ঢাকা , বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ , ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি

জরিমানা গুনলেন খুশদিল শাহ

  • আপলোড সময় : ১৯-০৩-২০২৫ ০৭:৫৩:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৩-২০২৫ ০৭:৫৩:৪৮ অপরাহ্ন
জরিমানা গুনলেন খুশদিল শাহ
পাকিস্তানের অলরাউন্ডার খুশদিল শাহকে আইসিসি কোড অফ কন্ডাক্টের লেভেল ২ ভঙ্গের জন্য ৫০% ম্যাচ ফি জরিমানা করা হয়েছে। তাকে আইসিসির ২.১২ অনুচ্ছেদ ভঙ্গের জন্য দায়ী করা হয়েছে, যা খেলোয়াড়, আম্পায়ার, ম্যাচ রেফারি অথবা অন্য কোনো ব্যক্তির (যেমন দর্শক) সঙ্গে সম্পর্কিত। ঘটনাটি পাকিস্তানের ইনিংসের ৮ম ওভারে ঘটে, যখন খুশদিল বোলার জাকারি ফোলকসের পেছনে অপ্রত্যাশিতভাবে ধাক্কা দেন। এই আচরণটি ‘অপ্রত্যাশিত শারীরিক যোগাযোগের উচ্চ মাত্রা’ হিসেবে শ্রেণীবদ্ধ হয় এবং এটি ‘ অবহেলিত এবং এড়ানো সম্ভব’ বলে বিবেচিত হয়। খুশদিল এই শাস্তি মেনে নেন, ফলে কোনও আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। জরিমানা ছাড়াও, তার শাস্তির অংশ হিসেবে তার শৃঙ্খলা রেকর্ডে তিনটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। এটি তার ২৪ মাসের মধ্যে প্রথম অপরাধ। যদি চার বা তার বেশি ডিমেরিট পয়েন্ট জমা হয় তাহলে খেলোয়াড়কে এক টেস্ট, দুই ওডিআই অথবা দুই টি-টোয়েন্টিতে নিষিদ্ধ করার কারণ হতে পারে। গত রোববার পাকিস্তানের জন্য একটি ভুলে যাওয়া দিন ছিলো। কারণ তারা সালমান আলী আঘার পূর্ণকালীন টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে মাত্র ৯১ রানে অলআউট হয়ে যায়। নিউজিল্যান্ডের পেস আক্রমণে জ্যাকব ডাফি (৪/১৪) এবং কাইল জামিসন (৩/৮)-এর তাণ্ডবে পাকিস্তানের ব্যাটিং লাইনআপে ধ্বস নামে, পাকিস্তানের ইনিংসকে দ্রুত শেষ করে। খুশদিল ৩২ রান করেন, আর আঘা (১৮) ও জাহানদাদ খান (১৭)। শুধু মাত্র এই ব্যাটাররাই দুই অঙ্কের ঘরে পৌঁছান। জবাবে নিউজিল্যান্ড সহজেই জয়লাভ করে। টিম সাইফার্ট ২৯ বল থেকে ৪৪ রান করে দারুণ শুরু করেন। আব্রার আহমেদ সাইফার্টকে পাওয়ারপ্লের শেষে আউট করলেও লাভ হয়নি। ফিন অ্যালেন (২৯*) এবং টিম রবিনসন (১৮*) রান করে ৯ উইকেট এবং ৫৯ বল হাতে রেখে নিউজিল্যান্ডকে সহজেই জয়ের পথে নিয়ে যান। এই জয়ের ফলে তারা পাঁচ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ