ঢাকা , বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি

২০ কিশোর বাংলাদেশিকে মিয়ানমার থেকে ফিরিয়ে আনা হয়েছে

  • আপলোড সময় : ১৭-০৪-২০২৫ ১১:১৩:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৪-২০২৫ ১১:১৩:৪৮ পূর্বাহ্ন
২০ কিশোর বাংলাদেশিকে মিয়ানমার থেকে ফিরিয়ে আনা হয়েছে
পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে মিয়ানমারে আটকে পড়া ২০ কিশোর বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। গত মঙ্গলবার বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা সমুদ্র অভিযান’-এ করে তারা চট্টগ্রামের নৌবাহিনীর ঘাঁটি বানৌজা ঈসা খাঁ-এ অবতরণ করেন। ইয়াঙ্গুনের বাংলাদেশ দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তাদের সাক্ষাৎকার ও যাচাইকরণ প্রক্রিয়া পরিচালনা এবং ট্রাভেল পারমিট ইস্যুর কার্যক্রম পরিচালনা করে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইয়াঙ্গুন শহরের এমআইটিটি বন্দর থেকে এই ২০ জন বাংলাদেশি নাগরিককে নিয়ে গত ১৩ এপ্রিল বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ দেশে প্রত্যাবাসনের উদ্দেশ্যে যাত্রা করে। ফিরে আসা ২০ জনই অপ্রাপ্তবয়স্ক কিশোর, যারা একটি অসাধু দালালচক্রের মাধ্যমে মালয়শিয়ায় পাচারের চেষ্টাকালে মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে অনুপ্রবেশের অভিযোগে আটক হয়। অতঃপর পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইয়াঙ্গুনের বাংলাদেশ দূতাবাস তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা নেয়। যাচাইকৃত বাংলাদেশি নাগরিকদের আগমনের পর পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ পুলিশ, চট্টগ্রাম জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিস, চট্টগ্রাম-এর প্রতিনিধিরা অভ্যর্থনা জানায়। অভ্যর্থনা, যথাযথ ইমিগ্রেশন কার্যাদি সম্পাদন এবং স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদের চট্টগ্রাম সার্কিট হাউজে নিয়ে আসা হয় এবং সেখান থেকে চটগ্রাম জেলা প্রশাসন ও মেট্রোপলিটন পুলিশের সহায়তায় নিজ নিজ অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়। উল্লেখ্য, সাম্প্রতিক ভূমিকম্পে উদ্ধার তৎপরতা ও চিকিৎসা কার্যক্রম পরিচালনার জন্য মিয়ানমারে যাওয়া ৫৫ সদস্যের দলটিও ১০ দিনব্যাপী কার্যক্রম শেষ করে একই জাহাজে বাংলাদেশে ফিরে আসে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ