ঢাকা , বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ , ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পরিবর্তন আসছে সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনায় সবাইকে ছাতার নিচে আনতে ভিত গড়ছে ঐকমত্য কমিশন জুনে ৩২৪টি রাজনৈতিক মিথ্যা তথ্য শনাক্ত : সিজিএস অন্তর্বর্তী সরকারের বিদায়ের সময় এসেছে-দেবপ্রিয় ভট্টাচার্য গাজীপুরে আসন বাড়ছে কমছে বাগেরহাটে : ইসি ৩৯টি সংসদীয় আসনে আসছে পরিবর্তন : ইসি স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে ১৫ সদস্যের কমিটি শান্তি মিশনে মানের দিক থেকে শীর্ষস্থানে বাংলাদেশ সেনাবাহিনী-মার্কিন রাষ্ট্রদূত রাশিয়ায় ভূমিকম্পের পর আঘাত হেনেছে সুনামি কুড়িগ্রামের উলিপুরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যায় ৮ আসামির মৃত্যুদণ্ড জুলাইয়ের আহত-নিহতদের তালিকায় অসঙ্গতি পাওয়া গেছে-মুক্তিযোদ্ধা উপদেষ্টা সবুজায়ন স্বপ্নে খরা ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৬ সড়কে আলু ফেলে নওগাঁর কৃষকদের মানববন্ধন রাজধানীতে মাসে ২০টিরও বেশি হত্যা ও ৫টি ডাকাতি হচ্ছে রিয়াদের বাসা থেকে আড়াই কোটির চেক-এফডিআর নথি উদ্ধার এনসিপির সমাবেশে হামলায় আরেক মামলা আসামি সাড়ে ৫ হাজার তাবলীগ জামাতের দুই পক্ষের বিবাদ মেটাতে হচ্ছে কমিটি : ধর্ম উপদেষ্টা ভয়াবহতার মূলে এডিস মশার অস্বাভাবিক প্রজনন

আজ বেতন-বোনাস পাচ্ছেন শিক্ষকরা

  • আপলোড সময় : ২৮-০৩-২০২৫ ১২:২২:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৩-২০২৫ ১২:২২:১৭ পূর্বাহ্ন
আজ বেতন-বোনাস পাচ্ছেন শিক্ষকরা
অবশেষে স্কুল-কলেজের শিক্ষকরা ফেব্রুয়ারি মাসের বেতন এবং উৎসব ভাতা পাচ্ছেন আজ শুক্রবার। শিক্ষক-কর্মচারীরা দিনভর অপেক্ষার পর গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে ইএফটিতে বেতন দেওয়া শুরু করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন ও বোনাস দিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একইসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের চিঠিতে সোনালী, জনতা, অগ্রণী ও রুপালী ব্যাংক খোলা রাখার অনুরোধ জানানো হয়। প্রসঙ্গত, শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, স্বশাসিত সব প্রতিষ্ঠান বন্ধ হয়েছে গতকাল বৃহস্পতিবার। লেনদেন শেষ করে এদিনই ছুটিতে যাওয়ার কথা ছিল ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদেরও। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের চিঠিতে আরও জানানো হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত জনবলের ফেব্রুয়ারি মাসের বেতন, ঈদুল ফিতরের উৎসব ভাতা ইএফটিতে পরিশেধোর লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত জিও জারি করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের চিঠিতে আরও বলা হয়, শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতাদি ঈদুল ফিতরের আগেই তোলার জন্য চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক গতকাল বৃহস্পতিবার বিকাল চারটা পর্যন্ত এবং শুক্রবার একদিন খোলা রাখা প্রয়োজন। এই চিঠির পর এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের সুবিধার্থে শুক্রবার সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী— এই চার রাষ্ট্রায়ত্ত ব্যাংকে দুই ঘণ্টার জন্য লেনদেন কার্যক্রম চালু রাখার ঘোষণা দিয়ে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক সংক্রান্ত একটি সার্কুলার জারি করে। প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ মার্চ বা ১ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। অথচ গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত অপেক্ষার পর বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি বেতন ও উৎসব ভাতা দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স