ঢাকা , বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি

জুনের মধ্যে সংসদীয় সীমানা পুনর্নির্ধারণের পরিকল্পনা ইসির

  • আপলোড সময় : ২৬-০৩-২০২৫ ০৩:০৯:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৩-২০২৫ ০৩:০৯:৩৮ অপরাহ্ন
জুনের মধ্যে সংসদীয় সীমানা পুনর্নির্ধারণের পরিকল্পনা ইসির
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী জুনের মধ্যে আসনগুলোর সীমানা পুনর্নির্ধারণ শেষ করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। গতকাল মঙ্গলবার নির্বাচন ভবনের নিজ দপ্তরে এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, ভোটার তালিকা হালনাগাদে আমাদের যে টার্গেট, তা ফুলফিল হয়ে গিয়েছে এবং জুনের মধ্যে আমরা এটা চূড়ান্ত করতে পারব। সীমানা পুনর্র্নিধারণ আইনে কিছু প্রিন্ট মিস্টেকসহ আমরা কিছু প্রস্তাব পাঠিয়েছিলাম আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য। সেটার চূড়ান্ত কপি আমরা হাতে পাইনি। হয়তো এটি প্রক্রিয়াধীন আছে। সংশোধনীটা হলে ডিলিমিটেশন করতে পারব। অন্যথায় যেভাবে আছে সেভাবে নির্বাচনটা করতে হবে। এটা আমাদের জুনের ভেতরে করার পরিকল্পনা। এই নির্বাচন কমিশনার আরও বলেন, আমরা পোলিং পারসনদের যে প্যানেল, সেই প্যানেলটাও আমরা জুলাই-আগস্টের দিকে প্রস্তুত করে ফেলব। রাজনীতিবিদসহ অন্যান্য স্টেকহোল্ডার যারা আছে, আইনশৃঙ্খলা বাহিনী, তাদের সঙ্গে আমাদের মতবিনিময় হবে। কোন সময়কে ধরে নিয়ে কাজগুলো শেষ করতে চাচ্ছেন, জানতে চাইলে আনেয়ারুল ইসলাম বলেন, আমরা জুলাই-আগস্টের মধ্যেই প্রস্তুত থাকার চিন্তা করছি। কারণ আমাদের যে সংশোধনীগুলো আইনে আসছে সেগুলোর ম্যানুয়াল পাবলিশ করতে হবে। এই জিনিসগুলো আবার ডিস্ট্রিবিউট করতে হবে। তারপরে মাঠ পর্যায় থেকে সব পর্যায়ে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এই যে বিশাল কর্মযজ্ঞ; অক্টোবরে যদি আমরা তফসিল ঘোষণার চিন্তা করি তাহলে জুলাই আগস্টের ভেতরে আমাদের সমস্ত প্রস্তুতি নিয়ে রাখতে হবে। সেই লক্ষ্যে আমরা এগোচ্ছি। প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ডিসেম্বরকে টার্গেট করে সব ধরনের কাজ এগিয়ে নিচ্ছি। জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দলের মধ্যে উত্তেজনা থাকে, বিষয়গুলো আপনারা কতটা কঠোরভাবে নিয়ন্ত্রণ করবেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, একটা নির্বাচন হলো রাষ্ট্রের প্রতিটা অরগানের সহযোগিতার একটা ইন্টিগ্রেটেড রেজাল্ট। এখানে আমাদের বিশ্বাস নির্বাচন কমিশনকে সবাই সহযোগিতা করবে এবং এবারের নির্বাচন সবাই চাচ্ছে নজিরবিহীন সুন্দর নির্বাচন হবে। নির্বাচন কমিশনার আরও বলেন, নির্ভেজালভাবে নিরপেক্ষহীনভাবে এই কমিশন কাজ করতে সক্ষম। যেকোনো মূল্যেই হোক একটা ভালো নির্বাচনের বিকল্প নাই। সবাই নির্বাচন কমিশনের দিকে তাকিয়ে আছে। সবার সহযোগিতা পেলে একটা ভালো নির্বাচন হবে। অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনী প্রচারণায় যারা ভিআইপি রয়েছেন, তারা যাতে মুভমেন্টের সময় কোনো রাজনৈতিক দলের পক্ষে প্রচারণায় অংশগ্রহণ করতে না পারে, সে বিষয়টা আচরণবিধিতে আছে। সেটার সাথে নির্বাচিত সরকারের বাইরে ও বর্তমানে অন্তর্বর্তী সরকার রয়েছে, ভবিষ্যতে কেয়ারটেকার সরকারও থাকতে পারে, সে ক্ষেত্রে পদ-পদবির দিক থেকে অন্যান্য ভিআইপি, মন্ত্রী-এমপিদের সঙ্গে আমরা উপদেষ্টা শব্দটিও প্রস্তাব করব। আমরা এখনো পুরোপুরি খসড়াটা করি নাই। পরে নির্বাচন কমিশন যদি চূড়ান্তভাবে অনুমোদন করে তাহলে এটি চূড়ান্ত হবে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ