ সেপ্টেম্বর মামলার অভিযোগপত্র দেওয়া হয়গত ২৭ ফেব্রুয়ারি ইসমাইল জামিনে মুক্তি পেয়ে ভারতের চেন্নাইয়ে চলে যানসেখানে তিনি তাঁর বাবার সঙ্গে কাঠমিস্ত্রির কাজ করেনরাজশাহীর পুলিশ সুপার মো. সাইফুর রহমান বলেন, ঘটনা ঠিক আছেওয়ারেন্টে একটু ভুল ছিলএটা ছিল মাদকের ওয়ারেন্টকিন্তু ধারা অন্যটা ছিলএজন্য পুলিশের ভুল হয়ে গেছেগ্রেপ্তারের সময় স্বজনেরা বারবার যাচাইয়ের তাগাদা দিয়েছেন, দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, অনেক সময় আসামিপক্ষ ভুল তথ্য দেয়তখন স্থানীয় বাসিন্দারা তেমন কিছুই বলতে পারেননিপরে যখন সন্দেহ হয়, তখন তাঁরা যাচাই-বাছাই করেনএটা পুলিশের দায়িত্বে অবহেলার বিষয় নয়এরপরও কোথাও অবহেলা থাকলে তদন্ত করে দেখবেন
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য