ঢাকা , বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে ইনজুরির ধাক্কা প্রোটিয়া শিবিরে

  • আপলোড সময় : ১০-০৪-২০২৫ ০৮:৩৫:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৪-২০২৫ ০৮:৩৫:৩৫ অপরাহ্ন
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে ইনজুরির ধাক্কা প্রোটিয়া শিবিরে
আগামী ১১ জুন ইংল্যান্ডের ঐতিহাসিক লর্ডসে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। মর্যাদাবান এ লড়াইয়ের আগে দুঃসংবাদ পেল দক্ষিণ আফ্রিকা। আবারও কনুইয়ের চোটে পড়েছেন অধিনায়ক টেম্বা বাভুমা। চোটের কারণে গতকাল বৃহস্পতিবার জোহানেসবার্গে শুরু হওয়া ঘরোয়া ফার্স্ট-ক্লাস ফাইনালে খেলতে পারছেন না বাভুমা। ক্রিকেট-বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো জানতে পেরেছে, বাভুমা কেপটাউন থেকে গত মঙ্গলবার লায়ন্স দলে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু তিনি জোহানেসবার্গে পৌঁছাননি। লায়ন্স দল গত বুধবার রাতেই জানতে পারে যে, কনুইয়ের ব্যথার কারণে বাভুমা ম্যাচে অংশ নিতে পারবেন না। বাভুমার কোন কনুইয়ে চোট এবং সেটি কতটা গুরুতর, তা জানাতে পারেনি লায়ন্স দল। শেষ মুহূর্তে ফাইনাল থেকে বাভুমা সরে দাঁড়ানোয় হতবাক হয়ে গেছে দলটি। গত বুধবার সকালেও লায়ন্স অধিনায়ক ডোমিনিক হেনড্রিকস সংবাদমাধ্যমকে বলেছিলেন, তিনি বাভুমার সঙ্গে খেলার জন্য মুখিয়ে আছেন। ২০২২ সালে বাভুমার বাম কনুই ভেঙেছিল। ফলে ওই বছর ইংল্যান্ড সফর মিস করেন তিনি। তিন মাস মাঠের বাইরে থাকার পর আবু ধাবিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ফিরেই আবারও চোটে পড়েন ডানহাতি এ ব্যাটার। রান নেওয়ার সময় অস্বাভাবিকভাবে পড়ে গিয়ে একই কনুইয়ে চোট পান এবং বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারেননি। চলতি মৌসুমে কোনো টেস্ট না খেলেই মাঠে নামতে হয় বাভুমাকে। ইনজুরি ও খারাপ ফর্মের কারণে মানসিকভাবে চাপের কথাও স্বীকার করেছেন। এছাড়া দুইবার হ্যামস্ট্রিং ইনজুরিতেও পড়েছিলেন। দারুণভাবে কামব্যাক করে চারটি টেস্টে দুটি শতক ও শ্রীলঙ্কার বিপক্ষে চারটি ফিফটির ইনিংস খেলেন বাভুমা। এছাড়া দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে তোলেন। যদিও পুরো মৌসুমে কনুইয়ে ভারী ব্যান্ডেজ পরে ব্যাটিং করতে হয়েছে তাকে। চ্যাম্পিয়ন্স ট্রফির পর কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি বাভুমা। তবে লায়ন্স দলের সঙ্গে ব্লুমফন্টেইনে শেষ ফার্স্ট-ক্লাস লিগ ম্যাচে ছিলেন। ওই ম্যাচ পুরোপুরি বৃষ্টিতে ভেসে যায়। টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে মে মাসের মাঝামাঝিতে প্রস্তুতি ম্যাচ খেলতে চায় দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচও খেলার কথা রয়েছে প্রোটিয়াদের। ফাইনালের আগে দক্ষিণ আফ্রিকা কোনো আনুষ্ঠানিক ম্যাচ খেলবে না। কারণ অনেক খেলোয়াড় আইপিএল এবং কাউন্টি সার্কিটে ব্যস্ত থাকবেন। বাভুমার কোনো বিদেশি লিগে চুক্তি নেই। ফার্স্ট-ক্লাস ফাইনালই মৌসুমের শেষ ম্যাচ হওয়ার কথা ছিল তার। কিন্তু নতুন করে চোট পাওয়ায় সেই পরিকল্পনাও ভেস্তে গেছে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ