ঢাকা , বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি

তীব্র তাবদাহে সোনারগাঁয়ের লিচুর ফলন কম ॥ দাম চড়া

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৪ ০১:৫৬:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৪ ০১:৫৬:০১ অপরাহ্ন
তীব্র তাবদাহে সোনারগাঁয়ের লিচুর ফলন কম ॥ দাম চড়া তীব্র তাবদাহে সোনারগাঁয়ের লিচুর ফলন কম ॥ দাম চড়া
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জে সোনারগাঁয়ের রসালো লিচু বাজারে আসতে শুরু করেছেআগাম জাত হওয়ার কারণে সোনারগাঁয়ের লিচু সবচেয়ে আগে বাজারে আসে বলে এর আলাদা খ্যাতি রয়েছেতবে তাবদাহ ও শিলাবৃষ্টির কারণে লিচুর ফলন কিছুটা কম হয়েছেসোনারগাঁয়ের লিচু আগাম বাজারে আসে বলে দেশের বিভিন্ন স্থানের লিচুর তুলনায় এ লিচুর চাহিদা থাকে বেশিবৈশাখের শেষ দিকে এ লিচু বাজারে আসেপ্রতি বছরের ন্যায় এবারও চড়ামূল্যে বাগানিদের কাছ থেকে লিচু কিনছে মৌসুমি লিচু ব্যবসায়ীরা
সোনারগাঁয়ের লিচুর কদর থাকায় বেশি লাভের আশায় আধপাকা লিচু বিক্রির জন্য বাজারে আনছেন ব্যবসায়ীরাসোনারগাঁয়ে পর্তুগিজদের আগমনের পর অর্থাৎ ১৭০০ খ্রিস্টাব্দ থেকে প্রথম লিচুর চাষ শুরু হয়পর্তুগিজরাই সোনারগাঁয়ে প্রথম লিচু চাষ শুরু করেনপ্রথমে ছোট পরিসরে এর চাষ শুরু হলেও এখন তা ব্যাপক রূপ নিয়েছেলিচু ব্যবসা লাভজনক হওয়ায় প্রতিনিয়ত জমির মালিকরা নতুন লিচু গাছের চারা রোপণ করছেনসোনারগাঁয়ে সাধারণত তিন প্রজাতির লিচুর ফলন হয়ে থাকেএগুলো হলো- পাতি লিচু, কদমি লিচু ও চায়না-৩ লিচুসোনারগাঁয়ে সর্বপ্রথম পাতি জাতের লিচু, পরে কদমি লিচু ও সর্বশেষ চায়না-৩ জাতের লিচু পেকে থাকে
সোনারগাঁয়ের লিচুর বাগানে ঘুরে দেখা যায়, প্রতিটি বাগানের গাছে থোকায় থোকায় কাঁচা-পাকা লিচু ঝুলছেগাছের ডালে ডালে ঝুলন্ত লাল টকটকে রঙের ছোট ফলের গুচ্ছপ্রতিটি গাছে বৈদ্যুতিক বাতি, টিনের বাজনা বাজিয়ে উচ্চশব্দ করে বাদুড় ও কাকের উপদ্রব থেকে লিচুকে রক্ষা করতে রাত জেগে পাহারা দিচ্ছেন লিচু চাষিরা
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, কদমি লিচুর পাশাপাশি পাতি লিচু ও চায়না-৩ জাতের লিচু বেশি চাষ হয় সোনারগাঁয়েএ উপজেলার ১০টি ইউনিয়নের ৮৫টি গ্রাম লিচুর জন্য প্রসিদ্ধ
স্থানীয় চাষিরা জানান, সোনারগাঁয়ে বর্তমানে কদমি, মোজাফফরপুরী, চায়না-৩, এলাচি ও পাতি এ পাঁচ ধরনের লিচুর চাষ হয়ে থাকেতবে অন্যান্য লিচু থেকে বর্তমানে কদমি লিচু চাষের প্রতি মনোযোগী হয়ে পড়েছেন চাষিরাপ্রতি বছর একেকটি বাগান ৪ থেকে ৫ লাখ টাকায় বিক্রি হয়তাই চাষিরা কোথাও একটু খালি জায়গা পেলে সেখানেই কদমি লিচুর বাগান তৈরি করছেন
সোনারগাঁয়ে ছোট-বড় মিলিয়ে পাঁচ শতাধিক লিচুর বাগান রয়েছেশুরুতে ১০০ কদমি লিচু ৫০০ থেকে ৭০০ টাকা দরে বিক্রি করে থাকেনচায়না-৩ লিচু ৪০০ থেকে ৫০০ টাকা, পাতি লিচু ৩৫০ থেকে ৪০০ টাকা দরে বিক্রি করে থাকেনতবে এ বছর দাম একটু বেশি হবেলিচু বিক্রেতা রমজান মিয়া বলেন, সোনারগাঁয়ের লিচু বাজারে আগে চলে আসে এবং আকারে একটু বড় ও সুস্বাদু হওয়ায় এ লিচুর চাহিদা বেশি রয়েছেনরসিংদী থেকে মৌসুমি আক্তার ও তার স্বামী মিরাজ এসেছিলেন লিচু কেনার জন্য সোনারগাঁও পৌরসভার পানাম গাবতলী এলাকায়তারা বলেন, সোনারগাঁয়ের লিচুর একটা ঐতিহ্য আছেবছরের শুরুতে সোনারগাঁয়ের লিচু বাজারে আসার কারণে এর স্বাদ নিতে আমরা খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করিআর এই আগ্রহের কারণে এত দূর থেকে লিচু কিনতে এসেছিএখানকার পরিবেশও খুব ভালো লাগে
সোনারগাঁ উপজেলা কৃষি কর্মকর্তা আফরোজা সুলতানা বলেন, দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে অন্তত ১ মাস আগে সোনারগাঁয়ের লিচু বাজারে আসেউপজেলায় এ বছর ১১০ হেক্টর জমিতে লিচু চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় ৫ হেক্টর বেশিএরই মধ্যে সোনারগাঁয়ের লিচু বাজারে চলে এসেছেউপজেলা কৃষি অফিস থেকে সর্বদা লিচু চাষিদের পরামর্শ দেয়া হচ্ছেতিনি আরও বলেন, গত বছর সোনারগাঁয়ে ৭০০ মেট্রিক টন লিচু উৎপাদিত হয়েছেএ বছর ৭০০ থেকে ৭৫০ মেট্রিক টন উৎপাদন হতে পারেটানা তাপপ্রবাহে বেশ কিছু সংখ্যক লিচুর গুটি ঝরে পড়ছে, বড় অবস্থায়ও লিচু ঝরে পড়েছেযার ফলে ফলনে কিছুটা ঘাটতি হতে পারে

 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ