ঢাকা , রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫ , ২৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ভোটিং প্রক্রিয়া নিয়ে চারটি সচেতনতামূলক সভা করবে ডাকসু নির্বাচন কমিশন নুরুল হক নুরের শারীরিক অবস্থার অবনতি নিয়মিত ছাত্র সংসদ নির্বাচনের দাবি সাবেক তিন ভিপির চাকরির প্রলোভন ও টেলিগ্রাম অ্যাপে বিনিয়োগের নামে প্রতারণা : গ্রেফতার ৩ বাঁকখালী তীরে উচ্ছেদ অভিযানে বাধা রাস্তায় বিক্ষোভ-অবরোধ ৩৭ আসনে পরিবর্তন ঢাকাসহ ৪৬ আসনে প্রভাব অটোরিকশা দিয়ে ছিনতাই ‘নতুন দুশ্চিন্তা’ জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর-আগুন লুটেরাদের হাতে ক্ষমতা না দেওয়ার আহ্বান জামায়াত আমিরের যুক্তরাষ্ট্র থেকে হাতকড়া শেকল পরিয়ে ফেরত পাঠানো হলো ৩০ বাংলাদেশিকে জাতীয় নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ইউরোপীয় ও বৈশ্বয়িক নাগরিক সমাজের উদ্বেগ হাজার কোটি টাকা খরচেও বাড়েনি গ্যাসের মজুদ ওসি-এসআই’র ৬ লাখ টাকা আত্মসাতের অডিও ফাঁস আমরা কি জুলাই আন্দোলনে ললিপপ খাচ্ছিলাম- রিজভী আমরা কি জুলাই আন্দোলনে ললিপপ খাচ্ছিলাম- রিজভী চবির আহত দুই শিক্ষার্থীর চিকিৎসার খোঁজ নিলেন স্বাস্থ্য উপদেষ্টা চবির আহত দুই শিক্ষার্থীর চিকিৎসার খোঁজ নিলেন স্বাস্থ্য উপদেষ্টা বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের মৃত্যুবার্ষিকী পালিত গণশিক্ষা সচিবের নাম-ছবি ব্যবহার করে প্রতারণা

পাঁচ কিলোমিটার সড়কে ২০ গ্রামের মানুষের দুর্ভোগ

  • আপলোড সময় : ০২-০৫-২০২৫ ০৭:৪৫:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৫-২০২৫ ০৭:৪৫:৪৫ অপরাহ্ন
পাঁচ কিলোমিটার সড়কে ২০ গ্রামের মানুষের দুর্ভোগ
বরিশাল প্রতিনিধি
মাত্র পাঁচ কিলোমিটারের জনগুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিনেও সংস্কার না করায় ২০টি গ্রামের মানুষকে প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। গ্রীস্ম মৌসুমে ধুলো আর বর্ষা মৌসুমে কাঁদা পানিতে একাকার হয়ে সড়কটি চলাচলে সম্পূর্ণ অযোগ্য হয়ে পরে। ঘটনাটি জেলার আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট এলাকার। সরেজমিনে দেখা গেছে, দীর্ঘদিনেও সড়কটি সংস্কার না হওয়ায় বর্তমানে পাঁচ কিলোমিটারের পুরো সড়ক দিয়ে যানবাহনতো দূরের কথা জনসাধারণের পায়ে হেঁটে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রতিদিন ওই সড়ক দিয়ে ২০টি গ্রামের কয়েক হাজার বাসিন্দা ও কোমলমতি শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে চলাচল করছেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, উপজেলার বাকাল ইউনিয়নের পয়সারহাট-আমবৌলা ও সাতলা সড়কটি দীর্ঘ সাত বছর পূর্বে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান পাকা করণের কাজ করেন।
গত দুই বছর ধরে সড়কের বিভিন্নস্থানের পাথর ও পিচ উঠে গিয়ে খানা-খন্দের কারণে যানবাহন চলাচলে দুর্ভোগের সৃষ্টি হয়েছে। সড়কের অধিকাংশস্থানের কার্পেটিং উঠে কাঁচা সড়কে পরিনত হয়েছে। সূত্রে আরও জানা গেছে, ২০ গ্রামের মানুষের চলাচলের একমাত্র সড়কটি দিয়ে বাধ্যহয়ে জনসাধারণকে যাতায়াত করতে গিয়ে প্রতিনিয়ত ছোট-বড় দূর্ঘটনা লেগেই রয়েছে। স্থানীয় বাসিন্দা আহাদ তালুকদার জানান, সড়কটির অবস্থা খুবই বেহাল। এমন দুরাবস্থাপূর্ণ সড়ক পুরো উপজেলায় আর একটিও নেই।
স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে সড়কটি সংস্কারের জন্য একাধিকবার অনুরোধ করেও কোন সুফল মেলেনি। তিনি আরও জানান, উপজেলার বাকাল ইউনিয়নের পয়সারহাট-আমবৌলা ও সাতলা সড়কটি দিয়ে প্রতিনিয়ত ওইসব এলাকার প্রায় ২০টি গ্রামের মানুষ চলাচল করেন। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী রবীন্ত্র চক্রবর্তী বলেন, এলাকাবাসীর মাধ্যমে ওই সড়কটির দুরাবস্থার কথা শুনে সরেজমিন পরিদর্শন করা হয়েছে। আসলেই সড়কটির অবস্থায় চরম বেহাল। তাই ওই বেহাল সড়কসহ অগ্রাধীকার ভিত্তিতে আরো কয়েকটি অভ্যন্তরীণ সড়ক জরুরিভাবে সংস্কার করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। এখন সেখান থেকে অনুমতি ও বরাদ্দ আসলেই সড়কগুলো সংস্কারের কাজ শুরু করা হবে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য