ঢাকা , বুধবার, ৩০ জুলাই ২০২৫ , ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ইশরাক-কায়কোবাদের বিরুদ্ধে প্রোপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ করেছে আসিফ প্রতীকী মূল্যে সরকারি সম্পত্তি কাউকে দেওয়া হবে না-অর্থ উপদেষ্টা আমরা সংস্কারকে ভয় পাই না স্বাগত জানাই-মির্জা ফখরুল মবতন্ত্র দেশকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে-গণসংহতি প্রেস কাউন্সিলে নতুন কমিটি, ১২ জনকে অন্তর্ভুক্ত বাস-ট্রাক চালকদের ভালো স্বাস্থ্য আমাদের সবার জন্য জরুরি ডানপন্থী রাজনীতিতে বেড়েছে দৃশ্যমানতা জুলাই শুধু স্বৈরাচার মুক্তির মাস নয়, এটা পুনর্জন্মের মাস : প্রধান উপদেষ্টা পুঁজিবাজারে কোটি টাকা হিসাবধারীর সংখ্যা বেড়েছে জলবায়ু পরিবর্তন-খাদ্য সংকটে হুমকিতে সুন্দরবনের বাঘ জুলাই সনদের খসড়ায় আপত্তি জানিয়েছে এনসিপি-জামায়াত বিচার নিয়ে আমাদের আন্তরিকতায় সন্দেহ রাখবেন না -আইন উপদেষ্টা নৈরাজ্যের শঙ্কা দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি ১৬০ দিন পর কুয়েটে ক্লাস শুরু বাড়ছে কাপ্তাই হ্রদের পানি, ডুবছে ঝুলন্ত সেতু ৯ জন উদ্ধার হলেও এখনও নিখোঁজ ৬ ‘খোলা জানালা’ সেবা চালু করেছে ‘ডিআরইউ’ বগুড়ায় কার্গো সার্ভিস প্রতিষ্ঠানের অফিসে ডাকাতি সাড়ে ১৭ লাখ টাকা লুট ৩৯৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি মৃত্যু একজনের ম্যানহোলে পড়ে নিখোঁজ নারীর লাশ ৩৬ ঘণ্টা পর উদ্ধার

ঝুঁকিপূর্ণ সেতুই দুর্গাপুর কলমাকান্দা মানুষের ভরসা

  • আপলোড সময় : ২৫-০৩-২০২৫ ১০:৩৬:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৩-২০২৫ ১০:৩৬:১৩ অপরাহ্ন
ঝুঁকিপূর্ণ সেতুই দুর্গাপুর কলমাকান্দা মানুষের ভরসা
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
দুর্গাপুর-কলমাকান্দা আঞ্চলিক সড়কের পৌর শহরের বুরুঙ্গা এলাকার সেতুটি চলছে জোড়াতালি দিয়ে। উপায় না থাকায় সেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে জনসাধারণ। তবে বর্তমানে অবস্থা এতটাই খারাপ যে দ্রুত সংস্কার করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই সেতুটি এ অবস্থা থাকলেও শুধু নাম মাত্র মেরামত করছে কিন্তু নতুন করে নির্মাণের উদ্যোগ নিচ্ছে না কর্তৃপক্ষ। গত রোববার দুপুরে সরেজমিনে গিয়ে দেখাযায়, বুরুঙ্গা এলাকার সেতুটি মানুষের কাছে ভাঙা ব্রিজ নামেও পরিচিত এখন, সেতুটির মাঝখানের ভাঙা অংশে বসানো স্টিলের পাটাতনের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে ছোট-বড় যানবাহন। কেউ কেউ যানবাহন থেকে নেমে ঠেলে পারাপার হচ্ছে। সেতুর দুই পাশের রেলিংগুলোও ভেঙে গেছে।
সূত্র বলছে, ২০২১ সালের মে মাসে ও ২০২২ সালের জানুয়ারি মাসে দুইবার এ সেতুটিতে গর্ত হয়েছিল। পরে আবার ২০২৩ সালের আগস্ট মাসে মাঝের অংশে গর্ত হয়ে বড় ভাঙন দেখা দেয়।
তখন কর্তৃপক্ষ ওই গর্তের স্থানে স্টিলের পাটাতন বসিয়ে মেরামত করে তবে এভাবে বছর গেলেও এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে সেতুটি। এদিকে প্রতিদিন এই সড়ক দিয়ে দুর্গাপুর ও কলমাকান্দার প্রায় কয়েক হাজার মানুষ যাতায়াত করে। স্কুল-কলেজে যাওয়া-আসা করে কয়েকশত শিক্ষার্থী। কিন্তু সেতুটির ওপর দিয়ে বাস, ট্রাক, ব্যাটারিচালিত ইজিবাইক, সিএনজিচালিত অটোরিকশা, নছিমনসহ ছোট ছোট যানবাহন এই অংশ দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। তবে রাতে চলাচলে সময়ে ঝুঁকি থাকে বেশি। ঐ এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, উপজেলা সদরে যাতায়াত করতে এই সেতু পার হতে হয়।
দ্রুত সংস্কার করা না হলে যেকোনো সময় ভেঙে পড়তে পারে। ইজিবাইক চালক কাদের মিয়া বলেন, আমাদের গাড়ি নিয়ে এইদিকে চলাচল করতে খুবই কষ্ট হয়। গাড়ি ঠেলে তুলতে যাত্রী নামাতেও হয়। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, আমি অবগত ছিলাম না তবে আমি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার কথা ভাবছি।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য