ঢাকা , বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি

কলাবাগানের জয়, জেসিয়ার সেঞ্চুরি, সাবেকুনের ৫, ফারজানার ৯৪

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৪ ০৮:০৬:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৪ ০৮:০৬:২৭ অপরাহ্ন
কলাবাগানের জয়, জেসিয়ার সেঞ্চুরি, সাবেকুনের ৫, ফারজানার ৯৪ কলাবাগানের জয়, জেসিয়ার সেঞ্চুরি, সাবেকুনের ৫, ফারজানার ৯৪
স্পোর্টস ডেস্ক
নতুন মৌসুমে জেসিয়া আক্তার ফিরলেন সেই আগের রূপেইগত আসরে অসাধারণ পারফর্ম করা ব্যাটার এবারও জ¦লে উঠলেন প্রথম ম্যাচেইমোহামেডান স্পোর্টিং ক্লাবের ভারতীয় ওপেনার উপহার দিলেন ঝড়ো এক সেঞ্চুরিপরে সাবেকুন নাহারের দুর্দান্ত বাঁহাতি স্পিনে বড় জয়ে তারা লিগ শুরু করল বড় জয়েঢাকা প্রিমিয়ার ডিভিশন উইমেনস ক্রিকেট লিগের উদ্বোধনী দিনে সেঞ্চুরির সম্ভাবনা জাগান ফারজানা হকওশেষ পর্যন্ত তিন অঙ্ক ছুঁতে না পারলেও ৯৪ রানের অপরাজিত ইনিংসে রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদকে জেতান অভিজ্ঞ ওপেনারদিনের আরেক ম্যাচে মেহেরুন নেসার বাঁহাতি স্পিনে অনায়াস জয় পায় কলাবাগান ক্রীড়া চক্র
জেসিয়ার সেঞ্চুরি, সাবেকুনের ৫ উইকেট
বিকেএসপির ১ নম্বর মাঠে জাবিদ আহসান ক্রিকেট ক্লাবকে ২৫৪ রানে হারায় মোহামেডান৩০৫ রানের পুঁজি নিয়ে প্রতিপক্ষকে ৫১ রানে গুটিয়ে দেয় গতবারের রানার্স-আপরাগত লিগে মোহামেডানের হয়ে দুটি বিধ্বংসী সেঞ্চুরি করা জেসিয়া এবার প্রথম ম্যাচে খেলেন ৬৯ বলে ১০২ রানের ইনিংস১৬ চারের সঙ্গে ৩ ছক্কায় ম্যাচ সেরার পুরস্কার জেতেন কাশ্মীরের ৩৫ বছর বয়সী ক্রিকেটারজাতীয় দলের বাঁহাতি ওপেনার মুর্শিদা খাতুনের সঙ্গে উদ্বোধনী জুটিতে ১৪০ রান যোগ করেন জেসিয়া৪৫ বলে ৩৭ রান করে ফেরেন মুর্শিদাতিন নম্বরে নেমে ৪৬ বলে ৩১ রানের ইনিংস খেলেন আন্তর্জাতিক মঞ্চে এখনও নিজের সামর্থ্য প্রমাণের অপেক্ষায় থাকা সোবহানা মোস্তারিঅনেক দিন ধরে জাতীয় দলের বাইরে থাকা অভিজ্ঞ রোমানা আহমেদের ব্যাট থেকে আসে ৪১ রানপরে সাবেকুনের বাঁহাতি স্পিনের সামনে দাঁড়াতেই পারেনি জাবিদ আহসান ক্রিকেট ক্লাব৩ ওভারে মাত্র ৪ রান খরচায় ৫ উইকেট নেন সাবেকুনজাতীয় দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন ১৪ রানে নেন ২ উইকেট
ফারজানার অপরাজিত ৯৪, লতার ৫৯
গত ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে সেঞ্চুরির পর থেকে ঠিক আপন চেহারায় ছিলেন না ফারজানা হকছন্দে ফেরার অভিযানে লিগের প্রথম ম্যাচেই তিনি খেললেন ৯৪ রানের ইনিংসজাতীয় দলে জায়গা ফিরে পাওয়ার লড়াইয়ে থাকা লতা মন্ডল করলেন ৫৯ রানদুজনের অপরাজিত ফিফটিতে বিকেএসপির ৩ নম্বর মাঠে বাংলাদেশ আনসার ও ভিডিপিকে ৮ উইকেটে হারায় রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ২১২ রানের লক্ষ্য ২১ বল আগেই ছুঁয়ে ফেলে লিগের বর্তমান চ্যাম্পিয়নরাটস জিতে ব্যাটিংয়ে নেমে ৭৭ রানে ৫ উইকেট হারানো আনসার ও ভিডিপির ইনিংস এগিয়ে নেন সুলতানা খাতুনজাতীয় দলের অফ স্পিনার ব্যাট হাতে নিজের সামর্থ্য দেখিয়ে সাত নম্বরে নেমে ৮৮ বলে অপরাজিত ৭৬ রানতার লড়িয়ে ব্যাটিংয়ে দুইশ ছাড়াতে পারে দলহতাশ করেন শারমিন আক্তার (০), ফাহিমা খাতুন (৩), রিতু মনিরা (৪)তরুণ পেসার পূজা চক্রবর্তী নেন ৩ উইকেটজাতীয় দলের লেগ স্পিনার রাবেয়া খাতুনের শিকার ২টিঅস্ট্রেলিয়ান ক্রিকেটে খেলে প্রায় ৬ বছর পর দেশের ক্রিকেটে ফেরা অফ স্পিনার জান্নাতুল ফেরদৌস সুমনা ৭ ওভারে ৩৫ রান খরচায় উইকেটশূন্য থাকেনরান তাড়ায় তৃতীয় উইকেটে ১১৮ রানের জুটি গড়েন ফারজানা ও লতাপেশির টানে ৩৭তম ওভারে মাঠ ছেড়ে যান ৮৫ বলের ইনিংসে ৬টি চার মারা লতাএরপর বাকি কাজ শেষ করেন ফারজানা ও নিগার সুলতানা৬ চার ও ১ ছক্কায় ১২৩ বলে ৯৪ রানের ইনিংসটি সাজান ফারজানা২টি করে চার-ছক্কায় ৩৭ বলে ৩৬ রানের ইনিংস খেলেন নিগারম্যাচ সেরার পুরস্কার জেতেন ফারজানা
মেহেরুনের অলরাউন্ড নৈপুণ্যে কলাবাগানের জয়
ফাতেমা তুজ জোহরার ফিফটির পর আর কেউ তেমন কিছু করতে পারলেন নাদশ নম্বরে নেমে কলাবাগান ক্রীড়া চক্রকে দুইশর কাছাকাছি নিয়ে গেলেন মেহেরুন নেসাপরে বাঁহাতি স্পিনে সিটি ক্লাবকে আটকে রেখে তিনি দারুণ জয় এনে দিলেন দলকেবিকেএসপির চার নম্বর মাঠে কলাবাগানের জয় ৬৫ রানে১৮৯ রানের লক্ষ্যে ১২৩ রানে গুটিয়ে যায় সিটি ক্লাবব্যাটিংয়ে ২৭ বলে ২৫ রান করা মেহেরুন পরে বল হাতে নেন ৩১ রানে ৪ উইকেটম্যাচ সেরার পুরস্কারও ওঠে অনূর্ধ্ব-১৯ দলের এই বাঁহাতি স্পিনারের হাতেটস হেরে ব্যাটিংয়ে নামা কলাবাগানকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার ফাতেমা ও বিথি পারভিনদুজন মিলে গড়েন ৬৪ রানের জুটি৩১ রান করে ফেরেন বিথিফাতেমা খেলেন ৭০ বলে ৫২ রানের ইনিংসপরে আর কেউই ত্রিশ ছুঁতে পারেননিবাঁহাতি স্পিনার ফেরদৌসি নেন ৩০ রানে ৪ উইকেটমিষ্টি রানির শিকার ৩টিপরে রান তাড়ায় সিটি ক্লাবের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেন ওপেনার মিষ্টি রানিমিশু খানের ব্যাট থেকে আসে ৩২ রানআর কেউই তেমন কিছু করতে পারেননি

 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ