ফতুল্লায় (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
ফতুল্লায় প্রেমিকার (১৭) ধর্ষণ মামলায় অভিযুক্ত প্রেমিক তামিম আহম্মেদকে (২০) গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার তাকে নারায়ণগঞ্জের বন্দর থেকে গ্রেফতার করা হয়। তামিম আহমেদ কুমিল্লার তিতাস থানার জগতপুরের খালেক সরকারের ছেলে। এর আগে গত মঙ্গলবার দুপুরে ভুক্তভোগী কলেজছাত্রী বাদী হয়ে তামিমকে আসামি করে ফতুল্লা মডেল থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলায় উল্লেখ করা হয়, ভুক্তভোগী কলেজছাত্রী তার পরিবারের সঙ্গে ফতুল্লার ভুইগড়ে ভাড়া বাসায় থেকে নারায়ণগঞ্জের একটি কলেজে একাদশ শ্রেণিতে পড়ালেখা করেন। অভিযুক্ত আসামি একই এলাকায় ভাড়ায় বসবাস করেন। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ২৭ এপ্রিল ওই ছাত্রীর পরিবারের লোকজন বাসায় না থাকায় দুপুর ২টার দিকে অভিযুক্ত তামিম সেখানে যান। একপর্যায়ে দুজনের সম্মতিতে শারীরিক সম্পর্ক হয়। পরে ওই ছাত্রী বিয়ের কথা বললে বিয়ে করবেন না বলে জানিয়ে দেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. জুয়েল জানান, মামলা হয়েছে। অভিযুক্ত আসামি তামিমকে বন্দর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
