ঢাকা , বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি

প্রতিবাদ না করলে মানবতার দুঃসময় কাটানো সম্ভব হবে না-ইলিয়াস কাঞ্চন

  • আপলোড সময় : ০৭-০৪-২০২৫ ১১:০১:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৪-২০২৫ ১২:৩৩:০২ পূর্বাহ্ন
প্রতিবাদ না করলে মানবতার দুঃসময় কাটানো সম্ভব হবে না-ইলিয়াস কাঞ্চন
আমরা যদি প্রতিবাদ না করি তাহলে মানবতার দুঃসময় কাটানো সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গণশক্তি সভা আয়োজিত ‘দখলদার ইসরায়েল কর্তৃক গাজা ও রাফায় গণহত্যার প্রতিবাদে’ আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। ইলিয়াস কাঞ্চন বলেন, মানবতার এই বিপর্যয় থেকে ফিলিস্তিনিদের রক্ষা করার জন্য আমাদের সবাইকে একতাবদ্ধ হয়ে প্রতিবাদ করতে হবে। কারণ, আমরা যদি প্রতিবাদ না করি, তাহলে আমাদের মানবিক মূল্যবোধ প্রকাশ পাবে না। আমি বলতে চাই, এই প্রতিবাদ আমাদের সবার মধ্যে জাগ্রত হোক, সঞ্চারিত হোক। আমরা যদি প্রতিবাদ না করি তাহলে মানবতার এই দুঃসময় কাটানো সম্ভব হবে না। ইসরায়েলের পণ্য বয়কটের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আমরা ইসরায়েলের সমস্ত পণ্য বয়কট করবো। তাদের কোনও পণ্য ব্যবহার করবো না। আমরা ইসরায়েলের সমস্ত কর্মকাণ্ডের নিন্দা জানাচ্ছি। আমরা মানুষের কল্যাণে কাজ করার জন্য একত্রিত হয়েছি। ওআইসিকে এই গণহত্যার বিষয়ে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ওআইসি কী করছে আসলে? তারা ফিলিস্তিনের পেছনে দাঁড়িয়ে কোনও কার্যকরী ব্যবস্থা গ্রহণ করলে এত মানুষকে মৃত্যু দেখতে হতো না। ইলিয়াস কাঞ্চন বলেন, মুসলিম বিশ্বকে একত্রিত হয়ে প্রতিবাদ করার আহ্বান করছি। সারাবিশ্বের নির্যাতিত মানুষ একত্রিত হোক। মানবতার জয় হোক। আমি ফিলিস্তিনিদের অধিকার আদায়ের জন্য সবাইকে নিয়ে রাজপথে সংগ্রাম করে যাবো। জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, ইসরায়েলের বিরুদ্ধে আপনারা সোচ্চার হোন। আমরা প্রয়োজনে সারা পৃথিবী থেকে লংমার্চ করে ইসরায়েলের দিকে অগ্রসর হবো। কোটি কোটি মুসলিম ভাই-বোনেরা যদি লংমার্চ করে যায় তাহলে আমাদের গোলাবারুদের প্রয়োজন হবে না। নিসচা’র মহাসচিব লিটন এরশাদ বলেন, কেন ওআইসির মতো একটি সংগঠন ভূমিকা রাখতে পারছেনা? তারা যদি ভূমিকা রাখতে পারতো তাহলে ফিলিস্তিনের এই অবস্থা হতো না। এটা অনেক আগেই থেমে যেতো। আমি বলতে চাই সমগ্র মুসলিম জাতি এক হোন। এসময় বিক্ষোভ সমাবেশে মানবাধিকার কর্মী মো. মতিউর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ