ঢাকা , বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ , ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পরিবর্তন আসছে সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনায় সবাইকে ছাতার নিচে আনতে ভিত গড়ছে ঐকমত্য কমিশন জুনে ৩২৪টি রাজনৈতিক মিথ্যা তথ্য শনাক্ত : সিজিএস অন্তর্বর্তী সরকারের বিদায়ের সময় এসেছে-দেবপ্রিয় ভট্টাচার্য গাজীপুরে আসন বাড়ছে কমছে বাগেরহাটে : ইসি ৩৯টি সংসদীয় আসনে আসছে পরিবর্তন : ইসি স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে ১৫ সদস্যের কমিটি শান্তি মিশনে মানের দিক থেকে শীর্ষস্থানে বাংলাদেশ সেনাবাহিনী-মার্কিন রাষ্ট্রদূত রাশিয়ায় ভূমিকম্পের পর আঘাত হেনেছে সুনামি কুড়িগ্রামের উলিপুরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যায় ৮ আসামির মৃত্যুদণ্ড জুলাইয়ের আহত-নিহতদের তালিকায় অসঙ্গতি পাওয়া গেছে-মুক্তিযোদ্ধা উপদেষ্টা সবুজায়ন স্বপ্নে খরা ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৬ সড়কে আলু ফেলে নওগাঁর কৃষকদের মানববন্ধন রাজধানীতে মাসে ২০টিরও বেশি হত্যা ও ৫টি ডাকাতি হচ্ছে রিয়াদের বাসা থেকে আড়াই কোটির চেক-এফডিআর নথি উদ্ধার এনসিপির সমাবেশে হামলায় আরেক মামলা আসামি সাড়ে ৫ হাজার তাবলীগ জামাতের দুই পক্ষের বিবাদ মেটাতে হচ্ছে কমিটি : ধর্ম উপদেষ্টা ভয়াবহতার মূলে এডিস মশার অস্বাভাবিক প্রজনন

ঢাকা-বেইজিংয়ের মধ্যে ৯ চুক্তি ও সমঝোতা স্মারক সই

  • আপলোড সময় : ২৯-০৩-২০২৫ ১২:২৮:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৩-২০২৫ ১২:২৮:২৮ পূর্বাহ্ন
ঢাকা-বেইজিংয়ের মধ্যে ৯ চুক্তি ও সমঝোতা স্মারক সই
বাংলাদেশের মোংলা বন্দর আধুনিকায়ন ও সম্প্রসারণের কাজসহ ৯টি চুক্তি ও সমঝোতা স্মারক সই করেছে ঢাকা-বেইজিং। গতকাল শুক্রবার এই লক্ষে চীনের সঙ্গে একটি বাণিজ্যিক চুক্তি করার ঘোষণা দেওয়া হয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং শফিকুল আলম। এছাড়া বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে একটি চুক্তি এবং আটটি সমঝোতা স্মারক সই হয়েছে। এদিন বেইজিংয়ে প্রধান উপদেষ্টার চার দিনের চীন সফরের তৃতীয় দিনে দুই দেশের মধ্যে এসব দ্বিপাক্ষিক চুক্তি ও স্মারকগুলো সই হয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। সমঝোতা স্মারকগুলোর মধ্যে রয়েছে- দুই দেশের কালজয়ী সাহিত্য ও শিল্পকর্মের অনুবাদ ও সৃজন, সাংস্কৃতিক ঐতিহ্য ও খবর আদান-প্রদান, গণমাধ্যম, ক্রীড়া এবং স্বাস্থ্য খাতে বিনিময় সহযোগিতা। এর পাশাপাশি, প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক চীন সফরে দুই দেশের মধ্যে পাঁচ বিষয়ে সহযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে। এগুলো হলো— বিনিয়োগ আলোচনা শুরু করা, চীনের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল চালু, মোংলা বন্দরের আধুনিকীকরণ ও সম্প্রসারণ, একটি রোবট ফিজিওথেরাপি ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ এবং একটি কার্ডিয়াক সার্জারি গাড়ি অনুদান।
পানি সহযোগিতা: উভয় পক্ষ জলবিদ্যুৎ পূর্বাভাস, বন্যা প্রতিরোধ ও দুর্যোগ হ্রাস, নদী খনন, জল সম্পদের সমন্বিত ব্যবস্থাপনা, জল সম্পদ উন্নয়ন এবং সংশ্লিষ্ট প্রযুক্তি ভাগাভাগির মতো ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইয়ারলুং জানবো-যমুনা নদীর জলবিদ্যুৎ তথ্য বিনিময় সংক্রান্ত সমঝোতা স্মারকের বাস্তবায়ন পরিকল্পনা সইয়ের বিষয়ে উভয়পক্ষ ইতিবাচকভাবে কথা বলেছে। তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে অংশগ্রহণের জন্য চীনা কোম্পানিগুলোকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এবং নীল অর্থনীতি সহযোগিতার সম্ভাবনা কাজে লাগানোর জন্য সমন্বিত প্রচেষ্টা চালাতে উভয়পক্ষ সম্মত হয়েছে। উভয় পক্ষ সামুদ্রিক বিষয়ে বিনিময় জোরদার করতে এবং উপযুক্ত সময়ে সামুদ্রিক সহযোগিতার উপর নতুন দফা সংলাপ আয়োজন করতে সম্মত হয়েছে।
মুক্তবাণিজ্য চুক্তি: ‘চীন-বাংলাদেশ মুক্তবাণিজ্য চুক্তি’র ওপর আলোচনা দ্রুত শুরু করার এবং চীন-বাংলাদেশ বিনিয়োগ চুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের জন্য আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু করার গুরুত্বের উপর জোর দিয়েছে উভয়পক্ষ। চীনা কোম্পানিগুলির জন্য অনুকূল বিনিয়োগ পরিবেশ তৈরিতে বাংলাদেশ তার প্রস্তুতি পুনর্ব্যক্ত করেছে।
গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ: চীনের প্রেসিডেন্টের গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের প্রশংসা করেছে বাংলাদেশ। বাংলাদেশ মানবজাতির সবার জন্য ভবিষ্যৎ সম্প্রদায় গড়ে তোলার দৃষ্টিভঙ্গির প্রশংসা করে এবং চীনের বৈশ্বিক উন্নয়ন উদ্যোগের প্রশংসা করে। রাষ্ট্রপতি শি জিনপিং কর্তৃক প্রস্তাবিত বৈশ্বিক নিরাপত্তা উদ্যোগ এবং বৈশ্বিক সভ্যতা উদ্যোগের বিষয়টি সম্পর্কে বাংলাদেশ অবহিত আছে বলে জানানো হয়।
রোহিঙ্গা সমাধান: রোহিঙ্গা সমস্যা সমাধানের বিষয়ে চীনের অবস্থান অপরিবর্তিত রয়েছে এবং দেশটি তার সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী প্রত্যাবাসনের জন্য সহায়তা প্রদান অব্যাহত রাখবে বলে জানিয়েছে। মিয়ানমারের শান্তি আলোচনা এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষদের সমস্যা সমাধানে চীনের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেছে বাংলাদেশ। রাখাইন রাজ্য থেকে বাস্তুচ্যুত মানুষদের জন্য মানবিক সহায়তা প্রদানের জন্য চীন বাংলাদেশের প্রশংসা করে এবং বন্ধুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে পারস্পরিকভাবে গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করার ক্ষেত্রে বাংলাদেশ ও মিয়ানমারকে সমর্থন করে।
বিআরআই: উভয়পক্ষ বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা উন্নীত করতে, শিল্প ও সরবরাহ শৃঙ্খলে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করতে এবং উভয় দেশে আধুনিকীকরণ অর্জনের জন্য একসাথে কাজ করতে সম্মত হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে চীন দীর্ঘস্থায়ী এবং জোরালো সহায়তা প্রদানের জন্য বাংলাদেশ কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং সেতু, সড়ক, রেলপথ, নেটওয়ার্ক, বিদ্যুৎ গ্রিড এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার মতো চীন-বাংলাদেশ সহযোগিতা প্রকল্পগুলির দ্বারা উৎপাদিত অর্থনৈতিক ও সামাজিক প্রভাবের প্রশংসা করেছে। চীন অবকাঠামোগত উন্নয়ন এবং শিল্পায়নকে এগিয়ে নিতে বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে এবং বাণিজ্যিক নীতি এবং বাজার-ভিত্তিক পদ্ধতি অনুসারে টেক্সটাইল ও পোশাক, পরিষ্কার শক্তি, ডিজিটাল অর্থনীতি, কৃষি এবং উৎপাদনের মতো ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে বিনিয়োগ সহযোগিতা পরিচালনা করতে চীনা কোম্পানিগুলোকে উৎসাহিত করবে। বাংলাদেশ মোংলা বন্দর সুবিধা আধুনিকীকরণ ও সম্প্রসারণ প্রকল্পে অংশগ্রহণের জন্য চীনা কোম্পানিগুলোকে স্বাগত জানায় এবং চট্টগ্রামে চীনা অর্থনৈতিক ও শিল্প অঞ্চল আরও উন্নত করার জন্য চীনা পক্ষের সঙ্গে কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স