ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ , ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
এস এইচ কে এস সি শিক্ষার্থীদের ‘হ্যাপি ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত করদাতার ওপর অস্বাভাবিক চাপ সৃষ্টির শঙ্কা নারায়ণগঞ্জে গুলি করে কুপিয়ে ছিনতাই ভিডিও ভাইরাল গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো পথ নেই- দুদু কানাডা প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম চালু অর্থনীতিতে অশনি সংকেত শত শত কারখানা বন্ধ এপিবিএন অধিনায়কের প্রত্যাহারচাওয়া নিয়ে তোলপাড় নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলা কার্কি শাহজাহানপুরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ২ গণপরিবহনে সংরক্ষিত হচ্ছে না যাত্রীদের অধিকার জাবি শিক্ষক জান্নাতুল ফেরদৌসের দাফন সম্পন্ন জাকসুর ফল প্রকাশে বিলম্ব ক্ষোভ বাড়ছে শিক্ষার্থীদের ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই নির্বাচন হবে-প্রেস সচিব বিচারপতি ড. আখতারুজ্জামানের পদত্যাগ গ্রহণ করেছেন রাষ্ট্রপতি সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি তিনজন কারাগারে সরকারি মাধ্যমিক শিক্ষকদের প্রবেশ পদ ৯ম গ্রেডে উন্নীতকরণের দাবি রোড বেল্ট ইনিশিয়েটিভ এক্সিবিশনে যৌথ সক্ষমতা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে-বাণিজ্য উপদেষ্টা স্বস্তি নেই সবজির দামে নিত্যপণ্যের দাম চড়া রাজনীতিতে নতুন সমীকরণ বিশ্বকাপের টিকেট না পাওয়ায় বরখাস্ত হলো ভেনেজুয়েলা ও পেরুর কোচ

ছয় দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ

  • আপলোড সময় : ১৭-০৪-২০২৫ ১১:২০:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৪-২০২৫ ১১:২০:৫০ পূর্বাহ্ন
ছয় দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ
ছয় দফা দাবিতে রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তায় সড়ক অবরোধ করেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা সাতরাস্তা মোড়ে অবস্থান নেন। এতে তেজগাঁও, শিল্পাঞ্চল ও আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়, যা ছড়িয়ে পড়ে মহাখালী পর্যন্ত। অবরোধে অংশ নেন বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের আওতাভুক্ত বিভিন্ন পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ‘কারিগরি ছাত্র আন্দোলন’ এর ব্যানারে কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, এর আগেও একাধিকবার একই দাবি জানানো হলেও কেউ কর্ণপাত করেনি। এবার দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না। বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি গাজী শামীমুর রহমান বলেন, সহস্রাধিক শিক্ষার্থী সাতরাস্তা অবরোধ করায় স্কুল-কলেজের শিক্ষার্থী ও অফিসগামী মানুষ তীব্র দুর্ভোগে পড়েন। এ সময় শিক্ষার্থীরা প্ল্যাকার্ড হাতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। ছয় দফা দাবি মানার আহ্বান জানিয়ে তারা বলেন, কর্তৃপক্ষকে আমাদের কাছে আসতে হবে। সচিবালয়ে কেউ যাবে না। ছাত্রদের ৬ দফা দাবি: ১. হাইকোর্ট কর্তৃক জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় বাতিল, বিতর্কিত নিয়োগ বিধি সংশোধন এবং দায়ীদের চাকরিচ্যুত করা। ২. ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে বয়সসীমা নির্ধারণ, উন্নত কারিকুলাম চালু ও ধাপে ধাপে ইংরেজি মাধ্যম চালু। ৩. সংরক্ষিত পদে নিয়োগ না দিয়ে ডিপ্লোমা প্রকৌশলীদের অবমূল্যায়নের বিরুদ্ধে ব্যবস্থা। ৪. কারিগরি সেক্টরে কারিগরি শিক্ষাবহির্ভূত জনবল নিয়োগ বন্ধ এবং কারিগরি শিক্ষিত জনবল নিয়োগ নিশ্চিত করা। ৫. স্বতন্ত্র ‘কারিগরি ও উচ্চশিক্ষা’ মন্ত্রণালয় ও ‘কারিগরি শিক্ষা সংস্কার কমিশন’ গঠন। ৬. পলিটেকনিক ও মনোটেকনিক থেকে পাস করা শিক্ষার্থীদের জন্য উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং নির্মাণাধীন ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে ডুয়েটের অধীনে ভর্তি কার্যক্রম চালু। তেজগাঁও ট্রাফিক বিভাগের উপকমিশনার (ডিসি) রফিকুল ইসলাম জানান, সড়কের অবস্থা খারাপ, চারদিকের রাস্তা বন্ধ হয়ে গেছে। শিক্ষার্থীরা উঠে গেলেই পরিস্থিতি স্বাভাবিক হবে। তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান বলেন, আমরা শিক্ষার্থীদের সচিবালয়ে গিয়ে দাবি পেশের প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু তারা রাজি হয়নি। পরিস্থিতি স্বাভাবিক করতে আমরা চেষ্টা করছি। শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘দাবি মানা না হলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যাবো।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স