ঢাকা , বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ , ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পরিবর্তন আসছে সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনায় সবাইকে ছাতার নিচে আনতে ভিত গড়ছে ঐকমত্য কমিশন জুনে ৩২৪টি রাজনৈতিক মিথ্যা তথ্য শনাক্ত : সিজিএস অন্তর্বর্তী সরকারের বিদায়ের সময় এসেছে-দেবপ্রিয় ভট্টাচার্য গাজীপুরে আসন বাড়ছে কমছে বাগেরহাটে : ইসি ৩৯টি সংসদীয় আসনে আসছে পরিবর্তন : ইসি স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে ১৫ সদস্যের কমিটি শান্তি মিশনে মানের দিক থেকে শীর্ষস্থানে বাংলাদেশ সেনাবাহিনী-মার্কিন রাষ্ট্রদূত রাশিয়ায় ভূমিকম্পের পর আঘাত হেনেছে সুনামি কুড়িগ্রামের উলিপুরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যায় ৮ আসামির মৃত্যুদণ্ড জুলাইয়ের আহত-নিহতদের তালিকায় অসঙ্গতি পাওয়া গেছে-মুক্তিযোদ্ধা উপদেষ্টা সবুজায়ন স্বপ্নে খরা ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৬ সড়কে আলু ফেলে নওগাঁর কৃষকদের মানববন্ধন রাজধানীতে মাসে ২০টিরও বেশি হত্যা ও ৫টি ডাকাতি হচ্ছে রিয়াদের বাসা থেকে আড়াই কোটির চেক-এফডিআর নথি উদ্ধার এনসিপির সমাবেশে হামলায় আরেক মামলা আসামি সাড়ে ৫ হাজার তাবলীগ জামাতের দুই পক্ষের বিবাদ মেটাতে হচ্ছে কমিটি : ধর্ম উপদেষ্টা ভয়াবহতার মূলে এডিস মশার অস্বাভাবিক প্রজনন

ঋতুপর্ণার নতুন সিনেমার পোস্টার নিয়ে চলছে বিতর্ক

  • আপলোড সময় : ২৯-০৪-২০২৫ ০৭:৪৬:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৪-২০২৫ ০৭:৪৬:৩৯ অপরাহ্ন
ঋতুপর্ণার নতুন সিনেমার পোস্টার নিয়ে চলছে বিতর্ক
ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত ‘ম্যাডাম সেনগুপ্ত’ শিগগির মুক্তি পেতে যাচ্ছে। এ সিনেমা পোস্টার প্রকাশ্যে এসেছে। এরপরই শুরু হয়েছে পোস্টারটি নিয়ে তুমুল বিতর্ক। ‘ম্যাডাম সেনগুপ্ত’ সিনেমাটির গল্প গড়ে উঠেছে সুকুমার রায়ের আবোল তাবোল হত্যা রহস্যকে কেন্দ্র করে। সে কারণেই প্রকাশ করা এ সিনেমার পোস্টার জুড়ে রয়েছে সুকুমার রায়ের আবোল তাবোল বইটির বিভিন্ন ছবি। হুঁকোমুখো হ্যাংলা থেকে প্যাঁচা প্যাঁচানি, বাবুরাম সাপুড়ে- সব ছবি পোস্টারে স্থান দেওয়া হয়েছে। আর এর মাঝে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত ও রাহুল বসু। এ নিয়ে এখন আলোচনা-সমালোচনা জমে উঠেছে। ‘আবোল তাবোল’ বইটির যেসব ছবি পোস্টারে ব্যবহৃত হয়েছে সেগুলো সবই শিল্পী বিমল দাসের আঁকা সুকুমার রায়ের বইয়ের জন্য। কিন্তু পোস্টারে সেটার বা শিল্পীর কারও কৃতজ্ঞতা জানানো হয়নি ম্যাডাম সেনগুপ্ত সিনেমাটির নির্মাতাদের পক্ষ থেকে। সে কারণেই এ নিয়েই বিতর্ক শুরু হয়েছে। সিনেমাটির পোস্টার শেয়ার করে কলকাতার জনপ্রিয় চিত্রশিল্পী দেবাশিস দেব ক্ষোভ প্রকাশ করেন। কেন বিমল দাসের নাম নেই সেটা নিয়ে প্রশ্ন তোলেন, শুধু তাই নয় ‘ম্যাডাম সেনগুপ্ত’ সিনেমার নির্মাতাকে এ ভুল শুধরে নিতেও অনুরোধ জানান। সোশ্যাল মিডিয়ায় দেবাশিস দেব আরও লেখেন, ‘এ সিনেমার পোস্টার প্রয়াত শ্রী বিমল দাসের আঁকা সব ছবি ব্যবহার করেছে যা তিনি আবোল তাবোলের একটি এডিশনের জন্য করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এ সিনেমার প্রচারণা বিভাগ সেই প্রাপ্য ক্রেডিট দিতে ভুলে গেছেন।’ ‘ম্যাডাম সেনগুপ্ত’ সিনেমাটির পরিচালনা করেছেন সায়ন্তন ঘোষাল। আসছে ৪ জুলাই সিনেমাটি মুক্তি পাব্।ে এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, রাহুল বসু।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স