ঢাকা , শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫ , ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পরিবর্তন আসছে সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনায় সবাইকে ছাতার নিচে আনতে ভিত গড়ছে ঐকমত্য কমিশন জুনে ৩২৪টি রাজনৈতিক মিথ্যা তথ্য শনাক্ত : সিজিএস অন্তর্বর্তী সরকারের বিদায়ের সময় এসেছে-দেবপ্রিয় ভট্টাচার্য গাজীপুরে আসন বাড়ছে কমছে বাগেরহাটে : ইসি ৩৯টি সংসদীয় আসনে আসছে পরিবর্তন : ইসি স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে ১৫ সদস্যের কমিটি শান্তি মিশনে মানের দিক থেকে শীর্ষস্থানে বাংলাদেশ সেনাবাহিনী-মার্কিন রাষ্ট্রদূত রাশিয়ায় ভূমিকম্পের পর আঘাত হেনেছে সুনামি কুড়িগ্রামের উলিপুরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যায় ৮ আসামির মৃত্যুদণ্ড জুলাইয়ের আহত-নিহতদের তালিকায় অসঙ্গতি পাওয়া গেছে-মুক্তিযোদ্ধা উপদেষ্টা সবুজায়ন স্বপ্নে খরা ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৬ সড়কে আলু ফেলে নওগাঁর কৃষকদের মানববন্ধন রাজধানীতে মাসে ২০টিরও বেশি হত্যা ও ৫টি ডাকাতি হচ্ছে রিয়াদের বাসা থেকে আড়াই কোটির চেক-এফডিআর নথি উদ্ধার এনসিপির সমাবেশে হামলায় আরেক মামলা আসামি সাড়ে ৫ হাজার তাবলীগ জামাতের দুই পক্ষের বিবাদ মেটাতে হচ্ছে কমিটি : ধর্ম উপদেষ্টা ভয়াবহতার মূলে এডিস মশার অস্বাভাবিক প্রজনন
সাভার ডিওএইচএস

পশ্চিম ঢাকার আভিজাত্যে সবেধন নীলমণি

  • আপলোড সময় : ২৮-০৩-২০২৫ ১২:২৫:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৩-২০২৫ ১২:২৫:১০ পূর্বাহ্ন
পশ্চিম ঢাকার আভিজাত্যে সবেধন নীলমণি
সাভার প্রতিনিধি
আধুনিক ঢাকার সম্প্রসারণ কেবল পূর্বাঞ্চলে সীমাবদ্ধ, পশ্চিমাঞ্চল অবহেলিত। সাভারে ডিওএইচএস প্রতিষ্ঠার পর, সেই অভিযোগ এখন কিছুটা হলেও প্রশমিত হয়েছে। ঢাকার পশ্চিমাঞ্চলে আধুনিক ঢাকা গড়ে তোলার স্বপ্ন দেখায় সশস্ত্রবাহিনী। সাভারের স্বপ্নের ঠিকানা ডিওএইচএস তারা-ই প্রতিষ্ঠা করে। সাভার ডিওএইচএস সেজন্য ঢাকার পশ্চিমাঞ্চলের আভিজাত্যের প্রতীক, সবেধন নীলমণি। 
ডিওএইচএস মানেই নিচ্ছিদ্র নিরাপত্তার এক স্বপ্নের আবাসন। আর্মি, নেভি, এয়ারফোর্স ও সশস্ত্র বাহিনীতে কর্মরত সিভিল অফিসারগণের মধ্যে সৌভাগ্যের অধিকারীরা ডিওএইচএসে প্লটের মালিক হতে পারেন। সাভার ডিওএইচএস হলো বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের সর্বশেষ ও সর্বাধুনিক স্বপ্নের আবাসন ঠিকানা, যাকে নীলাভ স্বপ্নের ঠিকানা বলা হয়। বাংলাদেশ সমরাস্ত্র কারখানার প্রশাসনিক কর্মকর্তা মুক্তিযোদ্ধা আকরাম-উজ-জামান চাকুরি জীবনে তো নয়ই, অবসর গ্রহণের ১৫ বছর পর, আর উএঋও-এর সিনিয়র কর্মকর্তা মোবাশ্বের আহমদ চাকরিকাল ৩০ বছর পূরণ করার পর, ডিওএইচএস সাভারে স্বপ্নের ঠিকানা গড়ার সুযোগ পান। ৪১ নং প্লট, ২নং রোড, ডিওএইচএস সাভারে প্লট বরাদ্দ লাভের আগে মহাখালী ডিওএইচএস, বারিধারা ডিওএইএস, মিরপুর ডিওএইচএসে তারা চেষ্টা করে ব্যর্থ হন। আজ সাভারে তাদের প্লটের উপর ৯-তলা ভবন দাঁড়িয়ে আছে। ভবনটি নির্মিত হওয়ার আগেই মুক্তিযোদ্ধা আকরাম-উজ-জামান দুনিয়া ছেড়ে চলে গেছেন ।
জ্ঞানভিত্তিক সামাজিক আন্দোলনের সভাপতি মোবাশ্বের আহমদ বার্ণিক তার স্বপ্নের ঠিকানায় ৯-তলা ভবনের দোতালা একটি ফ্ল্যাট রেখেছেন। মুক্তিযোদ্ধা আকরাম-উজ-জামানের দোতালায় আর একটি ফ্ল্যাট। তার ইন্তেকাল হেতু উত্তরাধিকারী হিসেবে আছেন শাহানা আখতার জোয়ার্দ্দার (স্ত্রী), আবিরা আকরাম (মেয়ে), সাবিরা সিদ্দিক বীথি (কন্যা)। মরহুম আকরাম-উজ-জামানের জামাতা মেজর জেনারেল আবু বকর সিদ্দিক খান, মাস্টার জেনারেল অব দ্য ওর্ডন্যান্স, বাংলাদেশ আর্মি, সেনাসদর, সংগত কারণেই একই আবাসনের সদস্য।
মেজর জেনারেল আবু বকর সিদ্দিক খান ভবনটির নাম রেখেছেন নীলিমা। হোমস-৭১ নির্মাতা প্রতিষ্ঠান। তাই ভবনের নাম হয় নীলিমা-৭১। নীলিমা মানে নীল রংয়ের আভা। নীল আকাশের নিচে নীলাভ পরিবেশ। কারণ, নীল আকাশে সবুজ ঘাসে বেষ্টিত এক সুন্দর পরিবেশ এখানে বিরাজমান। ভবনটি নির্মাণে পরিকল্পনারীদের পরিকল্পনা তো আছে-ই, তার সাথে যুক্ত হয়েছে, মেজর জেনারেল আবু বকর সিদ্দিক খানের মানসিক সৌন্দর্যের নীলিমা অনিল অনুভূতির প্রকাশ। নীলিমা-৭১ ভবনটি জেনারেল সিদ্দিকেরই পরিকল্পিত একটি অবকাঠামো বললে অত্যুক্তি হয় না।  
সাভার ডিওএইচএস উদীয়মান এক মনোরম পরিবেশ। এক পাশে সাভার সেনানিবাস, এক পাশে জাতীয় স্মৃতিসৌধ, একপাশে ইপিজেড। ঢাকা থেকে সাভার পর্যন্ত আর এমন কোন অভিজাত এলাকা গড়ে ওঠেনি। এখানে স্কুল, কলেজ, খেলার মাঠ, লেক, মসজিদ ও সিএসডি ইত্যাদি প্রয়োজনীয় প্রতিষ্ঠান আর চলাচলের সুশৃংখল ব্যবস্থা দেখে, অনেকে আকৃষ্ট হয়ে ফ্ল্যাট কিনে স্বপ্নের ঠিকানা গড়ে তুলছেন।
সাভার ডিওএইচএস এলাকায় যে নৈসর্গিক নৈকষ্য পরিবেশ ফুটে উঠেছে, তা দেখলে মনে হয়, যেনো নীলকমলে নীলিমা-৭১ ভবনটি নীলকান্তমণির মতো দাঁড়িয়ে আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলতে হয়, ‘প্রান্ত হতে নীলাভ্রের সর্বপ্রান্ত তীর।’ আর সেই দৃশ্য যদি কাউকে মোহিত না করে, তবে তার মন যেনো কাজী নজরুল ইসলামের ভাষায়, ‘নীলাভ তোমার আঁখি হয়েছিলো ম্লান হয়ত বা অকারণে।’ নীলিমা-৭১, ভবনের সৌন্দর্যে অদৃষ্ট হয়ে সেখানে যারা ইতোমধ্যে গর্বিত ফ্ল্যাটের স্বত্বাধীকারী হয়েছেন, তাদের মধ্যে আছেন জাহিদুল ইসলাম জাহিদ, জহিরুল ইসলাম সাফিন, নাহিদুল ইসলাম নাহিদ, অব্দুল হান্নান, নাসিমা আক্তার, হাফিজুর রহমান ও শরিফুল ইসলাম রিপন।
কেউ কেউ নীলিমা-৭১ এর সামনের ২ নং রোডকে ড়ঁঃ ড়ভ ঃযব নষঁব (নীল আকাশের বাইরে) বলতে শুরু করেছেন। আবার যারা ডিওএইচএস সাভারে গর্বিত প্লট বা ফ্ল্যাটের মালিক হননি, তারাও এখানে আসলে  মনে করেন, আমরা যেন ড়ঁঃ ড়ভ ঃযব নষঁব বা নীল আকাশের বাইরে। অন্য কথায় আশা-নিরশার দ্বন্দ্বে বিক্ষত মানুষ পরিস্কার নীল আকাশকেই সাভার ডিওএইচএস এসে খুঁজে পান, আর পরিতৃপ্তির নিঃশ্বাস ফেলেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য