দেশের মানুষের টিকে থাকার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ জরুরি বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। গতকাল শুক্রবার রাজারবাগে ‘পুলিশ সপ্তাহ ২০২৫’ উপলক্ষে আয়োজিত বার্ষিক পুনাক সমাবেশ ও আনন্দমেলায় বক্তৃতার সময়ে তিনি এই মন্তব্য করেন। প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, দেশের মানুষের টিকে থাকার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ জরুরি। মানুষের পুষ্টি ও জীবিকার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সদস্যদের নারীর ক্ষমতায়নে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পণ্য নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, মৎস্য এবং প্রাণিসম্পদে নারীদের অবদান বেশি হলেও কোনও স্বীকৃতি নেই। পুনাকের কার্যক্রম পুলিশের প্রতি মানুষের নেতিবাচক ধারণা পরিবর্তনে ভূমিকা রাখবে আশাবাদ ব্যক্ত করে ফরিদা আখতার বলেন, আগে মিছিল-মিটিং করার সময় মহিলা পুলিশ থাকলে আশ্বস্ত হতাম যে, পুলিশ আমাদের গায়ে হাত দেবে না। এর আগে গত ২৯ এপ্রিল সকাল সাড়ে ১০টায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাজারবাগ পুলিশ লাইনস মাঠে পুলিশ সদস্যদের উদ্দেশে ভাষণের মাধ্যমে পুলিশ সপ্তাহের উদ্বোধন করেন। চার দিনব্যাপী পুলিশ সপ্তাহে গতকাল শুক্রবার শেষ দিনে বার্ষিক পুনাক সমাবেশ ও আনন্দ মেলা এবং পুলিশ নারী কল্যাণ সমিতির স্টলের পুরস্কার বিতরণী ও সমাপনী হবে। এবারের পুলিশ সপ্তাহের মূল প্রতিপাদ্য- ‘আমার পুলিশ আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

মানুষের টিকে থাকার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ জরুরি-প্রাণিসম্পদ উপদেষ্টা
- আপলোড সময় : ০৩-০৫-২০২৫ ১২:১৬:০৮ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৩-০৫-২০২৫ ১২:১৬:০৮ পূর্বাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ