ভারতের সঙ্গে পেহেলগাম হামলার পর পাকিস্তানের উত্তেজনার সৃষ্টি হয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ হুঁশিয়ারি দিয়েছেন, ভারত পাকিস্তানে হয়ত হামলা চালাতে পারে। তবে ভারত যদি হামলা চালায় তাহলে প্রয়োজনে পারমাণবিক অস্ত্র দিয়ে পাল্টা হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন তিনি। তার এ হুমকির পর পাকিস্তানের পারমাণবিক অস্ত্র নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়েছে। যদি সত্যিই পাকিস্তান এগুলো ব্যবহার করে তাহলে কী হবে এ নিয়ে চলছে আলোচনা। এছাড়া দেশটির পারমাণবিক অস্ত্র কোথায় আছে তা-ও আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে।
২০২৩ সালে ‘ফেডারেশন অব আমেরিকান সায়েন্সেস’ পাক পারমাণবিক অস্ত্র নিয়ে বিস্তারিত কিছু তথ্য জানিয়েছিল। সংস্থাটির প্রতিবেদনে তুলে ধরা হয়েছিল, কোথায় এই অস্ত্রগুলো (সম্ভাব্য) রাখা আছে। তারা আরও বলেছিল, পাকিস্তান বছরে নতুন করে ১৪ থেকে ২৭টি পারমাণবিক অস্ত্র নিজেদের ভাণ্ডারে যুক্ত করার কাজ করছিল। ২০২৩ সাল পর্যন্ত পাকিস্তানের কাছে ১৭০টি পারমাণবিক অস্ত্র ছিল। অপরদিকে একই সময়ে ভারতের কাছে ছিল ১৮০টি অস্ত্র। সংস্থাটি জানিয়েছিল, পাকিস্তান এসব পারমাণবিক অস্ত্র বহনের জন্য তাদের মিরেজ-টু এবং মিরেজ-থ্রি যুদ্ধবিমানের ওপর নির্ভরশীল। আর এই বিমানগুলো দুটি ঘাঁটিতে থাকে। ধারণা করা হয়, এ দুটি ঘাঁটিতে কিছু অস্ত্র মজুদ করা আছে। এরমধ্যে একটি হলো মাশরুর বিমান ঘাঁটি, যা করাচির কাছে অবস্থিত।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

পাকিস্তানের পারমাণবিক অস্ত্র নিয়ে জল্পনা-কল্পনা
- আপলোড সময় : ০১-০৫-২০২৫ ১১:৫৫:৩৫ অপরাহ্ন
- আপডেট সময় : ০১-০৫-২০২৫ ১১:৫৫:৩৫ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ