ঢাকা , বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ , ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
রিয়াদের বাসা থেকে আড়াই কোটির চেক-এফডিআর নথি উদ্ধার এনসিপির সমাবেশে হামলায় আরেক মামলা আসামি সাড়ে ৫ হাজার তাবলীগ জামাতের দুই পক্ষের বিবাদ মেটাতে হচ্ছে কমিটি : ধর্ম উপদেষ্টা ভয়াবহতার মূলে এডিস মশার অস্বাভাবিক প্রজনন পোরশায় কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সম্মানানা পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমতলীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে আমতলীতে খোলা বাজারে পেট্রোল ও ডিজেল বিক্রি করার মহোৎসব ইশরাক-কায়কোবাদের বিরুদ্ধে প্রোপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ করেছে আসিফ প্রতীকী মূল্যে সরকারি সম্পত্তি কাউকে দেওয়া হবে না-অর্থ উপদেষ্টা আমরা সংস্কারকে ভয় পাই না স্বাগত জানাই-মির্জা ফখরুল মবতন্ত্র দেশকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে-গণসংহতি প্রেস কাউন্সিলে নতুন কমিটি, ১২ জনকে অন্তর্ভুক্ত বাস-ট্রাক চালকদের ভালো স্বাস্থ্য আমাদের সবার জন্য জরুরি ডানপন্থী রাজনীতিতে বেড়েছে দৃশ্যমানতা জুলাই শুধু স্বৈরাচার মুক্তির মাস নয়, এটা পুনর্জন্মের মাস : প্রধান উপদেষ্টা পুঁজিবাজারে কোটি টাকা হিসাবধারীর সংখ্যা বেড়েছে জলবায়ু পরিবর্তন-খাদ্য সংকটে হুমকিতে সুন্দরবনের বাঘ জুলাই সনদের খসড়ায় আপত্তি জানিয়েছে এনসিপি-জামায়াত বিচার নিয়ে আমাদের আন্তরিকতায় সন্দেহ রাখবেন না -আইন উপদেষ্টা নৈরাজ্যের শঙ্কা দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি

বিদ্যুৎশ্রমিক কর্মচারী ইউনিয়নের সংঘর্ষে আহত ৫

  • আপলোড সময় : ২১-০৩-২০২৫ ০২:৪৭:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৩-২০২৫ ০২:৪৭:৪৪ অপরাহ্ন
বিদ্যুৎশ্রমিক কর্মচারী ইউনিয়নের সংঘর্ষে আহত ৫
রাজধানীর শাহবাগে সাবেক ও বর্তমান বৈধ কমিটির নেতৃবৃন্দরে মধ্যে সংঘর্ষের ঘটনায় ৫ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে আব্দুল গনি রোডে বিদ্যুৎ ভবনের সামনে এই ঘটনা ঘটে বলে র?্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (অপস্ অ্যান্ড মিডিয়া অফিসার) সালমান নূর আলম এ তথ্য জানান। আহতদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে আমজাদ হোসেন অবস্থা গুরুত্বর। এ ঘটনায় বৈধ কমিটির নেতৃবৃন্দ শাহবাগ থানায় মামলা করেছে। এর পর থেকে ঘটনার সাথে জড়িতরা এলাকা থেকে পালিয়েছে। পুলিশ তাদের গ্রেফতার করতে ইতোমধ্যেই কয়েক জায়গায় অভিযান চালিয়েছে।
সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক  কর্মচারী ইউনিয়নের বৈধ কমিটির সভাপতি নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আমজাদ হোসেনসহ আরো ৪/৫ জনে মিলে বিদ্যুৎ ভবনের সামনে যাওয়া মাত্র বিগত ২০১০ সালের সাবেক কমিটির নেতৃবৃন্দ ও এলাকার কতিপয় ভাড়াটিয়া মিলে পূর্ব পরিকল্পিতভাবে তাদের উপর আর্তকিত হামলা চালায়। বিগত কমিটির সাবেক সভাপতি আসাদুজ্জামান বাবুল ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ-এর নেতৃত্বে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে আমজাদ হোসেন-আব্দুস সামাদ ও নুরুল ইসলামের উপর হামলা চালিয়ে তাদেরকে রক্তাক্ত করে রাস্তায় ফেলে দেয়। মারামারি ঘটনাটি বিদ্যুৎ ভবন এলাকায় ছড়িয়ে পড়লে আমজাদ হোসেন ও নুরুল ইসলামকে উদ্ধার করে তাৎক্ষণিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা শেষে ভর্তি করা হয়। এ ঘটনায় জড়িত থাকার ২০ জনকে আসামি করে গতকাল  বিকেলে শাহবাগ থানায় একটি মামলা করা হয়েছে। আমজাদ হোসেন জানান, ২০১০ সালের সাবেক কমিটির সদস্যরা বর্তমান কমিটির নেতৃবৃন্দের উপর কোন কারণ ছাড়াই ভাড়াটিয়া সন্ত্রাসীদের এনে তাদের উপর হামলা চালায়।
সাবেক ওই কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক অবসরে যান ১২ বছর আগে। তারা এখনও ক্ষমতার অপব্যবহার করে বর্তমান বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক দাবি করছেন। তাদের বৈধ কোন কাগজপত্র না থাকলেও শুধু গায়ের জোরে তারা নানা রকম অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলেও তারা নানা অপকর্ম করেছেন।
বর্তমান প্রস্তাবিত নুরুল ইসলাম ও আমজাদ হোসেন কমিটি মুখ অধিদফতরের জমা দেয়া হয়েছে। ফ্যাসিস্টি সরকারের সুবিধাভোগীরা এখনও বহাল তবিয়াতে রয়েছে। বর্তমান জাতীয়তাবাদী শ্রমিক দল ফ্যাসিস্টি সরকারের সহযোগীদের কখনই আশ্রয় দিবে না। বিগত ফ্যাসিস্টি সরকারের আমলে ও তারা নানা অপকর্ম করেছেন। বর্তমান প্রস্তাবিত নুরুল ইসলাম ও আমজাদ হোসেন কমিটি ঘটন করে শ্রম অধিদফতরের জমা দেয়া হয়েছে। ফ্যাসিস্টি সরকারের সুবিধাভোগীরা এখনও বহাল তবিয়াতে রয়েছে। বর্তমান জাতীয়তাবাদী শ্রমিক দল ফ্যাসিস্টি সরকারের সহযোগীদের কখনই আশ্রয় দিবে না, বিগত কমিটির নেতৃবৃন্দদের বিদ্যুৎ ভবনের ঢুকতে দেয়া হবে না।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ