ঢাকা , রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫ , ২৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ফরিদপুরের বোয়ালমারীতে পাগলা ঘোড়ার কামড়ে ২০ জন আহত পোরশায় নকল ঔষধ কারখানায় অভিযান ভোটিং প্রক্রিয়া নিয়ে চারটি সচেতনতামূলক সভা করবে ডাকসু নির্বাচন কমিশন নুরুল হক নুরের শারীরিক অবস্থার অবনতি নিয়মিত ছাত্র সংসদ নির্বাচনের দাবি সাবেক তিন ভিপির চাকরির প্রলোভন ও টেলিগ্রাম অ্যাপে বিনিয়োগের নামে প্রতারণা : গ্রেফতার ৩ বাঁকখালী তীরে উচ্ছেদ অভিযানে বাধা রাস্তায় বিক্ষোভ-অবরোধ ৩৭ আসনে পরিবর্তন ঢাকাসহ ৪৬ আসনে প্রভাব অটোরিকশা দিয়ে ছিনতাই ‘নতুন দুশ্চিন্তা’ জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর-আগুন লুটেরাদের হাতে ক্ষমতা না দেওয়ার আহ্বান জামায়াত আমিরের যুক্তরাষ্ট্র থেকে হাতকড়া শেকল পরিয়ে ফেরত পাঠানো হলো ৩০ বাংলাদেশিকে জাতীয় নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ইউরোপীয় ও বৈশ্বয়িক নাগরিক সমাজের উদ্বেগ হাজার কোটি টাকা খরচেও বাড়েনি গ্যাসের মজুদ ওসি-এসআই’র ৬ লাখ টাকা আত্মসাতের অডিও ফাঁস আমরা কি জুলাই আন্দোলনে ললিপপ খাচ্ছিলাম- রিজভী আমরা কি জুলাই আন্দোলনে ললিপপ খাচ্ছিলাম- রিজভী চবির আহত দুই শিক্ষার্থীর চিকিৎসার খোঁজ নিলেন স্বাস্থ্য উপদেষ্টা চবির আহত দুই শিক্ষার্থীর চিকিৎসার খোঁজ নিলেন স্বাস্থ্য উপদেষ্টা

ব্রাজিল যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে আনচেলত্তির

  • আপলোড সময় : ০১-০৫-২০২৫ ১১:৫২:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৫-২০২৫ ১১:৫২:৩৯ অপরাহ্ন
ব্রাজিল যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে আনচেলত্তির
কার্লো আনচেলত্তির সঙ্গে রিয়াল মাদ্রিদের চুক্তি ২০২৬ সালের জুন পর্যন্ত। কিন্তু চলতি মৌসুমে রিয়ালের বাজে পারফরম্যান্সে সান্তিয়াগো বার্নাব্যু ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন আনচেলত্তি, নিজস্ব সূত্রের বরাতে এমন খবর জানিয়েছিল ফুটবল-বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন। আরও জানিয়েছে, আনচেলত্তির পরবর্তী গন্তব্য হতে যাচ্ছে ব্রাজিল। নতুন চুক্তির বিষয়ে মৌখিক আলোচনাও করেছেন ইতালিয়ান মাস্টারমাইন্ড। ইএসপিএনের নতুন খবর, বিদায়ের আগে আর্থিক লেনদেন নিয়ে আনচেলত্তির সঙ্গে সম্পর্ক তিক্ত হয়ে গেছে রিয়ালের। গত মঙ্গলবার সূত্র জানিয়েছে, রিয়াল চায় আনচেলত্তি যেন লা লিগার বাকি অংশে এবং এই গ্রীষ্মের ক্লাব বিশ্বকাপে দলকে কোচিং করান। কিন্তু প্রাথমিক সিদ্ধান্ত অনুসারে আনচেলত্তি ক্লাব বিশ্বকাপের আগেই মাদ্রিদ ছাড়তে ছাচ্ছেন। সূত্র মতে, আগামী জুনে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের ম্যাচ রয়েছে। তার আগেই ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) সঙ্গে নতুন চুক্তি করতে চান তিনি। এদিকে রিয়ালও পাল্টা পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে। ক্লাবের কর্তারা আনচেলত্তির চুক্তির বাকি অর্থ পরিশোধ করতে রাজি নয় বলে জানান। এসপিএনকে সূত্র জানিয়েছে, রিয়ালের সঙ্গে দর কষাকষিতে ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে আনচেলত্তির সম্ভাব্য নিয়োগ অনিশ্চয়তার মুখে পড়েছে। ব্রাজিল ফুটবল ফেডারেশনের প্রতিনিধিরা বর্তমানে মাদ্রিদে রয়েছেন এবং সমাধানে পৌঁছানোর চেষ্টা করছেন। তবে আনচেলত্তিকে মৌখিক চুক্তি পূরণে চাপ দিতে চায় না ব্রাজিল। রিয়াল মাদ্রিদের ইতিহাসে অন্যতম সফল কোচ আনচেলত্তি। দুই দফায় তিনি তিনটি চ্যাম্পিয়নস লিগ ও দুটি লা লিগা শিরোপা জিতেছেন। কিন্তু চলতি মৌসুমটি ক্লাবের জন্য হতাশাজনক। চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে আর্সেনালের কাছে এবং গত শনিবার কোপা দেল রে ফাইনালে বার্সেলোনার কাছে হেরেছে রিয়াল। লা লিগায় পাঁচ ম্যাচ বাকি থাকতে বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে লস ব্লাঙ্কসরা। এদিকে ব্রাজিল গেল মার্চ থেকে কোচহীন। বিশ্বকাপ বাছাইপর্বে প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে লজ্জাজনকভাবে পরাজিত হওয়ার পর দরিভাল জুনিয়রকে বরখাস্ত করেছিল ফেডারেশন। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল বর্তমানে বাছাইপর্বের পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে আছে। ৪ জুন ইকুয়েডর এবং ৯ জুন প্যারাগুয়ের বিপক্ষে খেলবে সেলেসাওরা। যদি ওই সময়ের মধ্যে আনচেলত্তি মাদ্রিদ ছাড়েন, তাহলে রিয়ালকে ক্লাব বিশ্বকাপের আগে নতুন কোচ বা অন্তর্বর্তী কোচ নিয়োগ দিতে হবে। সূত্র আরও জানিয়েছে, আনচেলত্তির সঙ্গে চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে আল হিলাল কোচ জর্জ জেসুসের সঙ্গে আবারো আলোচনা শুরু করবে ব্রাজিল। কেননা আগামী ২৬ মে স্কোয়াড ঘোষণার আগেই একজন কোচ নিয়োগ দিতে হবে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল দলটিকে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স