ঢাকা , বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি

চাটমোহরের হান্ডিয়ালে জমি জবরদখলের অভিযোগ

  • আপলোড সময় : ০৬-০৪-২০২৫ ১০:০১:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৪-২০২৫ ১০:০১:৩০ অপরাহ্ন
চাটমোহরের হান্ডিয়ালে জমি জবরদখলের অভিযোগ
চাটমোহর (পাবনা) প্রতিনিধি
চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের মারিয়াস্থল মৌজায় প্রতিপক্ষের জমি জবরদখলের অপচেষ্টা করা হয়েছে মর্মে অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার ওই জমি দখলের অপচেষ্টা করে একপক্ষ। এসময় ভোগদখলকারী পক্ষ বাধা দিলে উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এনিয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনজুরুল আলম গত বৃহস্পতিবার থানায় উভয় পক্ষকে নিয়ে বৈঠক করেন। বৈঠকে সিদ্ধান্ত হয়, এই জমি নিয়ে আদালতে মামলা বিদ্যমান। আগামী ১৩ এপ্রিল মামলার রায়ের দিন ধার্য্য আছে। রায়ের পর ১৬ এপ্রিল ফের বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে। এজন্য ৭ সদস্য বিশিষ্ট একটি শালিশী বোর্ড গঠণ করা হয়েছে।
অভিযোগে জানা গেছে,হান্ডিয়াল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল করিম মাস্টার,তার ভাই আ. রহমান, আ. আজিজ, আ. মজিদ, শামসুল আলম,নজির প্রাং গং ক্রয়সূত্রে মারিয়াস্থল মৌজার ৮ একরের বেশি জমির মালিক। দীর্ঘদিন ধরে তারা এই জমি ভোগদখল করে আসছেন। এসএ রেকর্ড ও আরএস রেকর্ড তাদের নামে। এনিয়ে আদালতে মামলা চলমান। রবিউল করিম মাস্টার গং এর অভিযোগ বিগত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর একটি পক্ষ এই জমি জবরদখলে মরিয়া হয়ে ওঠে। যার ফলে তারা সশস্ত্র অবস্থায় জমি দখলের অপচেষ্টা করছেন।
জানা গেছে, মারিয়াস্থল মৌজার ১১ একর ৬০ শতাংশ জমির ডিএস রেকর্ড অনুযায়ী মালিক নুরুল হক সরকার গং। ১৯৫১ সালে ওই জমি নিয়ে খাজনার মামলা করেন সরকার পক্ষ। মামলায় সমস্ত জমি সরকারি হয়ে যায়। পরবর্তীতে সরকার নিলামে ওই জমি বিক্রি করেন। এলাকার বাসিন্দা শশধর হলদার নিলামে জমি ক্রয় করেন। এরপর শশধর হলদারের নামে এস এ রেকর্ড হয়। এরপর রবিউল করিম গং ৮ একরের বেশি জমি ক্রয় করে ভোগদখল করছেন। সম্প্রতি প্রতিপক্ষ আলমগীর গং এই জমি নিজেদের দাবি করে জবরদখলের অপচেষ্টা করছেন। গত বৃহস্পতিবার এনিয়ে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এলাকাবাসী জানান, এই জমি নিয়ে যে কোন সময় সংঘাত-সংঘর্ষের সৃষ্টি হতে পারে। ঘটতে পারে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনজুরুল আলম বলেন,এনিয়ে উভয় পক্ষের সাথে বৈঠক হয়েছে। আদালতে রায় হবে ১৩ এপ্রিল। ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠণ করা হয়েছে। এনিয়ে ১৬ এপ্রিল ফের বসা হবে। এরপর সিদ্ধান্ত। এসময় কোন পক্ষই বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবেনা। 
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ