ঢাকা , বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ , ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ইশরাক-কায়কোবাদের বিরুদ্ধে প্রোপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ করেছে আসিফ প্রতীকী মূল্যে সরকারি সম্পত্তি কাউকে দেওয়া হবে না-অর্থ উপদেষ্টা আমরা সংস্কারকে ভয় পাই না স্বাগত জানাই-মির্জা ফখরুল মবতন্ত্র দেশকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে-গণসংহতি প্রেস কাউন্সিলে নতুন কমিটি, ১২ জনকে অন্তর্ভুক্ত বাস-ট্রাক চালকদের ভালো স্বাস্থ্য আমাদের সবার জন্য জরুরি ডানপন্থী রাজনীতিতে বেড়েছে দৃশ্যমানতা জুলাই শুধু স্বৈরাচার মুক্তির মাস নয়, এটা পুনর্জন্মের মাস : প্রধান উপদেষ্টা পুঁজিবাজারে কোটি টাকা হিসাবধারীর সংখ্যা বেড়েছে জলবায়ু পরিবর্তন-খাদ্য সংকটে হুমকিতে সুন্দরবনের বাঘ জুলাই সনদের খসড়ায় আপত্তি জানিয়েছে এনসিপি-জামায়াত বিচার নিয়ে আমাদের আন্তরিকতায় সন্দেহ রাখবেন না -আইন উপদেষ্টা নৈরাজ্যের শঙ্কা দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি ১৬০ দিন পর কুয়েটে ক্লাস শুরু বাড়ছে কাপ্তাই হ্রদের পানি, ডুবছে ঝুলন্ত সেতু ৯ জন উদ্ধার হলেও এখনও নিখোঁজ ৬ ‘খোলা জানালা’ সেবা চালু করেছে ‘ডিআরইউ’ বগুড়ায় কার্গো সার্ভিস প্রতিষ্ঠানের অফিসে ডাকাতি সাড়ে ১৭ লাখ টাকা লুট ৩৯৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি মৃত্যু একজনের ম্যানহোলে পড়ে নিখোঁজ নারীর লাশ ৩৬ ঘণ্টা পর উদ্ধার

বাংলাদেশ-পাকিস্তান রাজনৈতিক সম্পর্ক উন্নয়নের বৈঠক

  • আপলোড সময় : ১৭-০৪-২০২৫ ১১:৫৮:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৪-২০২৫ ১১:৫৮:০৯ পূর্বাহ্ন
বাংলাদেশ-পাকিস্তান রাজনৈতিক সম্পর্ক উন্নয়নের বৈঠক
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সম্পর্ক জোড়া লাগানোর উদ্যোগের অংশ হিসেবে দু’দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের মধ্যে বৈঠক হবে আজ বৃহস্পতিবার। সবকিছু ঠিক থাকলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আজ বৃহস্পতিবার সকালে দুই ঘণ্টাব্যাপী এই বৈঠকের কথা রয়েছে। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন। অপরদিকে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমেনা বালুচ বৈঠকে নেতৃত্ব দেয়ার জন্য ইতোমধ্যে ঢাকায় এসে পৌঁছেছেন। গত ১৫ বছর আওয়ামী লীগ সরকারের আমলে দু’দেশের মধ্যে শীতল সম্পর্ক বিরাজ করছিল। গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর রাজনৈতিক সম্পর্ক মজবুত করার জন্য পাকিস্তানের আগ্রহে সাড়া দেয় বাংলাদেশ। গত সেপ্টেম্বরে নিউইয়র্কে এবং ডিসেম্বরে মিশরে অনানুষ্ঠানিক বৈঠক হয় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের। এর ধারাবাহিকতায় দু’দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হচ্ছে। আশা করা হচ্ছে, বৈঠক ভালো হলে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঢাকা আসবেন। বৈঠকের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, দু’দেশের শীর্ষ নেতৃত্ব ইতোমধ্যে সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা করেছেন। এ থেকেই বার্তা পাওয়া যায়-এই বৈঠক থেকে আমরা কী চাই। বৈঠকের এজেন্ডার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, রাজনৈতিক সম্পর্ক, আঞ্চলিক পরিবেশ ও সংস্থা, কানেক্টিভিটি, প্রতিরক্ষা, কৃষিসহ অন্যান্য সহযোগিতার বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষসতায় আসার পর থেকে রাজনৈতিক সম্পর্কে শীতলতা থাকলেও দ্বিপক্ষীয় সম্পর্ক চলমান ছিল। দু’দেশের জনগণের মাঝে যোগাযোগ, সহজে ভিসা প্রদান, বাণিজ্য সহযোগিতা আগের মতো বলবৎ ছিল। কিন্তু ২০১৩ সালে জামায়াতে ইসলামী বাংলাদেশের নেতা কাদের মোল্লার ফাঁসি কার্যকর হলে সম্পর্ক আরও বেশি শীতল হয়। বাংলাদেশের পক্ষ থেকে ভিসা দেয়ার প্রক্রিয়া কঠিন করা হলে পাকিস্তানও একই পথে হাটে। এরপর থেকে দু’দেশের রাজনৈতিক সম্পর্ক আর কখনও স্বাভাবিক হয়নি। দু’দেশের মধ্যে গত ১৫ বছর পর পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনা হচ্ছে। স্বাভাবিকভাবে দু’দেশের আগ্রহের পাশাপাশি এ অঞ্চলের অন্য দেশগুলোও মনোযোগের সঙ্গে বিষয়টি পর্যবেক্ষণ করছে। এ বিষয়ে সাবেক একজন কূটনীতিক বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক শুধুমাত্র দ্বিপক্ষীয় উপাদানের ওপর নির্ভর করে না। ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের উপাদানও এখানে প্রভাব রাখতে পারে। বৈঠকের পরে কী হতে পারে জানতে চাইলে তিনি বলেন, ‘আওয়ামী লীগ আমলের মতো দু’দেশের মধ্যে শীতল সম্পর্ক কাম্য নয়। একইসঙ্গে পাকিস্তানের প্রভাবে বাংলাদেশ তৃতীয় কোনও দেশের বিরুদ্ধে অবস্থান নেবে, সেটিও কাম্য নয়। তিনি বলেন, একটি টেকসই সম্পর্ক বজায় রাখার জন্য পারস্পরিক সম্মান ও বিশ্বাস জরুরি। গত ১৫ বছর সেটির অভাব ছিল। ভবিষ্যতে সম্পর্কের যদি উন্নতি ঘটে, তবে এ অঞ্চলের জন্য ভালো হবে। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশের নিরীহ জনগণকে হত্যা করেছিল। সেজন্য দেশটি এখনও ক্ষমা চায়নি। এর পাশাপাশি বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া সম্পদের হিস্যাও বাংলাদেশকে বুঝিয়ে দেয়নি পাকিস্তান।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স