ঢাকা , শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫ , ২১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
চীন-রাশিয়া-ভারতের ভবিষ্যৎ সমৃদ্ধ হোক: ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে সেনা পাঠাতে প্রস্তুত ২৬ দেশ ভারত ভাগের ডাক নিরাপদ আশ্রয় মিলছে না গাজার কোথাও হাত নেড়ে বিদায় নিলেন মেসি স্লোভাকিয়ার কাছে হারের স্বাদ পেলো জার্মানি জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করলো স্পেন ব্রাজিলের সামনে খড়কুটোর মতো উড়ে গেল চিলি অবসর ভেঙে আবারও মাঠে নামতে যাচ্ছেন রস টেলর রেকর্ড বইয়ে নাম লেখালেন ব্রিটজকে রসের কোচ প্রশিক্ষণ কর্মশালা থাকছেন মাহমুদউল্লাহ রিয়াদ নির্বাচনে অংশ না নেয়ার জন্য হুমকি দেওয়া হলো বুলবুলকে! সুষ্ঠু ভোটের পরিবেশ চান সাধারণ শিক্ষার্থীরা তারেক রহমান-বাবর খালাস আস্থার সংকটে প্রশাসন ও অর্থনীতি অন্তর্বর্তী সরকারের দায়হীন কর্মকাণ্ডে বিপন্ন মানবাধিকার ক্ষমতা বদলের জন্য জুলাই বিপ্লব হয়নি- জামায়াত গাইবান্ধায় কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৩ ধূমপান নিয়ে তর্ক, পরিবহন কাউন্টারে হামলা-ভাঙচুর দুদকের মামলায় খালাস মীর নাসির ও মীর হেলাল

মধ্যযুগীয় কায়দায় শিক্ষার্থী নির্যাতন

  • আপলোড সময় : ০৩-০৫-২০২৫ ১২:৩২:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৫-২০২৫ ১২:৩২:৩৫ পূর্বাহ্ন
মধ্যযুগীয় কায়দায় শিক্ষার্থী নির্যাতন
যশোর থেকে শেখ দিনু আহমেদ
পড়া না পারায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে মধ্যযুগীয় কায়দায় অমানুষিক নির্যাতণ করেছেন নাসির উদ্দিন নামে একজন প্রধান শিক্ষক। তার অমানুষিক নির্যাতণে গুরুতর আহত অবস্থায় ওই ছাত্রীকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে, গত বুধবার যশোরের ঝিকরগাছা উপজেলার নওয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। খবর পেয়ে গত বৃহস্পতিবার যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম শিশুটিকে দেখতে হাসপাতালে যান। তিনি সাংবাদিকদের সামনে ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, অভিযুক্ত প্রধান শিক্ষক নাসির উদ্দিনের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। আহত শিক্ষার্থীর মা আমেনা বেগম জানান, প্রতিদিনের ন্যায় তার মেয়ে নওয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায়। পরে তিনি খবর পান পড়া না পারার কারণে প্রধান শিক্ষক নাসির উদ্দিন তার মেয়েকে তলপেটে তিনটি লাথি মেরে গুরুতর আহত করেছেন। এখবর পাওয়ার পর তিনি দ্রুত স্কুলে ছুটে যান এবং অচেতন অবস্থায় তার মেয়েকে নিয়ে  যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এদিকে হাসপতালে কর্তব্যরত একজন চিকিৎসক জানান, মেয়েটি তলপেটে আঘাত প্রাপ্ত হওয়ার কারণে গোপনাঙ্গ সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। মেয়েটির চিকিৎসা চলছে, দ্রুত সুস্থ হয়ে যাবে। অভিযুক্ত প্রধান শিক্ষক নাসির উদ্দিন অভিযোগের সত্যতা স্বীকার করে পত্রিকায় সংবাদ প্রকাশ না করার জন্য অনুরোধ জানিয়েছেন। আহত শিক্ষার্থীর পিতা মনির হোসেন এব্যাপারে প্রধান শিক্ষক নাসির উদ্দিনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। আহত শিক্ষার্থীর মা আমেনা বেগম প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা করার কথা জানিয়েছেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য