সুজানগর (পাবনা) প্রতিনিধি
বৈশাখের প্রচণ্ড তাপদাহ আর বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ের কারণে পাবনার সুজানগরের হাট-বাজারে তালের পাখার কদড় বাড়ছে। আর এই সুযোগে পাখার দামও বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা। সুজানগর পৌর বাজারের পাখা ব্যবসায়ী হাসান আলী জানান, শীতের মৌসুম ছাড়া বছরের অন্যান্য সময় উপজেলার প্রতিটি হাট-বাজারে কমবেশি তালের পাখা বিক্রি হয়।
কিন্তু চৈত্র, বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে তীব্র গরম আর বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ের কারণে তালের পাখার চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। চলতি বৈশাখের প্রচণ্ড তাপদাহের পাশাপাশি বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ের কারণে হাট-বাজারে তালের পাখার চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে গ্রাম-গঞ্জের হাট-বাজারে তালের পাখার চাহিদা আরও বেশি। কারণ গ্রামে বিদ্যুতের লোডশেডিং সীমাহীন। ফলে গ্রামে তালের পাখার চাহিদা বেশি। আর এ সুযোগে পাখা ব্যবসায়ীরা দামও বাড়িয়ে দিয়েছে। উপজেলার মানিকদীর গ্রামের ভ্যান চালক আব্দুল বাতেন বলেন আগে এক পিস তালের পাখা ১০থেকে ১৫টাকায় কিনেছি। কিন্তু গত সপ্তাহে সুজানগর পৌর বাজার থেকে এক পিস পাখা ২০টাকা দিয়ে কিনলাম। পৌর বাজারের পাখা ব্যবসায়ী নিত্য কুন্ডু বলেন স্থানীয়ভাবে তালের পাখা তৈরী করা হয়না। তালের পাখা কিনে আনতে হয় পাবনার চাটমোহর উপজেলা থেকে। সেকারণে দাম আগের চেয়ে পাখা প্রতি ৪/৫টা বৃদ্ধি পেয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
