ঢাকা , বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি

জেলেনস্কি অর্থ নিয়ে গেছে, আমার মনে হয় না তিনি কৃতজ্ঞ: ট্রাম্প

  • আপলোড সময় : ১০-০৩-২০২৫ ০৯:৪৯:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৩-২০২৫ ০৯:৪৯:২০ অপরাহ্ন
জেলেনস্কি অর্থ নিয়ে গেছে, আমার মনে হয় না তিনি কৃতজ্ঞ: ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আবারও কঠোর সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, জেলেনস্কি খুব সহজে এই দেশ থেকে অর্থ নিয়ে গেছেন। আমার মনে হয় না তিনি কৃতজ্ঞ। গত রোববার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
বার্তাসংস্থাটি বলছে, গত মাসে ওভাল অফিসে উত্তপ্ত বাক্যবিনিময়ের পর ইউক্রেনীয় প্রেসিডেন্টের যে সমালোচনা ট্রাম্প শুরু করেছিলেন তা অব্যাহত রেখেছেন তিনি। মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট এবার ভলোদিমির জেলেনস্কির বিরুদ্ধে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে ‘খুব সহজে’ যুক্তরাষ্ট্র থেকে সাহায্য তহবিল নেওয়ার অভিযোগ করেছেন। গত রোববার সম্প্রচারিত ফক্স নিউজের একটি সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি বাইডেনের আমলে এই দেশ থেকে অর্থ বের করে নিয়েছিলেন, ঠিক যেমন শিশুর কাছ থেকে ক্যান্ডি নেওয়ার মতো (এমন কিছু যা অর্জন করা খুব সহজ)। এটা খুবই সহজ ছিল। তিনি আরও বলেন, আমি মনে করি না তিনি কৃতজ্ঞ। আমরা তাকে ৩৫০ বিলিয়ন মার্কিন ডলার দিয়েছি এবং আর তিনি কথা বলছেন যে তারা এই যুদ্ধ করেছে এবং তাদের এই সাহসিকতা রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প পুনর্ব্যক্ত করেন, তিনিই ইউক্রেনকে জ্যাভলিন অ্যান্টি-ট্যাংক অস্ত্র দিয়েছিলেন এবং ২০২২ সালে যখন তিনি যদি প্রেসিডেন্ট থাকতেন, তাহলে ইউক্রেনের এই যুদ্ধ শুরুই হতো না। ইউক্রেনে মার্কিন এবং ইউরোপীয় সহায়তা সম্পর্কে তিনি বলেন, তাকে (জেলেনস্কি) কেবল (ইউরোপকে) বলতে হবে, তোমাদের আমাদের (যুক্তরাষ্ট্র) সাথেই থাকতে হবে, আমরা বিপদে নেই, তারা (ইউরোপ) বিপদে আছে, তাই তারা ইউক্রেনকে এই সমস্ত অর্থ দিচ্ছে এবং আমরা সেখানে ৩৫০ বিলিয়ন ডলারের জন্য আছি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাজ্য এবং ফ্রান্সসহ বেশ কয়েকজন ইউরোপীয় দেশের নেতা ট্রাম্পকে বলেছেন, (ইউক্রেনেকে দেওয়া) তার সাহায্যের পরিসংখ্যান ভুল এবং ইউরোপ সম্মিলিতভাবে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের তুলনায় কিছুটা বেশি অর্থ পাঠিয়েছে। ইউক্রেন এবং ইসরাইলের সংঘাতের ক্ষেত্রে আমেরিকা কি একই আচরণ করছে কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন: ওটা খুব আলাদা জায়গা, ঠিক আছে, খুব, খুব আলাদা। আপনি ক্ষমতার বিভিন্ন স্তরের কথা বলছেন।
প্রসঙ্গত, ট্রাম্প এবং জেলেনস্কির মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্ক গত মাসে আরও তীব্র হয়ে ওঠে যখন ট্রাম্প জেলেনস্কিকে ইউক্রেনের যুদ্ধ দীর্ঘায়িত করার এবং মার্কিন সাহায্যের প্রতি কৃতজ্ঞতার অভাবের অভিযোগ করেন। এরই একপর্যায়ে ওভাল অফিসে উত্তপ্ত বৈঠকে ট্রাম্প জেলেনস্কির সমালোচনা করেন এবং পরে ইউক্রেনের জন্য সমস্ত সামরিক সাহায্য স্থগিত করেন। একইসঙ্গে কিয়েভকে রাশিয়ার সাথে আলোচনার জন্য চাপ দেন। এই পদক্ষেপ ইউরোপীয় মিত্রদের কাছ থেকে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। মূলত রাশিয়া এই সিদ্ধান্তকে স্বাগত জানায় এবং সেটি মার্কিন-ইউক্রেন সম্পর্ককে আরও খারাপ করে তোলে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ