ঢাকা , শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫ , ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পরিবর্তন আসছে সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনায় সবাইকে ছাতার নিচে আনতে ভিত গড়ছে ঐকমত্য কমিশন জুনে ৩২৪টি রাজনৈতিক মিথ্যা তথ্য শনাক্ত : সিজিএস অন্তর্বর্তী সরকারের বিদায়ের সময় এসেছে-দেবপ্রিয় ভট্টাচার্য গাজীপুরে আসন বাড়ছে কমছে বাগেরহাটে : ইসি ৩৯টি সংসদীয় আসনে আসছে পরিবর্তন : ইসি স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে ১৫ সদস্যের কমিটি শান্তি মিশনে মানের দিক থেকে শীর্ষস্থানে বাংলাদেশ সেনাবাহিনী-মার্কিন রাষ্ট্রদূত রাশিয়ায় ভূমিকম্পের পর আঘাত হেনেছে সুনামি কুড়িগ্রামের উলিপুরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যায় ৮ আসামির মৃত্যুদণ্ড জুলাইয়ের আহত-নিহতদের তালিকায় অসঙ্গতি পাওয়া গেছে-মুক্তিযোদ্ধা উপদেষ্টা সবুজায়ন স্বপ্নে খরা ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৬ সড়কে আলু ফেলে নওগাঁর কৃষকদের মানববন্ধন রাজধানীতে মাসে ২০টিরও বেশি হত্যা ও ৫টি ডাকাতি হচ্ছে রিয়াদের বাসা থেকে আড়াই কোটির চেক-এফডিআর নথি উদ্ধার এনসিপির সমাবেশে হামলায় আরেক মামলা আসামি সাড়ে ৫ হাজার তাবলীগ জামাতের দুই পক্ষের বিবাদ মেটাতে হচ্ছে কমিটি : ধর্ম উপদেষ্টা ভয়াবহতার মূলে এডিস মশার অস্বাভাবিক প্রজনন

বিরান পাহাড়ে আবার সবুজের সমারোহ

  • আপলোড সময় : ২৮-০৪-২০২৫ ০৭:২৯:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৪-২০২৫ ০৭:২৯:৪২ অপরাহ্ন
বিরান পাহাড়ে আবার সবুজের সমারোহ
ফটিকছড়ি ও হাটহাজারী থেকে ফিরে 
বদলে গেছে পাহাড়ের দৃশ্যপট। গাছগাছালি বন জঙ্গলবিহীন পাহাড় আবার গাছগাছালিতে ভরে উঠেছে। পাখির কিচিরমিচির শব্দ আর চোখ জুড়ানো সবুজ পাহাড়ে ফিরে এসেছে প্রাণ। অথচ কয়েক বছর আগেও যেসব পাহাড় ছিল গাছগাছালিবিহীন। বন্যপ্রাণীবিহীন এসব পাহাড়ে গাছগাছালির অভাবে নানা প্রজাতির পাখির বিচরণ চোখে পড়েনি বছরের পর বছর। হারিয়ে যেতে বসেছিল বিরল প্রজাতির বন্যপ্রাণীসহ বুনো পাখি। অথচ মাত্র কয়েক বছরে এ চিত্র পাল্টে দিয়েছে বন বিভাগের টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্প ।
সরেজমিনে চট্টগ্রাম জেলার পাহাড়ি এলাকা ফটিকছড়ি ও হাটহাজারীর বনাঞ্চল ঘুরে এমন চিত্র লক্ষ্য করা গেছে। গত শনিবার দিনব্যাপী ফটিকছড়ির হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্য ও হাটহাজারীর শোভনছড়ি ঘুরে বন ও বন্যপ্রাণী রক্ষায় সুফল প্রকল্পের বাস্তবায়িত নানামুখী কর্মকাণ্ড লক্ষ্য করা গেছে। চট্টগ্রাম শহর থেকে ৪৫ কিলোমিটার উত্তরে রামগড়-সীতাকুণ্ড বনাঞ্চল। এ বনাঞ্চলের মধ্যেই রয়েছে বিচিত্র সব বন্যপ্রাণীর অভয়ারণ্য হাজারীখিল, যেখানে দেখা মিলেছে ১২৩ প্রজাতির পাখি। রঙ-বেরঙের এসব পাখির মধ্যে রয়েছে বিপন্ন প্রায় কাঠময়ূর ও মথুরা। আছে কাউ ধনেশ ও হুতুম পেঁচাও।
অপরদিকে সংরক্ষিত বনাঞ্চল এলাকায় কথা হয় স্থানীয় হাজারিখিল দাড়িটা মহাজন পাড়ার বাসিন্দা আশীষ কুমার নাথ (৪২)-এর সাথে। পেশায় মোদী এবং খাবারের ব্যবসা করেন। আশীষ কুমার নাথ জানিয়েছেন, তিনি সুফল প্রজেক্টের বেলতলী বিসিএস সমিতির মাধ্যমে ৭৫ হাজার টাকা বিনা সুদে ঋণ নিয়ে এখন স্বাবলম্বী। ? আগে বননির্ভর জীবন ছিল। বনের কাঠ সংগ্রহ বন্যপ্রাণী শিকার এসব ছিল স্বাভাবিক। সুফল প্রজেক্টের মাধ্যমে এনজিওর একটি সেমিনার থেকে তিনি জানতে পারেন পরিবেশের ভারসাম্য রক্ষায় বন্যপ্রাণী সংরক্ষণ এবং প্রাকৃতিক সম্পদ বন রক্ষার জন্য গাছ কেটে নেয়া একটি বড় ধরনের অপরাধ। এরপর থেকে তিনি ব্যবসায় নেমে পড়েন এবং এলাকার মানুষকে সচেতন করার জন্য কাজ করে যাচ্ছেন। প্রাকৃতিক সম্পদ বন রক্ষায় তিনি এখন নিজেই অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করছেন ব্যবসার ফাঁকে ফাঁকে।
স্থানীয় আরো অনেকের সাথে কথা হয়, তারা জানিয়েছেন নতুনভাবে বন্যপ্রাণী ও বনাঞ্চল রক্ষায় বন বিভাগের লোকজনের সাথে তারাও এখন কাঠ পাচারকারীদের হাত থেকে বন রক্ষায় কাজ করে যাচ্ছেন।
কথা হয় হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ অফিসার সিকদার আতিকুর রহমানের সাথে। আতিকুর রহমান জানিয়েছেন, হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্য দেশের বন্যজীব বৈচিত্র্য সংরক্ষণের এক বিরল পাহাড়ি অঞ্চল। এখানেই মায়া হরিণ, হাতি, মেছো বাঘ, হনুমান, বানর, লজ্জাবতী বানর, বনরুই কিং কোবরা, অজগরসহ অসংখ্য ভয়ঙ্কর বন্যপ্রাণীর বসবাস। বাংলাদেশের একমাত্র এই বনেই ‘বন রুই’ দেখা মেলে। এছাড়া মাছরাঙ্গা, সারস, পাখি নানা প্রজাতির বক, বালিহাঁসসহ বিরল প্রজাতির পাখির বিচরণ ক্ষেত্র এই বন।
তিনি বলেন, ২০১৯-২০ সালে সুফল প্রকল্পের আওতায় বনের বিভিন্ন অংশ অনেক খালি জায়গায় নতুন করে গাছ রোপণ করা হয়। সেসব গাছ এখন অনেক বড় হয়েছে গাছগাছালিতে বন আরো সমৃদ্ধ হয়ে গেছে। তবে তিনি আরেকটা খোভ প্রকাশ করে বলেন, এত বড় বন রক্ষায় লোকবল মাত্র পাঁচ জন। লোকবল সংকটের কারণে অনেক সময় কাঠ পাচারকারী বন দস্যদের প্রতিহত করা যায় না।
এ কারণে বন রক্ষা করতে হলে আরো লোকবল নিয়োগ করতে হবে। তা না হলে বন রক্ষায় সংকটেই পরতে হবে। তবে তিনি অনেকটা আশান্বিত হয়ে বলেন, সুফল প্রকল্পের আওতায় ৪৬০ জন স্থানীয় বননির্ভর মানুষকে স্বাবলম্বী করা হচ্ছে। বনাঞ্চল এলাকার বাসিন্দা এসব মানুষ এখন বন রক্ষার জন্য আমাদের সহযোগিতা করে যাচ্ছেন। কিছুটা হলেও স্থানীয় মানুষের মাঝে সচেতনতা লক্ষ্য করা যাচ্ছে ফলে বনদস্যুরা নিরুৎসাহিত হচ্ছে।
এখানে কথা হয় সুজানগর চা বাগানের শ্রমিক রুপম কুমার ক্রমি (৪৩) এর সাথে। তিনি বলেন, সামাজিক বনায়নে ন্যাড়া পাহাড়গুলো গাছগাছালিতে ভরে উঠেছে। তবে তিনি বলেন, এই এলাকা আধুনিক সুযোগ-সুবিধা বঞ্চিত এ কারণে যানবাহনের সংকট থাকায় বন্যপ্রাণী অভয়শ্রমে দেশের বিভিন্ন এলাকার মানুষজন আসতে পারে না। এ কারণে রাজস্ব বঞ্চিত হচ্ছে ফলে বন বিভাগ এবং স্থানীয় ব্যবসায়ীরাও ব্যবসা প্রতিষ্ঠান দিতে পারছে না।
তিনি বলেন, বন বিভাগের সুফল প্রকল্প না এলে বনের অনেক জমি বেহাত হয়ে যেত, গাছগাছালিবিহীন পাহাড়গুলো এখন গাছে ভরে গেছে। পাহাড়ে গাছ রোপনণ করা না থাকলে সেসব পাহাড় দখল করে মানুষ ঘরবাড়ি বসাতো এতে পরিবেশ নষ্ট হয়ে যেত।
সরেজমিনে চট্টগ্রাম উত্তর বিভাগের হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, সুফল প্রকল্পের  আওতায় প্রথম ব্যাচে নার্সারি করে গাছের চারা রোপণ করা হয়েছিল। এসব কাজ বন বিভাগে মনিটরিংয়ে রোপণ করা হয়েছে। পরিচর্যা করা হয়েছে। এ কারণে গাছগুলো দ্রুত বড় হয়ে গেছে। সুফল প্রকল্পের কমিউনিটি ডেভেলপমেন্টের অধীনে স্থানীয় স্কুল, মসজিদে গভীর নলকূপ বসিয়ে দেয়া হয়েছে। বনাঞ্চল এলাকার স্কুলে সহযোগিতা করা হয়েছে। তিনি বলেন, জীবন বাজি রেখে বনাঞ্চলে কর্মরত বিট অফিসের স্টাফরা কাঠ পাচারকারী দস্যদের আটক করে। অথচ বন স্টাফদের ঝুঁকি ভাতা নেই।
এবিষয়ে চট্টগ্রাম উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক জয়নাল আবেদীন জানিয়েছেন, বনাঞ্চল রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হলে  আশপাশের ইটভাটা বন্ধ করতে হবে। কিছু এলাকায় বনের কাঠ পাচার হয়ে চলে যায় ইটভাটায়। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ না নিতে পারলে বনাঞ্চল উজাড় হয়ে যাবে। পরিবেশ নষ্ট হয়ে যাবে। বন বিভাগের কর্মকর্তা ও  স্টাফরা এবিষয়ে জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন। তিনি আরো বলেন, সুফল প্রকল্প পাহাড়ের বনাঞ্চল সমৃদ্ধ করেছে। এই বনাঞ্চল রক্ষা করতে হলে পরিবেশ অধিদফতরসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো কঠোর হতে হবে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স