ঢাকা , বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি

চাঁদা না দিলে ক্রসফায়ারের হুমকির অভিযোগে ওসির বিরুদ্ধে মামলা

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৪ ০১:৩৭:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৪ ০১:৩৭:২১ অপরাহ্ন
চাঁদা না দিলে ক্রসফায়ারের হুমকির অভিযোগে ওসির বিরুদ্ধে মামলা চাঁদা না দিলে ক্রসফায়ারের হুমকির অভিযোগে ওসির বিরুদ্ধে মামলা
যশোর প্রতিনিধি
যশোরের কেশবপুরে মৎস্য ঘের ব্যবসায়ীকে থানায় ডেকে ক্রসফায়ারের হুমকি দিয়ে ওসির বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ উঠেছেএ ঘটনায় কেশবপুর থানার ওসি জহির উদ্দিনসহ তিনজনকে আসামি করে মামলা করেছেন জাহাঙ্গীর আলমের নামের ওই ব্যবসায়ীওসি জহির উদ্দিন ছাড়াও এ মামলার বাকি দুই আসামি হলেন সদ্য নির্বাচিত কেশবপুর উপজেলা চেয়ারম্যান মফিজুর রহমান ও স্থানীয় মৎস্য ঘের ব্যবসায়ী সেলিমুজ্জামান ওরফে আসাদবুধবার যশোর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন তিনিবিচারক সালমান আহমেদ শুভ অভিযোগ আমলে নিয়ে পুলিশ পরিদর্শক পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেনমামলার আবেদন সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর আলম একজন ঘের ব্যবসায়ীতিনি ২০২৪ সালের ২১ জানুয়ারি মধ্যকুল মৌজায় ২১৪ জন মালিকের কাছ থেকে ৪৫০ বিঘা জমি ১ কোটি ৮০ লাখ টাকা চুক্তিতে পাঁচ বছরের জন্য ইজারা নেনবর্তমানে তিনি সেখানে মাছ চাষ করে আসছেনওই জমির পাশেই উপজেলা চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ ১০০ জন কৃষকের কাছ থেকে তাদের জমি লিজ নিয়ে ঘের করার জন্য চুক্তি করেনগত ফেব্রুয়ারি মাস থেকে চেয়ারম্যান মফিজ ও আসাদ বাদী জাহাঙ্গীরের লিজ নেওয়া জমি তাদের কাছে হস্তান্তরের জন্য হুমকি-ধামকি দিয়ে আসছেনবিষয়টি নিয়ে ভুক্তভোগী জাহাঙ্গীর আলম কেশবপুর থানায় জিডি করতে গেলেও থানা তা গ্রহণ করেনিসর্বশেষ গত পহেলা মে থানার পুলিশ কর্মকর্তা তারিকুল ইসলাম ও আবুল হোসেন জোরপূর্বক জাহাঙ্গীরকে বাড়ি থেকে থানায় ওসির রুমে নিয়ে যানসেখানে গিয়ে দেখেন তিন আসামিই উপস্থিত রয়েছেনএ সময় ওসি জহির উদ্দিন বাদীকে ১৫ দিনের মধ্যে তার লিজের জমি মফিজ ও আসাদকে হস্তান্তর করতে বলেনঅথবা ওসি জহিরকে ৩০ লাখ টাকা চাঁদা দিতে হবেরাজি না হলে বিলের মধ্যে নিয়ে গুলি করে হত্যা করে সেটা ক্রসফায়ার বলে চালিয়ে দেওয়া হবে মর্মে হুমকি দেনএকপর্যায়ে জাহাঙ্গীরকে ধাক্কা মেরে থানা থেকে বের করে দেওয়া হয়মামলা ও অভিযোগের বিষয়ে কেশবপুর থানার ওসি জহির উদ্দিন বলেন, জাহাঙ্গীর নামের ওই ব্যক্তি উপজেলা নির্বাচনের আগে একদিন থানায় এসেছিলেন এটা সত্যতবে তাকে জোর করে আনা হয়নি কিংবা চাঁদা চাওয়ার মতো ঘটনা ঘটেনিআমি বলেছিলাম, এখন সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত, বিষয়টি নিয়ে নির্বাচনের পরে বসবওসি দাবি করেন, বিরোধপূর্ণ ওই মৎস্য ঘেরটি স্থানীয় সাবেক সংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার গ্রুপের নেতা সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মফিজুর রহমান চাষ করেনতবে বর্তমান সংসদ সদস্য খন্দকার আজিজুল ইসলামের লোকজন ঘেরটি দখল করতে জাহাঙ্গীর নামের ওই ব্যক্তিকে দিয়ে এগুলো করাচ্ছেনমামলার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলেও তিনি দাবি করেনকেশবপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ বলেন, আমার সামনে ওসির রুমে চাঁদা দাবি করার কোনো প্রশ্নই ওঠে নাতবে আমার রাজনৈতিক প্রতিপক্ষরা ষড়যন্ত্রমূলক মামলায় আমাকে হয়রানির চেষ্টা করছে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ