ঢাকা , বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ , ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে ১৫ সদস্যের কমিটি শান্তি মিশনে মানের দিক থেকে শীর্ষস্থানে বাংলাদেশ সেনাবাহিনী-মার্কিন রাষ্ট্রদূত রাশিয়ায় ভূমিকম্পের পর আঘাত হেনেছে সুনামি কুড়িগ্রামের উলিপুরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যায় ৮ আসামির মৃত্যুদণ্ড জুলাইয়ের আহত-নিহতদের তালিকায় অসঙ্গতি পাওয়া গেছে-মুক্তিযোদ্ধা উপদেষ্টা সবুজায়ন স্বপ্নে খরা ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৬ সড়কে আলু ফেলে নওগাঁর কৃষকদের মানববন্ধন রাজধানীতে মাসে ২০টিরও বেশি হত্যা ও ৫টি ডাকাতি হচ্ছে রিয়াদের বাসা থেকে আড়াই কোটির চেক-এফডিআর নথি উদ্ধার এনসিপির সমাবেশে হামলায় আরেক মামলা আসামি সাড়ে ৫ হাজার তাবলীগ জামাতের দুই পক্ষের বিবাদ মেটাতে হচ্ছে কমিটি : ধর্ম উপদেষ্টা ভয়াবহতার মূলে এডিস মশার অস্বাভাবিক প্রজনন পোরশায় কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সম্মানানা পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমতলীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে আমতলীতে খোলা বাজারে পেট্রোল ও ডিজেল বিক্রি করার মহোৎসব ইশরাক-কায়কোবাদের বিরুদ্ধে প্রোপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ করেছে আসিফ প্রতীকী মূল্যে সরকারি সম্পত্তি কাউকে দেওয়া হবে না-অর্থ উপদেষ্টা আমরা সংস্কারকে ভয় পাই না স্বাগত জানাই-মির্জা ফখরুল

বাংলাদেশ-ভারত সম্পর্ক সামনের দিনে আরও বাড়বে -মনোজ কুমার

  • আপলোড সময় : ১০-০৪-২০২৫ ১২:৪১:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৪-২০২৫ ১২:৪১:৩৭ অপরাহ্ন
বাংলাদেশ-ভারত সম্পর্ক সামনের দিনে আরও বাড়বে -মনোজ কুমার
রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার বলেছেন, বাংলাদেশ ও ভারতের মাঝে বর্তমানে যে সম্পর্ক রয়েছে দুই দেশের মানুষের চাওয়া অনুযায়ী সম্পর্ক রয়েছে। সেই সঙ্গে দুই দেশের মাঝে ব্যবসায়িক গভীর সম্পর্ক রয়েছে। তবে আমি অনুরোধ করতে চাই, আপনারা সহযোগিতা করলে দুই দেশের মাঝে বিরাজমান এই সম্পর্ক সামনের দিনে আরও বাড়বে। গতকাল বুধবার দুপুর দেড়টায় হিলি স্থলবন্দরের সভাকক্ষে বন্দরের আমদানি-রফতানিকারক সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ী ও কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, এখন পর্যন্ত আমরা (ভারত) অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশিদের বেশি ভিসা প্রদান করছি। তবে আমরা চেষ্টা করছি ভিসা নিয়ে সৃষ্ট জটিলতা নিরসন করতে। এ ছাড়া এখানে আমাদের স্টাফ জটিলতাসহ কিছু সমস্যা রয়েছে ভিসা দেওয়ার ক্ষেত্রে সেটি কাটিয়ে উঠার চেষ্টা করা হচ্ছে। এর আগে, গতকাল বুধবার দুপুর ১২টায় তিনি হিলি সীমান্তের চেকপোস্ট গেটে আসেন। এ সময় সেখানে কর্তব্যরত বিজিবি ও বিএসএফের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করে ভারতের অভ্যন্তরে যান। সেখানে হিলি কাস্টমসের ভেতরে ভারতীয় কাস্টমস ও সে দেশের ব্যবসায়ীদের সাথে ঘণ্টাব্যাপী বৈঠক করেন। পরে সীমান্তের চেকপোস্ট গেটে বিএসএফ কর্তৃপক্ষের সাথে বৈঠক করেন। এরপর তিনি ভারত থেকে বাংলাদেশে ফিরে হিলি স্থলবন্দরে প্রবেশ করলে বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে বন্দরের সভাকক্ষে ব্যবসায়ী ও কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম গতিশীল করতে এক বৈঠক করেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স