ঢাকা , বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি

ঈদ উপলক্ষে প্রবাসীদের আগমনে মুখর শাহজালাল

  • আপলোড সময় : ১৯-০৩-২০২৫ ০১:৫১:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৩-২০২৫ ০১:৫১:৫৯ অপরাহ্ন
ঈদ উপলক্ষে প্রবাসীদের আগমনে মুখর শাহজালাল
বরগুনা সদরের দেলোয়ার হোসেন (৫০)। পরিবারে অভাব-অনটনের কারণে ১২ বছর আগে চলে যান সৌদি আরব। দীর্ঘ এই সময়ে একটি ঈদও কাটেনি পরিবারের সঙ্গে। আগে থেকে প্রতিজ্ঞা করেছিলেন এবারের ঈদ কাটাবেন চার ছেলে-মেয়ে ও স্ত্রীর সঙ্গে। এজন্য গত শনিবার দুপুরে এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটে ঢাকায় আসেন। ক্যানোপিতে হাসিমুখে প্রিয়জনদের খোঁজ করছিলেন তিনি। সাংবাদিক পরিচয় দিয়ে কথা বলতে গেলে প্রথমে কিছুটা অপ্রস্তুত হলেও সামলে নিয়ে ভালো লাগার কথা জানান। দেলোয়ার হোসেন বলেন, বিদেশে তিনি নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করেন। ১২ বছর পর দেশে এসে তার খুব ভালো লাগছে। ঈদের জন্য সৌদি থেকে পরিবারের জন্য কেনাকাটাও করেছেন। শুধু দেলোয়ার হোসেন নয় ৯ বছর পর একই দেশ থেকে আসা ইউসুফের চোখমুখেও ছিল অন্যরকম এক ভালোলাগা। চাঁদপুরের হাজীগঞ্জের ইউসুফ এসেছেন এক-ই ফ্লাইটে। ইউসুফ জানান, শুধু ঈদ করবেন বলে দেশ এসেছেন। একমাসের ছুটি শেষ তিনি আবার ফিরবেন। ইউসুফ সৌদি আরবে গাড়ি চালান বলে জানান। কথা হয় আজরুল, আবু সাঈদ, শিপনসহ আরও কয়েকজনের সঙ্গে। তারা সবাই দীর্ঘ দিন পর দেশে এসেছেন পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে। আসন্ন ঈদ উপলক্ষে প্রবাসীদের দেশে আসার এ জোয়োরে জমজমাট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। সকাল থেকে রাত পর্যন্ত ক্যানোপিতে স্বজনদের প্রচণ্ড ভিড় দেখা যায়। ভিড় সামলাতে ব্যস্ত এয়ারপোর্ট আর্মড পুলিশ ও আনসার সদস্যরা। দেখা যায়, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, কাতার, ওমানসহ বিশ্বের বিভিন্ন দেশ থাকা প্রবাসীরা ঈদ সামনে রেখে স্বজনদের কাছে ফিরছেন। প্রতিদিন হাজার হাজার প্রবাসী ও প্রবাসীদের অপেক্ষায় থাকা স্বজনদের পদচারণায় এখন বিমানবন্দর মুখরিত। আর বিমানবন্দরে এ ভিড় সামলাতে ব্যস্ত বিভিন্ন সংস্থার কর্মকর্তারা। এভিয়েশন সিকিউরিটি প্রধান জাহাঙ্গীর হোসেন বলেন, যাত্রীদের যেন কোনও প্রকার হয়রানি না হয় সে ব্যাপারে প্রতিটি সদস্য আন্তরিকভাবে কাজ করছে। তিনি তিনি বলেন, লাগেজ কাটা কিংবা মালামাল যাতে চুরি বা না হারায় সে ব্যাপারেও আমরা সচেষ্ট। যাত্রীরা যেন সেবা পান সেই চেষ্টা থাকে, সেটাই নিশ্চিত করছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যাত্রীরা সঠিক সময়ে লাগেজ পাচ্ছে। তবে যখন একসঙ্গে অনেকগুলো ফ্লাইট নামে তখন একটু সমস্যা হয়। সেটিও কাটিয়ে উঠার চেষ্টা করা হচ্ছে। এয়ারপোর্ট আর্মড পুলিশ সহকারী সুপার রাকিবুল ইসলাম বলেন, এমনিতেই যাত্রীদের চাপ থাকে। এখন ঈদ মৌসুম হওয়ায় এই চাপ দ্বিগুণ হয়ে গেছে। তিনি বলেন, যাত্রীরা যেন নিরাপদে বিমানবন্দর ত্যাগ করতে পারে সেজন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। বিমানবন্দর কাস্টমের উপ-কমিশনার ইফতেখার আলম ভুঁইয়া বলেন, ঈদ মৌসুমে যাত্রীদের অনেক চাপ। তবে কেউ যেন হয়রানির শিকার না হন সে জন্য আমাদের সব কর্মকর্তা সচেষ্ট রয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ