ঢাকা , সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ , ৩১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
খালিয়াজুরীতে স্পিডবোট ডুবি নিখোঁজ ৪ জনের মরদেহ উদ্ধার প্রতিবছর টাইফয়েডে আক্রান্ত লাখো মানুষ, অধিকাংশই শিশু আমতলীতে সাবেক স্বামীকে শায়েস্তা করতে কিশোর গ্যাং ভাড়া আমতলীতে অবৈধভাবে মজুদ করা সার আটক শ্রীপুরের মাওনা চৌরাস্তা বৃষ্টি হলেই জলাবদ্ধতা জনদুর্ভোগ চরমে হিমাগারে পড়ে আছে ৭৮ হাজার মেট্রিক টন আলু পাচারকৃত অর্থ অনুসন্ধানের চেষ্টা করছে সরকার-অ্যাটর্নি জেনারেল দুর্নীতি মামলায় স্ত্রীসহ মতিউরের একদিনের রিমান্ড ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের রাজধানীসহ কয়েক স্থানে ভারী বৃষ্টি নির্বাচনের মহোৎসব ফেব্রুয়ারিতেই ফরিদপুরের ভাঙ্গায় সড়ক-রেলপথ অবরোধ: ২১ জেলার যোগাযোগ বিচ্ছিন্ন, ইউপি চেয়ারম্যান আটক ফরিদপুরের ভাঙ্গায় সড়ক-রেলপথ অবরোধ: ২১ জেলার যোগাযোগ বিচ্ছিন্ন, ইউপি চেয়ারম্যান আটক সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজেপির ডেমরা থানার কমিটিতে সেলিম মিয়া আহবায়ক ও মাহবুবুর রহমানকে সদস্য সচিব কমিটি ঘোষণা এস এইচ কে এস সি শিক্ষার্থীদের ‘হ্যাপি ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত করদাতার ওপর অস্বাভাবিক চাপ সৃষ্টির শঙ্কা নারায়ণগঞ্জে গুলি করে কুপিয়ে ছিনতাই ভিডিও ভাইরাল গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো পথ নেই- দুদু কানাডা প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম চালু

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে ইনজুরির ধাক্কা প্রোটিয়া শিবিরে

  • আপলোড সময় : ১০-০৪-২০২৫ ০৮:৩৫:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৪-২০২৫ ০৮:৩৫:৩৫ অপরাহ্ন
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে ইনজুরির ধাক্কা প্রোটিয়া শিবিরে
আগামী ১১ জুন ইংল্যান্ডের ঐতিহাসিক লর্ডসে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। মর্যাদাবান এ লড়াইয়ের আগে দুঃসংবাদ পেল দক্ষিণ আফ্রিকা। আবারও কনুইয়ের চোটে পড়েছেন অধিনায়ক টেম্বা বাভুমা। চোটের কারণে গতকাল বৃহস্পতিবার জোহানেসবার্গে শুরু হওয়া ঘরোয়া ফার্স্ট-ক্লাস ফাইনালে খেলতে পারছেন না বাভুমা। ক্রিকেট-বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো জানতে পেরেছে, বাভুমা কেপটাউন থেকে গত মঙ্গলবার লায়ন্স দলে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু তিনি জোহানেসবার্গে পৌঁছাননি। লায়ন্স দল গত বুধবার রাতেই জানতে পারে যে, কনুইয়ের ব্যথার কারণে বাভুমা ম্যাচে অংশ নিতে পারবেন না। বাভুমার কোন কনুইয়ে চোট এবং সেটি কতটা গুরুতর, তা জানাতে পারেনি লায়ন্স দল। শেষ মুহূর্তে ফাইনাল থেকে বাভুমা সরে দাঁড়ানোয় হতবাক হয়ে গেছে দলটি। গত বুধবার সকালেও লায়ন্স অধিনায়ক ডোমিনিক হেনড্রিকস সংবাদমাধ্যমকে বলেছিলেন, তিনি বাভুমার সঙ্গে খেলার জন্য মুখিয়ে আছেন। ২০২২ সালে বাভুমার বাম কনুই ভেঙেছিল। ফলে ওই বছর ইংল্যান্ড সফর মিস করেন তিনি। তিন মাস মাঠের বাইরে থাকার পর আবু ধাবিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ফিরেই আবারও চোটে পড়েন ডানহাতি এ ব্যাটার। রান নেওয়ার সময় অস্বাভাবিকভাবে পড়ে গিয়ে একই কনুইয়ে চোট পান এবং বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারেননি। চলতি মৌসুমে কোনো টেস্ট না খেলেই মাঠে নামতে হয় বাভুমাকে। ইনজুরি ও খারাপ ফর্মের কারণে মানসিকভাবে চাপের কথাও স্বীকার করেছেন। এছাড়া দুইবার হ্যামস্ট্রিং ইনজুরিতেও পড়েছিলেন। দারুণভাবে কামব্যাক করে চারটি টেস্টে দুটি শতক ও শ্রীলঙ্কার বিপক্ষে চারটি ফিফটির ইনিংস খেলেন বাভুমা। এছাড়া দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে তোলেন। যদিও পুরো মৌসুমে কনুইয়ে ভারী ব্যান্ডেজ পরে ব্যাটিং করতে হয়েছে তাকে। চ্যাম্পিয়ন্স ট্রফির পর কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি বাভুমা। তবে লায়ন্স দলের সঙ্গে ব্লুমফন্টেইনে শেষ ফার্স্ট-ক্লাস লিগ ম্যাচে ছিলেন। ওই ম্যাচ পুরোপুরি বৃষ্টিতে ভেসে যায়। টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে মে মাসের মাঝামাঝিতে প্রস্তুতি ম্যাচ খেলতে চায় দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচও খেলার কথা রয়েছে প্রোটিয়াদের। ফাইনালের আগে দক্ষিণ আফ্রিকা কোনো আনুষ্ঠানিক ম্যাচ খেলবে না। কারণ অনেক খেলোয়াড় আইপিএল এবং কাউন্টি সার্কিটে ব্যস্ত থাকবেন। বাভুমার কোনো বিদেশি লিগে চুক্তি নেই। ফার্স্ট-ক্লাস ফাইনালই মৌসুমের শেষ ম্যাচ হওয়ার কথা ছিল তার। কিন্তু নতুন করে চোট পাওয়ায় সেই পরিকল্পনাও ভেস্তে গেছে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স