ঢাকা , শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫ , ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
করদাতার ওপর অস্বাভাবিক চাপ সৃষ্টির শঙ্কা নারায়ণগঞ্জে গুলি করে কুপিয়ে ছিনতাই ভিডিও ভাইরাল গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো পথ নেই- দুদু কানাডা প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম চালু অর্থনীতিতে অশনি সংকেত শত শত কারখানা বন্ধ এপিবিএন অধিনায়কের প্রত্যাহারচাওয়া নিয়ে তোলপাড় নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলা কার্কি শাহজাহানপুরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ২ গণপরিবহনে সংরক্ষিত হচ্ছে না যাত্রীদের অধিকার জাবি শিক্ষক জান্নাতুল ফেরদৌসের দাফন সম্পন্ন জাকসুর ফল প্রকাশে বিলম্ব ক্ষোভ বাড়ছে শিক্ষার্থীদের ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই নির্বাচন হবে-প্রেস সচিব বিচারপতি ড. আখতারুজ্জামানের পদত্যাগ গ্রহণ করেছেন রাষ্ট্রপতি সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি তিনজন কারাগারে সরকারি মাধ্যমিক শিক্ষকদের প্রবেশ পদ ৯ম গ্রেডে উন্নীতকরণের দাবি রোড বেল্ট ইনিশিয়েটিভ এক্সিবিশনে যৌথ সক্ষমতা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে-বাণিজ্য উপদেষ্টা স্বস্তি নেই সবজির দামে নিত্যপণ্যের দাম চড়া রাজনীতিতে নতুন সমীকরণ বিশ্বকাপের টিকেট না পাওয়ায় বরখাস্ত হলো ভেনেজুয়েলা ও পেরুর কোচ বিশ্বকাপের টিকিটের জন্য ২৪ ঘণ্টায় জমা পড়লো দেড় মিলিয়ন আবেদন

ঈদে পর্দায় দেখা যাবে অপূর্ব-নীহা জুটি

  • আপলোড সময় : ১৮-০৩-২০২৫ ০৯:৩৯:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৩-২০২৫ ০৯:৩৯:৫০ অপরাহ্ন
ঈদে পর্দায় দেখা যাবে অপূর্ব-নীহা জুটি
জাকারিয়া সৌখিনের রচনা এবং পরিচালনায় ফের জুটি হয়ে ফিরছেন অপূর্ব-নীহা। নতুন নাটকের নাম ‘মেঘবালিকা’। ‘মেঘবালিকা’ অপূর্ব-নীহা-সৌখিন ত্রয়ীর দ্বিতীয় নাটক। এর আগে এই জুটিকে দেখা গিয়েছিল ‘মন দুয়ারী’ নাটকে। ‘মেঘবালিকা’ নাটকেও দেখা যাবে পারিবারিক মূল্যবোধ এবং প্রেম বিষয়ক গল্প। এবারের গল্পে দেখা যাবে আবিদ (অপূর্ব) নায়লার (নীহা) থেকে অনেক সিনিয়র। তবুও নায়লা আবিদের প্রেমে পড়ে যায়। সে এক গভীর পাগলামী প্রেম। ইন্টারমিডিয়েটে পড়া একজন বালিকার প্রেম যতোটা তীব্র হতে পারে ঠিক ততোটাই। সম্পর্কে আবিদ নায়লার বড় ভাইয়ের বন্ধু। আর সেই বন্ধুত্ব খুবই গাঢ়। এতোটাই গাঢ় যে আবিদকে নায়লার ভাই এবং বাবা-মা নিজেদের পরিবারের সদস্য মনে করে। আর তাই নায়লার প্রেমের পাগলামী একদিন পারিবারিক সম্পর্ককে হুমকির মুখে ফেলে দেয়। ‘মন-দুয়ারী’ এবং ‘মেঘবালিকা’ পাশাপাশি সময়ে নির্মিত হয়েছে। কিন্তু বিষয়টি গোপন রাখা হয়েছিল। কারণ ‘মন-দুয়ারী’র পর চমক হিসেবে ‘মেঘবালিকা’র ঘোষনা দেয়ার প্ল্যান ছিল আগে থেকেই। ‘মেঘবালিকা’ নাটক সম্পর্কে জাকারিয়া সৌখিন বলেন, ‘এবারের গল্পটি মূলত প্রেমের। ছটফটানি টাইপের প্রেম। কিছুটা অস্থির, কিছুটা ইমোশনাল আর কিছুটা যন্ত্রণার। আমাদের চারপাশে এমন সম্পর্ক অনেক আছে। তাই গল্পটি বাস্তবতার সাথে অনেক মিল রয়েছে।’ অপূর্ব-নীহা দ্বিতীয়বার জুটি হয়ে ফিরছেন। এ প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘আমরা আসলে ৩টি নাটক করতে চেয়েছিলাম। কিন্তু করতে পেরেছি ২টা। আরেকটা আপাতত হচ্ছে না। তবে একটু বলতে পারি, মেঘবালিকা নাটকটি মন-দুয়ারীর মতোই জমজমাট হবে।’ ‘মেঘবালিকা’ নাটক নিয়ে অপূর্ব বলেন, ‘এটা সুন্দর একটি নাটক। সৌখিন বরাবরের মতোই খুব যত্ম নিয়ে নাটকটি নির্মাণ করেছে। আর নীহা ভালো অভিনয় করেছে। এখন ওর যে টাইপের ক্যারেক্টারে অভিনয় করা দরকার, এ নাটকে ঠিক সেই টাইপের ক্যারেকটার পেয়েছে। সবমিলিয়ে দারুণ একটি নাটক। ঈদের আয়োজনে এমন নাটকই দেখতে চায় দর্শক। আমার বিশ্বাস সবাই এক বসাতে নাটকটি তৃপ্তি নিয়ে দেখবে।’ নাজনীন নীহা ‘মেঘবালিকা’ নিয়ে বলেন, ‘আসলে আমি ক্যারিয়ারের শুরুর দিকে আছি। এ সময়ে অপূর্ব ভাইয়ের সাথে পরপর দুটি নাটকে অভিনয় করতে পেরেছি-এটা আমার জন্য অনেক বড় পাওয়া। মেঘবালিকা নাটক নিয়ে আমি খুবই এক্সাইটেড। আমার বিশ্বাস মন-দুয়ারীর মতো মেঘবালিকাও দর্শকের মন জয় করে নিবে।’ ‘মেঘবালিকা’ নাটকে আরো অভিনয় করেছে সমাপ্তি মাশুক, সমু চৌধুরী, মিলি বাশারসহ আরো অনেকে। এটি প্রচার হবে ধূপছায়া এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স