ঢাকা , বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ , ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পরিবর্তন আসছে সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনায় সবাইকে ছাতার নিচে আনতে ভিত গড়ছে ঐকমত্য কমিশন জুনে ৩২৪টি রাজনৈতিক মিথ্যা তথ্য শনাক্ত : সিজিএস অন্তর্বর্তী সরকারের বিদায়ের সময় এসেছে-দেবপ্রিয় ভট্টাচার্য গাজীপুরে আসন বাড়ছে কমছে বাগেরহাটে : ইসি ৩৯টি সংসদীয় আসনে আসছে পরিবর্তন : ইসি স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে ১৫ সদস্যের কমিটি শান্তি মিশনে মানের দিক থেকে শীর্ষস্থানে বাংলাদেশ সেনাবাহিনী-মার্কিন রাষ্ট্রদূত রাশিয়ায় ভূমিকম্পের পর আঘাত হেনেছে সুনামি কুড়িগ্রামের উলিপুরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যায় ৮ আসামির মৃত্যুদণ্ড জুলাইয়ের আহত-নিহতদের তালিকায় অসঙ্গতি পাওয়া গেছে-মুক্তিযোদ্ধা উপদেষ্টা সবুজায়ন স্বপ্নে খরা ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৬ সড়কে আলু ফেলে নওগাঁর কৃষকদের মানববন্ধন রাজধানীতে মাসে ২০টিরও বেশি হত্যা ও ৫টি ডাকাতি হচ্ছে রিয়াদের বাসা থেকে আড়াই কোটির চেক-এফডিআর নথি উদ্ধার এনসিপির সমাবেশে হামলায় আরেক মামলা আসামি সাড়ে ৫ হাজার তাবলীগ জামাতের দুই পক্ষের বিবাদ মেটাতে হচ্ছে কমিটি : ধর্ম উপদেষ্টা ভয়াবহতার মূলে এডিস মশার অস্বাভাবিক প্রজনন
বিষফোঁড়া ইসরায়েলকে নির্মূল করতে হবে : জমিয়তে উলামায়ে ইসলাম

গাজায় ইসরায়েলি নির্মম গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

  • আপলোড সময় : ১৮-০৪-২০২৫ ১১:৩০:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৪-২০২৫ ১১:৩০:০২ অপরাহ্ন
গাজায় ইসরায়েলি নির্মম গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে রাজধানী ঢাকাসহ দেশজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত তৌহিদী জনতা বলেছেন, গাজায় মুসলমানদের রক্তে যে হোলি খেলা চলছে, তা বিশ্ব বিবেকের জন্য লজ্জাজনক। আন্তর্জাতিক সম্প্রদায়কে এই গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ফিলিস্তিনের স্বাধীনতা শুধু মুসলিম জাতির নয়, এটি মানবতার প্রশ্ন।
গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর পাদদেশে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আয়োজিত গাজায় বর্বরোচিত গণহত্যা, ভারতে বিতর্কিত ওয়াকফ বিল পাশ ও মুসলিম অধিকার খর্ব করার প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব দাবি তোলা হয়।
বিষফোঁড়া ইসরায়েলকে নির্মূল করতে হবে: ইসরায়েল নামক বিষফোঁড়া নির্মূল করতেই হবে বলে হুঁশিয়ারি করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। একই সঙ্গে ভারতের বিতর্কিত ওয়াকফ বিল স্থগিত নয়, একেবারেই বাতিল করার দাবিও জানিয়েছে। সমাবেশে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি সই করে ইসরায়েল। কিন্তু ইসরায়েল সেই চুক্তি ভঙ্গ করেছে। তারা গাজায় হামলা করে মানবাধিকারকে পদদলিত করেছে। গত কয়েকদিন যাবত ফিলিস্তিনের সীমানায় কোনো সাহায্য সামগ্রী ঢুকতে দেয়া হচ্ছে না। এখন মনে হচ্ছে সারা দুনিয়ার জন্য ইসরায়েল একটি বিষফোঁড়া। এই বিষফোঁড়াকে নির্মূল করতেই হবে। বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠদের দেশ। এ দেশের বাজারে-দোকানে ইসরায়েলি পণ্য চলতে পারে না। তিনি বলেন, ভারতের পার্লামেন্টে একটি বিতর্কিত ওয়াকফ বিল পাস হয়েছে। এই আইনের বিরুদ্ধে গোটা ভারতবর্ষে প্রতিবাদের আগুন জ্বলছে। একটা পর্যায়ে গতকাল হাইকোর্ট এই বিতর্কিত আইনকে স্থগিত করেছে। আমরা তাদের এই রায়কে স্বাগত জানাই। তবে এটি স্থগিত নয়, একেবারেই বাতিল করতে হবে। ভারতে আর এই বিতর্কিত ওয়াকফ বিল চলবে না।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব বলেন, ভারতে প্রায় ১০ লাখ একর ওয়াকফ সম্পত্তি রয়েছে। মূলত এই ওয়াকফ সম্পত্তির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে প্রতিষ্ঠিত মাদ্রাসা-মসজিদ বন্ধ করে দেয়াই হলো তাদের মূল এজেন্ডা। এটা হতে দেয়া যাবে না। সমাবেশে আরও বক্তব্য রাখেন- জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি, সহ-সভাপতিসহ অন্যান্য নেতারা।
গাজায় নির্মম গণহত্যার প্রতিবাদে ডেমরায় বিক্ষোভ সমাবেশ: ফিলিস্তিনের গাজায় মুসলমানদের উপর দখলদার ইসরায়েলি বাহিনী কর্তৃক বর্বোরোচিত নির্মম গণহত্যার প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিভিন্ন মসজিদ মাদ্রাসা ইমাম ও এলাকার মুসল্লিগণ।
গতকাল শুক্রবার বাদ জুম্মা নামাজের পর ডগাইর কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ম মাঠে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে মসজিদুল-ই-আয়েশা জামে মসজিদ কমিটি ও ডিএসসিসি ৬৬ নং ওয়ার্ডে বসবাসরত এলাকাবাসি। এ সময় মুসুল্লিরা গাজায় ইসরায়েলি বাহিনীর  নির্মম গণহত্যার প্রতিবাদ জানান এবং ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণার দাবি জানান। এ সময় বক্তব্য রাখেন বিশিষ্ট্য সমাজ সেবক সাইদুল ভূইঁয়া, শাহ আনোয়ার হোসেন, ৬৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুর হোসেন ভুঁইয়াসহ এলাকার সকল ওলামা কেরামগণ। দোয়া পরিচালনা করেন মুফতি ফখরুদ্দিন। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েলের এই নির্যাতন আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন করছে। বিশ্বের বিবেক আজ গাজায় নিপীড়িত মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানায়। তারা অবিলম্বে হামলা বন্ধ করে গাজায় মানবিক সহায়তা নিশ্চিত করার দাবি জানান। এতে সমাবেশে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তৃতা শেষে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়া হয় এবং গাজা ও ফিলিস্তিনের স্বাধীনতা কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স