
চট্টগ্রামে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আটক ১


চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে এক তরুণকে আটক করা হয়েছে। গত শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের দক্ষিণ বরুমছড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটক তরুণের নাম আদিব (২৩)। তিনি ওই এলাকার আবুল কাশেমের ছেলে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটকের পর তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে ২০২৫ সালে অনুষ্ঠাতব্য এসএসসি পরীক্ষার প্রশ্নপত্রের বিভিন্ন নমুনা পাওয়া যায়। সংশ্লিষ্টরা জানান, এসএসসি পরীক্ষার শুরুর প্রথম দিন থেকে বাঁশখালীতে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। শিক্ষার্থীরা ফাঁস হওয়া প্রশ্ন কেনার জন্য বিপুল পরিমাণ টাকা ব্যয় করছে এমন সংবাদে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) একটি দল বিষয়টি নিয়ে অনুসন্ধানে নামে। একপর্যায়ে এনএসআই আদিব নামে ওই চক্রের এক সদস্যের সন্ধান পায়। গত শুক্রবার রাতে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদুল আলমের নেতৃত্বে ও বাঁশখালী পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে আদিবকে আটক করা হয়। এ বিষয়ে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদুল আলম বলেন, গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে এক তরুণকে আটক করা হয়। ওই তরুণের কাছে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র রয়েছে দাবি করে টাকার বিনিময়ে হাতে লেখা ভুয়া প্রশ্নপত্র বিক্রি করছে। মূলত ম্যাসেঞ্জার গ্রুপের মাধ্যমে তারা এ প্রশ্নপত্রগুলো বিক্রি করছে। মূলত ভুয়া প্রশ্নপত্র বিক্রি করে টাকা ইনকামের চেষ্টা। তিনি আরও বলেন, মূল প্রশ্নপত্র থানার ট্রেজারিতে সুরক্ষিত রয়েছে। সিসি ক্যামেরার আওতায় রয়েছে মূল প্রশ্নপত্র। সেখান থেকে প্রশ্নপত্র ফাঁস হওয়ার সুযোগ নেই। বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে এক তরুণকে আটক করা হয়েছে। তার কাছে বিভিন্ন তথ্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ