ঢাকা , বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি
চাকরির নামে প্রতারণা

জোরালো ও কঠোর ভূমিকা পালন করতে হবে

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৪ ১১:২৩:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৪ ১১:২৩:১৮ পূর্বাহ্ন
জোরালো ও কঠোর ভূমিকা পালন করতে হবে চাকরির নামে প্রতারণা

দেশে যে হারে শিক্ষিত বাড়ছে, সে হারে কর্মক্ষেত্র বাড়ছে নাফলে অনেকেই বেকার থেকে যাচ্ছেচাকরি যেন সোনার হরিণহয়ে দাঁড়িয়েছেবুকভরা স্বপ্ন নিয়ে পড়ালেখা শেষ হলেও জুটছে না কাক্সিক্ষত চাকরিসেই সুযোগটি নিয়েই গড়ে উঠেছে প্রতারকচক্রএ ধরনের প্রতারকচক্রগুলো চাকরির নাম করে সহজ-সরল মানুষগুলোর থেকে টাকা হাতিয়ে নিচ্ছেএতে অনেকে উপরি দিতে গিয়ে সর্বস্বান্ত হচ্ছেনবিশেষ করে ব্যাংক, বীমা, এমএলএম কোম্পানি, বিপণন কোম্পানি, মার্কেটিং কোম্পানির নামে বেশি প্রতারণা করা হচ্ছেরাজধানীর বিভিন্ন বাসে, জনসমাগম হয় এমন স্থানে চাকরির আকর্ষণীয় বিজ্ঞাপন দেয়া হয়এতে পার্ট টাইম চাকরির নামে ছাত্রছাত্রীদের প্রতারণার ফাঁদে ফেলা হয়নিয়োগের নামে তাদের কাছ থেকে জামানত বা অন্যান্য খাতের অর্থ নিয়ে সটকে পড়ে
পুলিশ সূত্রে জানা যায়, এসব প্রতারক বিভিন্ন পত্রিকায়, বিভিন্ন পরিবহনের পেছনে, রাস্তার দেয়ালে, বিদ্যুতের খুঁটিতে বিজ্ঞাপন দিয়ে বেকার মানুষকে চাকরির লোভ দেখায়এসব বিজ্ঞাপনে স্বল্প সময়ে আকর্ষণীয় বেতনের লোভনীয় চাকরির অফার থাকেপ্রতারকরা নিজেরাই নিজেদের মতো অফিসার সেজে চাকরির বিজ্ঞাপন দিয়ে থাকেবিভিন্ন পত্রিকায় বিমানবালা, চিত্রনায়িকা, প্রবাসী ম্যাডাম, ধনাঢ্য ব্যক্তির বাসায় সিকিউরিটি গার্ড, এপিএস নিয়োগসহ নানা ধরনের বিজ্ঞাপন দিয়ে থাকেএ ছাড়া গার্মেন্টে চাকরির জন্য প্রশিক্ষণ, প্রশিক্ষণের পরই চাকরি-এ ধরনের বিজ্ঞাপনও দিচ্ছে প্রতারকরারাজধানীর মিরপুর, ডেমরা, শ্যামলী, বাড্ডা, মৌচাক, পল্টন ও যাত্রাবাড়ী এলাকায় এ ধরনের প্রতারণা বেশি হচ্ছে বলে জানা গেছেঅনেক ক্ষেত্রে ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রতারক চক্রের সদস্যদের আটক করলেও বন্ধ হচ্ছে না প্রতারণানানা কৌশলে এ চক্রটি তাদের কাজ চালিয়ে যাচ্ছেচক্রের রয়েছে বিভিন্ন সাইনবোর্ড সর্বস্ব অফিস এবং কমিশনভুক্ত একাধিক দালালগ্রামাঞ্চল থেকে আসা চাকরি প্রত্যাশীদের সঙ্গে এ চক্রের দালালরা প্রথমে সখ্যতা গড়ে তুলে পরবর্তীতে বিভিন্ন আকর্ষণীয় বেতনে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে অফিসে ডেকে নেয়এভাবে সহজ সরল মানুষ প্রতারকদের কথায় মুগ্ধ হয়ে তাদের ফাঁদে পড়েনদুঃখজনক হলো, প্রকাশ্যে এসব অপকর্ম করেও বেশির ভাগ ক্ষেত্রেই প্রতারক চক্র ধরাছোঁয়ার বাইরে রয়ে যাচ্ছেএ ক্ষেত্রে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আরও জোরালো ও কঠোর ভূমিকা পালন করা দরকার
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ