ঢাকা , বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি

ঈদ উপলক্ষে অর্ধেকের বেশি গার্মেন্ট কারখানা এখনও বন্ধ

  • আপলোড সময় : ০৬-০৪-২০২৫ ১১:৫৭:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৪-২০২৫ ১১:৫৭:২৪ অপরাহ্ন
ঈদ উপলক্ষে অর্ধেকের বেশি গার্মেন্ট কারখানা এখনও বন্ধ
ঈদুল ফিতর উপলক্ষে দেশের গার্মেন্ট শিল্প এলাকার বেশিরভাগ কারখানা বন্ধ রয়েছে। তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ’র তথ্য অনুযায়ী, গতকাল রোববার পর্যন্ত সারা দেশে ২ হাজার ১০৪টি সক্রিয় কারখানার মধ্যে ৮৭৩টি খোলা রয়েছে, যা মোট কারখানার ৪১.৪৯ শতাংশ। বাকি ১ হাজার ২৩১টি কারখানা (৫৮.৫১ শতাংশ) বর্তমানে বন্ধ রয়েছে।
গাজীপুর ও ময়মনসিংহ অঞ্চল : এই অঞ্চলে ৮৫৪টি কারখানার মধ্যে মাত্র ৩২৮টি খোলা রয়েছে এবং ৫২৬টি বন্ধ। অর্থাৎ, মাত্র ৩৮.৪১ শতাংশ কারখানা খোলা রয়েছে। সাভার, আশুলিয়া ও জিরানী অঞ্চল : মোট ৪০৩টি কারখানার মধ্যে ২১৫টি চালু রয়েছে, যা ৫৩.৩৫ শতাংশ। বাকি ১৮৮টি বন্ধ রয়েছে। নারায়ণগঞ্জ : ১৮৮টি কারখানার মধ্যে ৯৮টি চালু (৫২.১৩ শতাংশ) এবং ৯০টি বন্ধ।
ডিএমপি এলাকা (ঢাকা মহানগর) : এখানে ৩২১টি কারখানার মধ্যে ১০৭টি চালু, বাকিগুলো ছুটিতে রয়েছে। খোলা কারখানার হার ৩৩.৩৩ শতাংশ। চট্টগ্রাম অঞ্চল : ৩৩৮টি কারখানার মধ্যে ১২৫টি খোলা (৩৬.৯৮ শতাংশ) এবং ২১৩টি বন্ধ। ফেব্রুয়ারি মাসের বেতন : ২ হাজার ৯৯টি কারখানা ফেব্রুয়ারি মাসের পূর্ণ বেতন পরিশোধ করেছে, যা মোট কারখানার ৯৯.৭৬ শতাংশ। বাকি ৫টি (০.২৪ শতাংশ) এখনও বেতন পরিশোধ করেনি। মার্চ মাসের আংশিক বেতন (১৫ বা ৩০ দিন) : ২ হাজার ৭৬টি কারখানা মার্চ মাসের আংশিক বেতন পরিশোধ করেছে, যা ৯৮.৬৭ শতাংশ। বাকি ২৮টি (১.৩৩ শতাংশ) এখনও বেতন দেয়নি।
উল্লেখ্য, ফেব্রুয়ারির বেতন যারা এখনও দেয়নি, তাদের মধ্যে ঢাকায় রয়েছে ৮টি এবং চট্টগ্রামে ৫টি। ঈদ উপলক্ষে বেশিরভাগ কারখানা বেতন পরিশোধ করেছে, যা শ্রমিক-কর্মীদের জন্য একটি আশ্বস্তকর বার্তা। তবে এখনও কিছু কারখানায় বেতন বকেয়া থাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি প্রয়োজন বলে মনে করছেন শ্রমিক সংগঠনের নেতারা। বিজিএমইএ’র কর্মকর্তারা জানিয়েছেন, ছুটির সময়সীমা পেরিয়ে আবার ধাপে ধাপে কারখানা খুলে দেয়া হবে এবং সব কারখানাকে বেতন প্রদানে শতভাগ নিশ্চিত করার উদ্যোগ নেয়া হচ্ছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ