ঢাকা , বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি

করারোপের আগে বাজার প্রভাব বিশ্লেষণ চান ব্যবসায়ীরা

  • আপলোড সময় : ১১-০৩-২০২৫ ১২:২১:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৩-২০২৫ ১২:২১:১০ অপরাহ্ন
করারোপের আগে বাজার প্রভাব বিশ্লেষণ চান ব্যবসায়ীরা
বাড়তি কর বসানোর আগে বাজারে এর প্রভাব বিশ্লেষণের প্রস্তাব করেছে ব্যবসায়ী সংগঠনগুলো। দাতা সংস্থা বা অন্য কোনো চাপে পণ্য বা সেবার ওপর করারোপ চান না তারা। ২০২৫-২৬ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় বিদ্যমান কর আইনের বিভিন্ন ধারায় সংশোধন, পরিবর্তন ও এনবিআরের তিন বিভাগ (শুল্ক, আয়কর ও মূসক) সমন্বয়সহ বিভিন্ন দাবি ও প্রস্তাব জানান ব্যবসায়ীরা। গত সপ্তাহে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই), ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই), বেপজা, বেজা, বিডাসহ একাধিক সংগঠনের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় বসে এনবিআর। চলতি সপ্তাহে রিহ্যাব, রেস্তোরাঁর মালিক সমিতি, বারভিডাসহ বেশ কয়েকটি পেশাজীবী সংগঠনের সঙ্গে বসবে। বিদেশি বিনিয়োগ আকর্ষণে উৎসে করহার যৌক্তিকীকরণ, করপোরেট করহার কমানো এবং অগ্রিম আয়কর ও টার্নওভার করনীতি সংস্কারের প্রস্তাব দিয়েছে এফআইসিসিআই। সংগঠনটির পক্ষে প্রস্তাবনা তুলে ধরে এসএমএসি অ্যাডভাইজরি সার্ভিসের পরিচালক স্নেহাশিস বড়ুয়া বলেন, সুইটমিট ও বেভারেজ পণ্যে ৩ শতাংশ ন্যূনতম কর করা হয়েছে। আগে দিতে হতো ০ দশমিক ৬ শতাংশ। এটা হওয়ার পর হয়তো অনেক প্রতিষ্ঠান তাদের পণ্যের বিক্রয়মূল্য নির্ধারণ করে ১২০ টাকা, যা আগে ছিল ১০০ টাকা। দাম বাড়ার ফলে দেখা গেলো নতুন করে ১০০ ইউনিট বিক্রির স্থলে বিক্রি হলো ৭৫ ইউনিট। আগে যেখানে এনবিআর ৪ হাজার ৪৩৫ টাকা ভ্যাট ও সাপ্লিমেন্টারি ডিউটি পেতো সেখানে এখন পাচ্ছে ৩ হাজার ৯৩৮ টাকা। এখানে এনবিআর ৪৩৮ টাকার রাজস্ব হারালো। আবার ন্যূনতম কর বাড়ানোয় বেশি পাচ্ছে মাত্র ২১০ টাকা। এখানে আসলে প্রভাব বিশ্লেষণ করা জরুরি। তা না হলে যেসব কোম্পানি এদেশে বিনিয়োগ করবে তারা উৎসাহ হারাবে। ২০২৭ সালের মধ্যে একক ভ্যাট হার ১০ শতাংশ করার সুপারিশ করেছে প্রতিষ্ঠানটি। স্নেহাশিস বড়ুয়া বলেন, যেসব খাতে ১৫ শতাংশ ভ্যাট আছে, তা ২০২৭ সালের মধ্যে ১০ শতাংশে নামিয়ে আনা যেতে পারে। যেসব খাতের ভ্যাট ১০ শতাংশের নিচে, সেসব খাতের হার ১০ শতাংশ করা যেতে পারে। এতে কার্যকর ভ্যাটের ভার কমে যাবে। করপোরেট কর বাস্তবসম্মত করার প্রস্তাব করেছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)। সংগঠনটির অন্য দাবির মধ্যে রয়েছে-ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য আলাদা করহার, কর প্রশাসন ও নীতি আলাদা করা, কর ব্যবস্থাপনা অনলাইনভিত্তিক করা, রিটার্ন দাখিলের প্রমাণপত্র (পিএসআর) প্রদর্শনের ক্ষেত্রে জটিলতা দূর করা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে বৈষম্য দূর করতে অনুমোদিত তহবিলের ওপর করহার যৌক্তিক করা ইত্যাদি। ক্রেডিট কার্ডের ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণপত্র (পিএসআর) বাধ্যতামূলক না করে শুধু টিআইএন বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছে অ্যামচেম। প্রত্যন্ত, অনগ্রসর ও অনুন্নত এলাকার বিনিয়োগকারীদের জন্য আলাদা কর অবকাশ সুবিধা প্রস্তাব করে বেপজা। এদিকে স্থলবন্দরগুলোর সীমানা এক কিলোমিটার করে বাড়ানোর দাবি জানিয়েছে ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার। কৃষিজাত পণ্যে উৎসে কর বিলোপ চাইবে রেস্তোরাঁ মালিক সমিতি, চাইবে আয়কর আইনের কয়েকটি ধারার সংশোধন। ধান, চাল, গম, আলু, মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, মটর, ছোলা, মসুর, আদা, হলুদ, শুকনা মরিচ, ডাল, ভুট্টা, আটা ইত্যাদি পণ্যে ১ শতাংশ উৎসে কর রয়েছে, যা বিলোপ চায় রেস্তোরাঁ মালিক সমিতি। সমিতির মহাসচিব মো. ইমরান হাসান বলেন, এ ধরনের পণ্য যারা বিক্রি করেন বেশিরভাগেরই টিআইএন নেই। তারা আয়করের বিষয়ে একেবারে অজ্ঞ। ব্যবসায়ীরা এসব পণ্য খুচরা বাজার থেকে নগদে কিনে আনেন। এসব কারণে এ ধরনের কৃষিপণ্যে উৎসে করারোপের প্রয়োজন নেই। এছাড়া আয়কর আইনের ধারা ৩৫, ৫৫ এর ট, ৮৯ ও ৭৩ এর গ এর সংশোধন চাইবে সংগঠনটি। জানা যায়, জ্বালানি সাশ্রয়ী, পরিবেশবান্ধব ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে করহার কমানোর প্রস্তাব করবে বারভিডা। এদিকে নির্মাণ সামগ্রীর ওপর করহার কমানো ও ফ্ল্যাট এবং প্লট রেজিস্ট্রেশনে ফি কমিয়ে আনারও দাবি জানাতে পারে রিহ্যাব। এছাড়া আয়কর আইনের একাধিক আইনের সংশোধন চাইবে সংগঠন দুটি। গত জানুয়ারি মাসে শতাধিক পণ্যে ভ্যাট ও শুল্ক বাড়ায় এনবিআর। রেস্তোরাঁ সেবায় ভ্যাট বাড়িয়ে ৫ শতাংশ থেকে ১৫ শতাংশ করা হয়। পরে ব্যবসায়ীদের প্রতিবাদের মুখে আগের হারে ফিরে যায় এনবিআর। ইমরান হাসান বলেন, সেবা প্রদানে এনবিআর কর্মকর্তাদের হয়রানি কমাতে হবে। পাশাপাশি করহার বাড়ানোর আগে তা সমাজ ও অর্থনীতিতে কী ধরনের প্রভাব ফেলে তার বিশ্লেষণও জরুরি। এর আগে ব্যবসায়ীদের সঙ্গে সভা শেষে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, সব ব্যবসায়ী একমত হলে আমরা একক ভ্যাট হার করে দিতে পারি। প্রয়োজনে একক ভ্যাট হার কমাবো। এবারের বাজেটে করহার খুব একটা কমবে না। কারণ করহার খুব বেশি কমানোর সুযোগ নেই। আয়কর আইনের কয়েকটি ধারার পরিবর্তন আনার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ব্যবসায়ীরা তাদের দাবি-দাওয়ার রিফ্লেকশন দেখতে পাবেন।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ