ঢাকা , বুধবার, ৩০ জুলাই ২০২৫ , ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
নৈরাজ্যের শঙ্কা দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি ১৬০ দিন পর কুয়েটে ক্লাস শুরু বাড়ছে কাপ্তাই হ্রদের পানি, ডুবছে ঝুলন্ত সেতু ৯ জন উদ্ধার হলেও এখনও নিখোঁজ ৬ ‘খোলা জানালা’ সেবা চালু করেছে ‘ডিআরইউ’ বগুড়ায় কার্গো সার্ভিস প্রতিষ্ঠানের অফিসে ডাকাতি সাড়ে ১৭ লাখ টাকা লুট ৩৯৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি মৃত্যু একজনের ম্যানহোলে পড়ে নিখোঁজ নারীর লাশ ৩৬ ঘণ্টা পর উদ্ধার প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতনস্কেল দশম গ্রেডে উন্নীত প্রাথমিকে প্রধান শিক্ষকের ২৩৮২ পদে দ্রুত নিয়োগে পিএসসিতে চিঠি ভুয়া র‌্যাবকে ধরল আসল র‌্যাব, উদ্ধার ২ ব্যবসায়ী সোহাগ হত্যা মামলায় আরও এক আসামি গ্রেফতার টাঙ্গাইলে এনসিপির পদযাত্রা, নিরাপত্তায় ৯ শতাধিক পুলিশ সদস্য সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত মডেল মেঘনার জব্ধকৃত মালামাল ফরেনসিক রিপোর্ট তৈরির আদেশ সারাদেশে নীরবে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী মেলিওডোসিস ওয়ারড্রব ম্যালফাংশনের শিকার হলেন জেনিফার লোপেজ এবার প্রাক্তন স্বামীর ৩০ হাজার কোটির সম্পত্তিতে ‘চোখ’ কারিশমার অক্ষয় কুমারের ফিটনেস রহস্য ফাঁস! বিপাকে রাজকুমার! জারি হলো গ্রেপ্তারি পরোয়ানা

কিউইদের কাছে হোয়াইটওয়াশ হয়ে ফিরছে পাকিস্তান

  • আপলোড সময় : ০৬-০৪-২০২৫ ০৬:৪৪:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৪-২০২৫ ০৬:৪৪:৪৪ অপরাহ্ন
কিউইদের কাছে হোয়াইটওয়াশ হয়ে ফিরছে পাকিস্তান


নিউজিল্যান্ড সফরে টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে পরাজয়ের পর ওয়ানডে সিরিজেও মুখ রক্ষা করতে পারল না পাকিস্তান। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিক কিউইদের কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হলো মোহাম্মদ রিজওয়ানের দল। সিরিজের শেষ ম্যাচে, মাউন্ট মঙ্গানুইয়ে তারা হেরেছে ৪৩ রানে।
বৃষ্টির কারণে ম্যাচটি নেমে আসে ৪২ ওভারে। টস জিতে পাকিস্তান ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। নিউজিল্যান্ডের হয়ে ওপেনার রাইস মারিউ ও অধিনায়ক মাইকেল ব্রেসওয়েলের ব্যাটে ভর করে স্কোরবোর্ডে ওঠে ৮ উইকেটে ২৬৪ রান।
মাত্র দ্বিতীয় ওয়ানডে খেলতে নামা মারিউ খেলেন ৬১ বলে ৫৮ রানের দায়িত্বশীল ইনিংস, যাতে ছিল ৬টি চারের সঙ্গে ২টি ছক্কা। অন্যদিকে অধিনায়ক ব্রেসওয়েল ঝড়ো মেজাজে ৪০ বলে করেন ৫৯ রান, ৬টি ছক্কা ও ১টি চারে। ম্যাচসেরা হন তিনিই। মিডল অর্ডারে হেনরি নিকোলস (৩১), ড্যারিল মিচেল (৪৩) ও টিম সেইফার্ট (২৬) গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
পাকিস্তানের হয়ে বোলিংয়ে আলো ছড়ান আকিফ জাভেদ, ৬২ রানে ৪ উইকেট নেন তিনি। নাসিম শাহ ৫৪ রানে তুলে নেন ২টি উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। ওপেনার ইমাম-উল-হক মাত্র ১ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন, কিউই ফিল্ডারের ছোড়া বল সরাসরি এসে লাগে তার চোয়ালে। এরপর আব্দুল্লাহ শফিক ধীরগতির এক ইনিংসে ৫৬ বলে করেন মাত্র ৩৩ রান।
একপর্যায়ে ২ উইকেটে ১০৮ রান সংগ্রহ করেছিল পাকিস্তান। বাবর আজম তার ধারাবাহিকতা ধরে রেখে করেন ৫৮ বলে ৫০ রান। রিজওয়ান চেষ্টা করেছিলেন গতি বাড়ানোর, কিন্তু তার ইনিংস থামে ৩২ বলে ৩৭ রানে।
তবে এরপরই ধসে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। শেষ ৬ উইকেট হারায় মাত্র ৫২ রানে। ৪ উইকেটে ১৬৯ থেকে ২২১ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। ইনিংসের শেষ ব্যাটার হিসেবে ৩৩ রান করে আউট হন তৈয়ব তাহির।
নিউজিল্যান্ডের পেসার বেন সিয়ার্স ছিলেন দুর্বার। ৮ ওভারে মাত্র ৩৪ রান দিয়ে তুলে নেন ৫ উইকেট, যার ৪টিই শর্ট পিচ ডেলিভারিতে। তার দুর্দান্ত পারফরম্যান্সে সিরিজ সেরা নির্বাচিত হন তিনি। পাশাপাশি সহকারী পেসার জ্যাকব ডাফি নেন ২ উইকেট।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স