ঢাকা , বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি

চট্টগ্রামে আগুনে পুড়েছে ৩ ব্যবসা প্রতিষ্ঠান ১৩ ঘর

  • আপলোড সময় : ১০-০৪-২০২৫ ১২:৫০:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৪-২০২৫ ১২:৫০:৪৪ পূর্বাহ্ন
চট্টগ্রামে আগুনে পুড়েছে ৩ ব্যবসা প্রতিষ্ঠান ১৩ ঘর
চট্টগ্রামের মীরসরাইয়ে ভয়াবহ আগুনে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান ও ১৩টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের হাদিফকিরহাট বাজারে এই ঘটনা ঘটেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। মীরসরাই ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু তার আগে সব পুড়ে গেছে। পুড়ে গেছে জাহাঙ্গীর আলমের ওয়ার্কশপ, জাহেদুল ইসলাম মুন্নার আইসক্রিম ফ্যাক্টরি ও তাজমহল কমিউনিটি সেন্টার। এ ছাড়া পুড়ে গেছে ভাড়ায় বসবাস করা তারেকুল ইসলাম, রফিকুল ইসলাম, কবির হোসেন, মোহাম্মদ খোকন, চঞ্চল, হোসেন, ডালিম, টিটু, তোজা, আসাদুল, মতিউর রহমান মতি, মো. আলী, ফাতেমার ঘর। ক্ষতিগ্রস্ত কবির হোসেন বলেন, আমরা ১৩ পরিবার এখানে দীর্ঘদিন ধরে বসবাস করছি। সবাই বিভিন্ন জায়গায় ব্যবসা ও কাজকর্ম করে থাকে। গত মঙ্গলবার রাত ২টার সময় সবাই গভীর ঘুমে ছিল। হঠাৎ আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে। কোনোমতে পরনের কাপড় ছাড়া কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। আমরা এখন কী খাবো? কোথায় থাকবো? ক্ষতিগ্রস্ত জাহাঙ্গীর আলম বলেন, আগুনে আমার ওয়ার্কশপের সব শেষে হয়ে গেছে। কিছুই রক্ষা করতে পারিনি। আমার প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। আরেক ক্ষতিগ্রস্ত জাহেদুল ইসলাম মুন্না বলেন, আমার আইসক্রিম ফ্যাক্টরি ও স্ক্র্যাপের দোকান পুড়ে প্রায় ২০ লাখ টাকা ক্ষতি হয়েছে। সব মিলিয়ে এই আগুনে অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। মীরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার হায়াতুন্নবী বলেন, গত মঙ্গলবার রাতে হাদিফকিরহাট বাজারে আগুনের খবর পেয়ে দ্রুত ছুটে যাই। মীরসরাই, সীতাকুণ্ডসহ তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। বৈদ্যুতিক শট সাকির্টে আগুনে সূত্রপাত হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর কারণে পাশের বড় বিল্ডিং রক্ষা করা সম্ভব হয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ