ঢাকা , মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ , ৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
জোভান-আইশার ‘আবেগ’: পর্দায় বাস্তব জীবনের ছোঁয়া ওয়েব ফিল্মে প্রথমবার সাদিয়া ইসলাম মৌ, ‘গহীন অতল’ নিয়ে নতুন যাত্রা ‘সিরিয়াল কিসার’ ইমরান: ঘনিষ্ঠ দৃশ্যে স্ত্রীর আপত্তি, তবুও মেনে নিয়েছে পরিবার সুস্থ হয়ে বাসায় ফিরলেন লালন শিল্পী ফরিদা পারভীন বিএনপি নেতা শামীম আসার সংবাদ পেয়ে পাথরঘাটা-বামনায় একদিকে উৎসবের আমেজ, অন্যদিকে বইছে হতাশার কালোমেঘ বিকট শব্দের পর আগুন, মুহূর্তেই ঝলসে যায় আমার মুখ নাতনিকে হারিয়ে আহাজারি আমার কলিজারে আজরাইলে নিছে সিএমএইচে মৃত্যুকে আলিঙ্গন করলেন পাইলট শিক্ষক-শিক্ষার্থীদের বর্ণনায় বিভীষিকাময় মুহূর্ত এফ-৭ : কী আছে এই চীনা যুদ্ধবিমানে? বিমানটি ঘনবসতি থেকে জনবিরল এলাকায় নিতে চেয়েছিলেন পাইলট বাংলাদেশকে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত ভারত : মোদি আহতদের চিকিৎসার বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন প্রধান উপদেষ্টা ২০ জনের মৃত্যু আহত দেড় শতাধিক আমতলীতে বিএনপি'র ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন আর্থিক অন্তর্ভুক্তি ও রাজস্ব আহরণে ধস জুলাই আহতরা এখনো হাসপাতালে মানসিকভাবে বিপর্যয়ে ৬৭ শতাংশ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪২৯ ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ শনাক্তে ডিসি-ইউএনও অফিসে টাঙানো হচ্ছে তালিকা তৃতীয় ধাপে এনসিপিসহ ৮২ দলকে চিঠি দিচ্ছে ইসি

টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

  • আপলোড সময় : ০২-০৫-২০২৫ ০৭:২৮:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৫-২০২৫ ০৭:২৮:৩১ অপরাহ্ন
টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ
টঙ্গী প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে সোয়া এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিজন্স ড্রেসেস লিমিটেডের শ্রমিকেরা। গতকাল বুধবার সকাল ১০টা থেকে সোয়া ১১টা পর্যন্ত শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এশিয়া পাম্প বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। টঙ্গী পশ্চিম থানার ওসি হাবিব ইস্কান্দার বিষয়টি নিশ্চিত করেছেন। বিক্ষোভকারী শ্রমিকরা জানান, গতকাল বুধবার সকালে ওই কারখানার শ্রমিকরা কাজে যোগদান করেন। সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকরা কারখানা কর্তৃপক্ষের কাছে তাদের মার্চ মাসের বকেয়া বেতনের দাবি জানান। কর্তৃপক্ষ তাদের দাবির বিষয়ে কোনো সুরাহা না দেওয়ায় শ্রমিকরা সকাল ১০টার দিকে মহাসড়কের এশিয়া পাম্প বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশের যানবাহন আটকা পড়ে যানজট লেগে যায়। এতে যান চলাচল বন্ধ হয়ে চালক ও যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। বিক্ষোভকারী শ্রমিকেরা আরও জানান, গত মার্চ মাসের ২০ দিনের বেতন বকেয়া রয়েছে। চলতি মাসের মধ্যে আমাদের বকেয়া পরিশোধ করার প্রতিশ্রুতি দিয়ে কারখানা কর্তৃপক্ষ তা পরিশোধ করেনি। দেড় হাজার শ্রমিক সকালে কারখানায় কাজে যোগ দিই। সকাল সাড়ে ৯টার দিকে গেলো মাসের বকেয়া বেতনের পরিশোধের দাবি জানাই কর্তৃপক্ষের কাছে। এ সময় কর্তৃপক্ষ আমাদের দাবির বিষয়ে সঠিক কোনও সিদ্ধান্ত জানাতে পারেনি। পরে আমরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করি। প্রতিমাসেই কারখানার মালিক-কর্তৃপক্ষ আমাদের বেতন সময়মতো পরিশোধ করে না। গেল রোজার ঈদেও আমাদের বেতন নিয়ে টালবাহানা করছে। পরে আন্দোলন করে আমাদের পাওনা আদায় করতে হয়েছে। এসব বিষয়ে সিজন্স ড্রেসেস লিমিটেড কারখানার মালিক বা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) টঙ্গী পশ্চিম থানার ওসি হাবিব ইস্কান্দার জানান, মার্চ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে সকাল ১০টা থেকে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে রাখেন। খবর পেয়ে জিএমপি টঙ্গী পশ্চিম থানা পুলিশ, শিল্পপুলিশ এবং সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে বেলা সোয়া ১১ টার দিকে যানবাহন চলাচল শুরু হয়।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ