ঢাকা , বুধবার, ৩০ জুলাই ২০২৫ , ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
নৈরাজ্যের শঙ্কা দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি ১৬০ দিন পর কুয়েটে ক্লাস শুরু বাড়ছে কাপ্তাই হ্রদের পানি, ডুবছে ঝুলন্ত সেতু ৯ জন উদ্ধার হলেও এখনও নিখোঁজ ৬ ‘খোলা জানালা’ সেবা চালু করেছে ‘ডিআরইউ’ বগুড়ায় কার্গো সার্ভিস প্রতিষ্ঠানের অফিসে ডাকাতি সাড়ে ১৭ লাখ টাকা লুট ৩৯৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি মৃত্যু একজনের ম্যানহোলে পড়ে নিখোঁজ নারীর লাশ ৩৬ ঘণ্টা পর উদ্ধার প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতনস্কেল দশম গ্রেডে উন্নীত প্রাথমিকে প্রধান শিক্ষকের ২৩৮২ পদে দ্রুত নিয়োগে পিএসসিতে চিঠি ভুয়া র‌্যাবকে ধরল আসল র‌্যাব, উদ্ধার ২ ব্যবসায়ী সোহাগ হত্যা মামলায় আরও এক আসামি গ্রেফতার টাঙ্গাইলে এনসিপির পদযাত্রা, নিরাপত্তায় ৯ শতাধিক পুলিশ সদস্য সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত মডেল মেঘনার জব্ধকৃত মালামাল ফরেনসিক রিপোর্ট তৈরির আদেশ সারাদেশে নীরবে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী মেলিওডোসিস ওয়ারড্রব ম্যালফাংশনের শিকার হলেন জেনিফার লোপেজ এবার প্রাক্তন স্বামীর ৩০ হাজার কোটির সম্পত্তিতে ‘চোখ’ কারিশমার অক্ষয় কুমারের ফিটনেস রহস্য ফাঁস! বিপাকে রাজকুমার! জারি হলো গ্রেপ্তারি পরোয়ানা

বেতন-বোনাস না দিয়েই কারখানায় তালা, শ্রমিকদের বিক্ষোভ

  • আপলোড সময় : ২৬-০৩-২০২৫ ০২:২০:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৩-২০২৫ ০২:২০:৩৪ অপরাহ্ন
বেতন-বোনাস না দিয়েই কারখানায় তালা, শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে ঈদ বোনাস এবং তিন মাসের বকেয়া বেতনের দাবিতে হ্যাগ নিট ওয়্যার পোশাক কারখানার শতাধিক শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন। ওই পোশাক কারখানায় তিন শতাধিক শ্রমিক কাজ করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত এক ঘণ্টা মহাসড়কের উপজেলার কামরাঙ্গীচালা এলাকায় শ্রমিকরা বিক্ষোভ করেন। আন্দোলনরত শ্রমিকেরা জানান, গত কয়েকদিন যাবৎ ঈদের বোনাস এবং তিন মাসের বকেয়া বেতন পরিশোধের জন্য কর্তৃপক্ষের নিকট দাবি জানিয়ে আসছেন। কারখানা কর্তৃপক্ষ তাদের দাবির বিষয়ে কোনোকিছুই কিছুই জানাচ্ছিল না। গতকাল মঙ্গলবার সকাল ৭টার দিকে কারখানায় গিয়ে গেটে তালা ঝুলতে দেখে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করলে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে সাড়ে ৮টা থেকে যানবাহন চলাচল শুরু হয়। বিক্ষুব্ধ শ্রমিকেরা বলেন, ‘চলতি মাসসহ তিন মাস যাবৎ আমরা বেতন পাচ্ছি না। এর মধ্যে ঈদও সামনে চলে এসেছে, অথচ এখনও বেতন ও বোনাসের কোনও নিশ্চয়তা নেই। বারবার স্যারদের বেতন পরিশোধের দাবি জানিয়ে আসলেও আমাদের দাবি তারা শোনে না। গতকাল (গত সোমবার) বেতন ও ঈদ বোনাস চাইছি। কারখানা কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিলেও বেতন-বোনাস পরিশোধ না করে গেটের তালা ঝুলিয়ে চলে গেছে। দুপুর ১২ টায় গাজীপুর শিল্পপুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবু তালেব জানান, খবর পেয়ে গাজীপুর শিল্পপুলিশ, কালিয়াকৈর থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেয়। পরে সাড়ে ৮টা থেকে যানবাহন চলাচল শুরু হয়। এসব বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। গাজীপুর শিল্পপুলিশের পুলিশ সুপার (এসপি) এ কে এম জহিরুল ইসলাম বলেন, ‘শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের ব্যবস্থা করতে কাজ করা হচ্ছে। যাতে ঈদের আগে তারা পাওনা বুঝে পান এবং পরিস্থিতি স্বাভাবিক হয়। শ্রমিকদের দাবিগুলো সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে, তাদের এনে শ্রমিকদের বেতন দেওয়ার ব্যবস্থা করা হবে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য