ঢাকা , শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫ , ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পরিবর্তন আসছে সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনায় সবাইকে ছাতার নিচে আনতে ভিত গড়ছে ঐকমত্য কমিশন জুনে ৩২৪টি রাজনৈতিক মিথ্যা তথ্য শনাক্ত : সিজিএস অন্তর্বর্তী সরকারের বিদায়ের সময় এসেছে-দেবপ্রিয় ভট্টাচার্য গাজীপুরে আসন বাড়ছে কমছে বাগেরহাটে : ইসি ৩৯টি সংসদীয় আসনে আসছে পরিবর্তন : ইসি স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে ১৫ সদস্যের কমিটি শান্তি মিশনে মানের দিক থেকে শীর্ষস্থানে বাংলাদেশ সেনাবাহিনী-মার্কিন রাষ্ট্রদূত রাশিয়ায় ভূমিকম্পের পর আঘাত হেনেছে সুনামি কুড়িগ্রামের উলিপুরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যায় ৮ আসামির মৃত্যুদণ্ড জুলাইয়ের আহত-নিহতদের তালিকায় অসঙ্গতি পাওয়া গেছে-মুক্তিযোদ্ধা উপদেষ্টা সবুজায়ন স্বপ্নে খরা ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৬ সড়কে আলু ফেলে নওগাঁর কৃষকদের মানববন্ধন রাজধানীতে মাসে ২০টিরও বেশি হত্যা ও ৫টি ডাকাতি হচ্ছে রিয়াদের বাসা থেকে আড়াই কোটির চেক-এফডিআর নথি উদ্ধার এনসিপির সমাবেশে হামলায় আরেক মামলা আসামি সাড়ে ৫ হাজার তাবলীগ জামাতের দুই পক্ষের বিবাদ মেটাতে হচ্ছে কমিটি : ধর্ম উপদেষ্টা ভয়াবহতার মূলে এডিস মশার অস্বাভাবিক প্রজনন

কলাপাড়ায় চোরকে পুলিশে দিয়ে বিপাকে গ্রামবাসী

  • আপলোড সময় : ২৮-০৪-২০২৫ ০৯:৩৫:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৪-২০২৫ ০৯:৩৫:৩৯ অপরাহ্ন
কলাপাড়ায় চোরকে পুলিশে দিয়ে বিপাকে গ্রামবাসী
কলাপাড়া প্রতিনিধি
কলাপাড়ায় ঘটছে একের পর এক চুরির ঘটনা। চোরদের ধরে পুলিশে সোপর্দ করে বিপাকে পড়েছে গ্রামবাসী। চোরের পক্ষ নিয়ে সার্থান্বেষী একটি মহল মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের মাধ্যমে স্থনীয়দের হয়রানি ও ফাঁসানোর চেষ্টা করছে। এমনটাই অভিযোগ করেছেন কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের হাসনাপাড়া আবাসনের বাসিন্দারা। চোরের উপযুক্ত শাস্তিসহ চুরি রোধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ভুক্তভোগীরা। গত শনিবার শেষ বিকেলে স্থানীয় ১৩ নম্বর আবাসনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, লালুয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি গ্রাম ডা. আলমগীর হোসেন, বিএনপি ৭নং ওয়ার্ড সভাপতি মো. ইজুল হাওলাদার, ১৩নং আবাসন প্যাকেজের সাধারণ সম্পাদক সুমন গাজী, আলেয়া ও শিলা বেগমসহ আরো অনেকে। এসময় স্থানীয় শতাধিক নারী ও পুরুষসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, স্থানীয় মিঠু, তছলিম, হাবিব, মুছা, নাইম চিহ্নিত চোর চক্রের সাথে জড়িত। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে তারা দলীয় সাইনবোর্ড ব্যবহার করে ইউনিয়নের বিভিন্ন জায়গায় চুরিসহ বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িত ছিল। মসজিদের মাইক, ব্যটারি, টিউবওয়েলের হ্যান্ডেল, ট্রলারের গ্রাফি, দড়ি, স্থানীয় দোকানদার মাহাবুলের নগদ ৪২ হাজার টাকাও মালামাল, মস্তফা তালুকদারের অটোগাড়ির দুইটি ব্যটারি, নিজাম তালুকদারের দুইটি ব্যটারি, খলিল হাওলাদারের ট্রলারের ৪টি সিট চুরি করে নিয়ে যায়। তবে চুরি হয়ে যাওয়া মালামাল অবৈধ ভাঙারি ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হয় বলে এমন অভিযোগ রয়েছে। সেসময়ে চুরি যাওয়া মালামালসহ একাধিকবার তাদের হাতেনাতে ধরা হয়। কিন্তু দলীয় ক্ষমতার অপব্যবহারের কারণে আইনের আওতায় আনতে ব্যর্থ হন এলাকাবাসী। গত রোববার সন্ধ্যায় এসকল চোরদের ধরে থানায় সোপর্দ করা হয়। চুরি যাওয়া মালামাল উদ্বার করে চোরদের জেল হাজতে প্রেরণ করেন থানা পুলিশ। তবে, তাদের ধরিয়ে দেয়ায় এখন বিপাকে পরছেন স্থানীয়রা। চোরদের বাঁচাতে ও স্থানীয়দের ফাঁসানোর জন্য বিভিন্ন ধরনের মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করছে একটি পক্ষ। এতে আতঙ্কে রয়েছেন ওই আবাসনের বাসিন্দারা। বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি ও চুরি রোধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মুসা গাজী, সোহাগ গাজী, সোহেল তালুকদার, ৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি ফরিদ বিশ্বাস, মহাসিন মৃধা, রিগালসহ স্থানীয় গ্রামবাসীরা।
কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম বলেন, স্থানীয়রা দুইজন চোরকে ধরিয়ে দেয়। পরে তাদের স্বীকারোক্তির মাধ্যমে অপর দুই চোর ও চুরি যাওয়া মালামাল উদ্বার করা হয়েছে বলে তিনি জানান।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য