ঢাকা , বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি

ছুটির পর শিক্ষার্থীদের পদচারণায় আবারও মুখর ঢাবি ক্যাম্পাস

  • আপলোড সময় : ০৭-০৪-২০২৫ ০৩:৩৭:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৪-২০২৫ ০৩:৩৭:১৭ অপরাহ্ন
ছুটির পর শিক্ষার্থীদের পদচারণায় আবারও মুখর ঢাবি ক্যাম্পাস
মাহে রমজান ও পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি কাটিয়ে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। শুরু হয়েছে শ্রেণি কার্যক্রম। অর্ধমাস বন্ধ থাকা শ্যাডোর টিনের দরজাগুলো খুলেছে। লেকচার শিট ফটোকপি করতে সেখানে শিক্ষার্থীরা ভিড় জমাচ্ছেন। হলের রুমে রুমে তালা লাগানো দরজাগুলো খুলছে। শিক্ষার্থীদের পদচারণায় ক্যাম্পাস ফিরছে চিরচেনা রূপে। গতকাল রোববার সকালে ঢাবি ক্যাম্পাস ঘুরে এমন চিত্র দেখা গিয়েছে। তবে শিক্ষার্থীরা বলছেন, শ্রেণি কার্যক্রম শুরু হলেও হলগুলোর ক্যান্টিন পুরোপুরি চালু হয়নি। ফলে খাদ্য সংকটে পড়তে হচ্ছে হলে অবস্থানরত শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে দেখা যায়, ক্লাস শুরু হয়ে যাওয়ায় গত শনিবার রাত থেকে গতকাল রোববার সকালেও শিক্ষার্থীরা হলে ফিরছেন। টিএসসিতেও শিক্ষার্থীদের ভিড় দেখা গেছে। কলাভবন ও ভার্সিটি শ্যাডো এলাকায় শিক্ষার্থীদের সকালের নাস্তা ও ফটোকপির দোকানে ভিড় করতে দেখা গিয়েছে। দীর্ঘদিন পর ক্যাম্পাসে ফিরে কেমন লাগছে জানতে চাইলে ঢাবির মাস্টার্সে অধ্যয়নরত শিক্ষার্থী মারুফ হাসান শাহিন বলেন, ক্যাম্পাসই এখন বেশি আপন লাগে। আর বেশিদিন থাকতে পারবো না ভেবে আবার খারাপও লাগে। রোজার এক মাস পুরোটাই ছুটি ছিল, তবে আজ (গতকাল রোববার) ক্লাস থাকায় গতকাল (গত শনিবার) হলে এসেছি। ক্যাম্পাসে ফিরতে পেরে অনেক ভালো লাগছে। একইসঙ্গে ক্যান্টিনের সেই জঘন্য খাবার খেতে হবে ভেবে খারাপ লাগছে। সকালেই হলে ফিরেছেন ফারসি বিভাগের শিক্ষার্থী আলামিন হোসেন। তিনি বলেন, ‘ক্লাস শুরু হয়ে যাওয়ায় হলে চলে আসতে হলো। নয়তো মায়ের হাতের রান্না, পরিবার ছেড়ে কে আসতে চায়? আবার ভালোও লাগছে- বন্ধুদের সঙ্গে দেখা হবে, চায়ের আড্ডা, ক্লাস সব মিলিয়ে ভালো খারাপ দুই রকম অনুভূতিই হচ্ছে। প্রসঙ্গত, মহান স্বাধীনতা দিবসসহ জাতীয় দিবস, জুমু’আতুল বিদা, শব-ই কদর ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১১ দিনের ছুটি দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন। গত মাসের ২৪ তারিখ থেকে চলতি মাসের ৩ তারিখ পর্যন্ত ছিল ছুটি।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ