ঢাকা , বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ , ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
এনসিপির সমাবেশে হামলায় আরেক মামলা আসামি সাড়ে ৫ হাজার তাবলীগ জামাতের দুই পক্ষের বিবাদ মেটাতে হচ্ছে কমিটি : ধর্ম উপদেষ্টা ভয়াবহতার মূলে এডিস মশার অস্বাভাবিক প্রজনন পোরশায় কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সম্মানানা পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমতলীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে আমতলীতে খোলা বাজারে পেট্রোল ও ডিজেল বিক্রি করার মহোৎসব ইশরাক-কায়কোবাদের বিরুদ্ধে প্রোপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ করেছে আসিফ প্রতীকী মূল্যে সরকারি সম্পত্তি কাউকে দেওয়া হবে না-অর্থ উপদেষ্টা আমরা সংস্কারকে ভয় পাই না স্বাগত জানাই-মির্জা ফখরুল মবতন্ত্র দেশকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে-গণসংহতি প্রেস কাউন্সিলে নতুন কমিটি, ১২ জনকে অন্তর্ভুক্ত বাস-ট্রাক চালকদের ভালো স্বাস্থ্য আমাদের সবার জন্য জরুরি ডানপন্থী রাজনীতিতে বেড়েছে দৃশ্যমানতা জুলাই শুধু স্বৈরাচার মুক্তির মাস নয়, এটা পুনর্জন্মের মাস : প্রধান উপদেষ্টা পুঁজিবাজারে কোটি টাকা হিসাবধারীর সংখ্যা বেড়েছে জলবায়ু পরিবর্তন-খাদ্য সংকটে হুমকিতে সুন্দরবনের বাঘ জুলাই সনদের খসড়ায় আপত্তি জানিয়েছে এনসিপি-জামায়াত বিচার নিয়ে আমাদের আন্তরিকতায় সন্দেহ রাখবেন না -আইন উপদেষ্টা নৈরাজ্যের শঙ্কা দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি ১৬০ দিন পর কুয়েটে ক্লাস শুরু
প্রতিদিন ছিনতাই-ডাকাতি

ঢাকা-আরিচা মহাসড়কে ডাকাত আতঙ্ক

  • আপলোড সময় : ১৫-০৪-২০২৫ ১১:৫৩:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৪-২০২৫ ১১:৫৩:২৮ পূর্বাহ্ন
ঢাকা-আরিচা মহাসড়কে ডাকাত আতঙ্ক
সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের চলন্ত বাসে বাড়ছে ছিনতাইকারীদের উপদ্রব। যাত্রীবেশে বাসে উঠে সর্বস্ব কেড়ে সটকে পড়ছেন তারা। গত তিন মাসে এমন ছয়টি ঘটনা ঘটায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এ পথের যাত্রীরা। পুলিশের দাবি, পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, গত শুক্রবার দুপুর ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন ব্রিজের ওপর সাভার পরিবহনের একটি বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইকারীরা অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে মোবাইল ফোন, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে দ্রুত বাস থেকে নেমে পালিয়ে যান। আধাঘণ্টার ব্যবধানে দুপুর সাড়ে ১২টার দিকে সাভারের সিঅ্যান্ডবি এলাকায় রাজধানী পরিবহনের একটি বাসে ডাকাতির ঘটনা ঘটে। যাত্রীবেশে থাকা ডাকাতরা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রীদের কাছে থাকা মূল্যবান মালামাল লুটে নেন। এর আগে ৪ এপ্রিল বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন ব্রিজ এলাকায় ইতিহাস পরিবহনের একটি বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটে। চন্দ্রা থেকে ঢাকাগামী বাসটি ব্যাংক টাউন ব্রিজ এলাকায় পৌঁছালে তিন ছিনতাইকারী যাত্রী সেজে বাসে ওঠেন। এরপর তারা ছুরি বের করে যাত্রীদের চুপ থাকতে বলে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে নেন। তার আগে ২৪ মার্চ রাত সাড়ে ৭টার দিকে সাভারের সিঅ্যান্ডবি এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা আরিচাগামী শুভযাত্রা পরিবহনের একটি বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটে। এসময় ছিনতাইকারীরা যাত্রীদের চাকুসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে বেশ কয়েকটি মোবাইল ফোন ও নগদ টাকা লুট করে নিয়ে পালিয়ে যান। তার কিছুদিন আগে গত ২ মার্চ দুপুরে দিকে সাভারের ব্যাংক টাউন এলাকায় ডাকাতির ঘটনা ঘটে রাজধানী পরিবহনের একটি চলন্ত বাসে। ১৪ ফেব্রুয়ারি দুপুরে সাভারের পুলিশ টাউন এলাকার সেতুর কাছে মানিকগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা শুভযাত্রা পরিবহনের একটি বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটে। গত তিন মাসে একই মহাসড়কে বারবার ডাকাতি-ছিনতাইয়ের ঘটনায় সাধারণ মানুষের কাছে ঢাকা-আরিচা মহাসড়ক এখন এক আতঙ্কের নাম। খুব বেশি জরুরি না হলে এই সড়কে চলাচল না করাই ভালো বলে মনে করছেন সবাই। এ পথের নিয়মিত যাত্রী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফয়সাল হোসেন বলেন, প্রায় প্রতিদিন সড়কটি ব্যবহার করি আতঙ্ক নিয়ে। মাঝে মাঝে সড়কে পুলিশের গাড়ি থামানো দেখা যায়। তাদের কোনো তৎপরতা নেই। এতে আরও সাহস পেয়ে যাচ্ছে অপরাধীরা। সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, মহাসড়কের ছিনতাই বন্ধে এই সড়কে দুটি চেকপোস্ট বসানো হয়েছে, যা দিনের বেলায় ও সারারাত চলমান থাকে। বর্তমানে আমাদের ফোর্স সংকট রয়েছে। ফোর্স দেয়ার কথা রয়েছে। ফোর্স এলে আমাদের চেকপোস্ট আরও বাড়বে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ