ঢাকা , বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি

ব্যবসায়ীকে কুপিয়ে জখম বাবা-মেয়ে কারাগারে

  • আপলোড সময় : ১০-০৪-২০২৫ ১২:৪৮:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৪-২০২৫ ১২:৪৮:২০ পূর্বাহ্ন
ব্যবসায়ীকে কুপিয়ে জখম বাবা-মেয়ে কারাগারে
নারায়ণগঞ্জে ফতুল্লায় স্ত্রীর সাবেক স্বামী ইউসুফ মিয়া ও মেয়ে ইয়াসমিন আক্তার ইমির হামলায় গুরুতর আহত হয়েছেন আবুল হোসেন  সজিব (৩২) নামে এক ব্যবসায়ী। এ ঘটনায় সজিবের বড় ভাই রাজীব বাদী হয়ে ফতুল্লা থানায় একটি মামলা করেন। এরপর পুলিশ ইউসুফ মিয়া ও ইমিকে গ্রেফতার করে গত মঙ্গলবার  আদালতে  পাঠালে, আদালত তাদের কারাগারে পাঠান। এরআগে গত শুক্রবার সন্ধা ৭টায় ভুইগড় এলাকায় এ ঘটনাটি ঘটে। এ সময় ইউসুফ মিয়া ও ইমি সজিবের উপর চাপাতি ও চাকু নিয়ে হামলা চালিয়ে এলোপাতারি কুপিয়ে মাথা, চোখে, চেহারায়, হাতে ও পায়ে গুরুতর জখম করে।
এক পর্যায়ে সজিবের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ইউসুফ ও ইমি পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় প্রো-একটিভ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। বর্তমানে সজিব চিকিৎসাধীন রয়েছেন। তার মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত প্রাপ্ত হয়ে ১০০ টিরও বেশি সেলাই দেয়া হয়েছে।
জানা গেছে, আহত সজিব সিদ্ধিরগঞ্জের গোদনাইল নয়াপাড়া এলাকার মৃত সামছুল হকের ছেলে। হামলাকারী ইউসুফ মিয়া জেলার সিদ্ধিরগঞ্জ থানার হাজীগঞ্জ পাঠানটুলি এলাকার মৃত ইয়াসিন চেয়ারম্যানের ছেলে। বর্তমানে ভুইগড় এলাকার সরদার বাড়ীতে ভাড়া থাকে। সজিবের স্ত্রী মিতুর সাবেক স্বামী ইউসুফ মিয়া। আর ইয়াসমিন আক্তার ইমি ইউসুফ মিয়া ও মিতুর মেয়ে। গত ৭ বছর আগে মিতু ইউসুফ মিয়াকে তালাক দেয়। এরপর মিতু সজিবের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তাদের সংসারে মোহাম্মদ সাবিদ (৬) নামে এক পুত্র সন্তান রয়েছে। ইউসুফ তার শ্বশুরের ক্ষমতায় বেপরোয়া ছিলো। ইউসুফ আওয়ামী লীগের রাজনীতি করতো।
গুরুতর আহত সজিবের স্ত্রী নাজিরা আক্তার মিতু জানায়, তার সাবেক স্বামী ইউসুফ মাদকাসক্ত ছিলো। তিনি মাদক সেবন করে তার সাথে প্রায়ই খারাপ ব্যবহার করত এবং মারধর করত। তিনি এ অত্যাচার থেকে রক্ষা পেতে ইউসুফকে তালাক দিয়ে সজিবকে বিয়ে করে। বিয়ের পর থেকে ইউসুফ বিভিন্ন সময় মিতু ও সজিবকে মেরে ফেলার জন্য কয়েবার হামলা চালায়।  রোজা ও ঈদকে কেন্দ্র করে মিতু স্বামী সজিবকে নিয়ে ভূইগড় এলাকায় পিত্রালয়ে বেড়াতে আসেন। গত শুক্রবার সন্ধা ৭টার দিকে ইউসুফ ও ইমি মিতুর পিত্রালয়ে এসে মিতু ও তার স্বামী সজিবকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে ইউসুফ তার কাছে থাকা ধারালো চাপাতি দিয়ে সজিবের মাথায় ও শরীরে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। মেয়ে ইমির হাতে থাকা চাকু দিয়ে সজীবের শরীরের বিভিন্ন জায়গায় পোচাতে থাকে, সজীব একপর্যায়ে জীবন বাঁচাতে এইখান থেকে ছুটে সিড়ির উপর ঝাপিয়ে পড়ে নিচে চলে আসে এবং সজীবের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এসে সজীবকে উদ্ধার করে স্থানীয় প্রো-একটিভ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। বর্তমানে সজিব চিকিৎসাধীন রয়েছে। তার মাথাসহ শরীরের আঘাত প্রাপ্ত বিভিন্ন স্থানে ১০০টিরও বেশি সেলাই দেয়া হয়েছে। তিনি আরও জানান, মামলা তুলে নিতেও নানাভাবে হুমকি দেয়া হচ্ছে। ফতুল্লা থানা পুলিশ জানায়, মামলার দুই আসামি কারাগারে রয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ