ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ , ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
এস এইচ কে এস সি শিক্ষার্থীদের ‘হ্যাপি ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত করদাতার ওপর অস্বাভাবিক চাপ সৃষ্টির শঙ্কা নারায়ণগঞ্জে গুলি করে কুপিয়ে ছিনতাই ভিডিও ভাইরাল গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো পথ নেই- দুদু কানাডা প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম চালু অর্থনীতিতে অশনি সংকেত শত শত কারখানা বন্ধ এপিবিএন অধিনায়কের প্রত্যাহারচাওয়া নিয়ে তোলপাড় নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলা কার্কি শাহজাহানপুরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ২ গণপরিবহনে সংরক্ষিত হচ্ছে না যাত্রীদের অধিকার জাবি শিক্ষক জান্নাতুল ফেরদৌসের দাফন সম্পন্ন জাকসুর ফল প্রকাশে বিলম্ব ক্ষোভ বাড়ছে শিক্ষার্থীদের ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই নির্বাচন হবে-প্রেস সচিব বিচারপতি ড. আখতারুজ্জামানের পদত্যাগ গ্রহণ করেছেন রাষ্ট্রপতি সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি তিনজন কারাগারে সরকারি মাধ্যমিক শিক্ষকদের প্রবেশ পদ ৯ম গ্রেডে উন্নীতকরণের দাবি রোড বেল্ট ইনিশিয়েটিভ এক্সিবিশনে যৌথ সক্ষমতা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে-বাণিজ্য উপদেষ্টা স্বস্তি নেই সবজির দামে নিত্যপণ্যের দাম চড়া রাজনীতিতে নতুন সমীকরণ বিশ্বকাপের টিকেট না পাওয়ায় বরখাস্ত হলো ভেনেজুয়েলা ও পেরুর কোচ

বিজয়নগরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

  • আপলোড সময় : ২৯-০৪-২০২৫ ১১:৫৬:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৪-২০২৫ ১১:৫৭:০১ পূর্বাহ্ন
বিজয়নগরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের খাদরাইল গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন এবং প্রায় ৩০টি ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে। উক্ত ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো রুবেল মিয়া (৩৮), শাকিল মিয়া (২২), মধু মিয়া (৩৫) ও হাবিবুর রহমান (৪২)। স্থানীয় সূত্রে জানা যায়, এক পক্ষের নেতৃত্ব দেন জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক শফিক রায়হান শ্রাবণ, অপর পক্ষের নেতৃত্বে ছিলেন উপজেলা যুবদলের সাবেক বহিষ্কৃত সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোখলেছুর রহমান লিটন। সংঘর্ষের সূত্রপাত হয় গত রোববার রাত থেকে, যা গতকাল সোমবার সকাল ১০টা থেকে আবারও শুরু হয়ে বেলা ১২টা পর্যন্ত চলে। দুই পক্ষের মধ্যে সংঘর্ষে লাঠিসোঁটা, দেশীয় অস্ত্রসহ হামলার ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাধনা ত্রিপুরা, বাংলাদেশ আর্মির (৩৩বি) ক্যাপ্টেন ইমরন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক সহ বিজয়নগর থানা পুলিশ, আর্মির টহল টিম ও জেলা গোয়েন্দা সংস্থা ডিবি সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে কাজ করেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম। তিনি বলেন, খাদুরাইল গ্রামে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। দাঙ্গার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে আর্মির টহল টিম, পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, পরিস্থিতি শান্ত রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। সংঘর্ষের কারণ নির্ণয় ও দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন তিনি

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স